ETV Bharat / entertainment

Will Smith in Mumbai : অস্কার মঞ্চে চড় কাণ্ডের পর এই প্রথম ভারতে উইল স্মিথ

author img

By

Published : Apr 23, 2022, 1:12 PM IST

অস্কার মঞ্চে চড় কাণ্ডের পর এবার ভারতে উইল স্মিথ ৷ শনিবার সকালে মুম্বই বিমান বন্দরে ক্যামেরাবন্দি হলেন তিনি (Will Smith in Mumbai)৷

Will Smith in Mumbai
অস্কার মঞ্চে চড় কান্ডের পর এবার ভারতে উইল স্মিথ

মুম্বই, 23 এপ্রিল : সব মিলিয়ে একটা ভীষণই বিতর্কিত নতুন বছর কাটাচ্ছেন হলিতারকা উইল স্মিথ ৷ একদিকে সেরা অভিনেতা হিসাবে যেমন তাঁর হাতে উঠেছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার, তেমনই আবার সেই অস্কারের মঞ্চেই ক্রিস রককে চড় মারার জেরে নির্বাসনও ভোগ করতে হচ্ছে তাঁকে ৷ গত কয়েক মাস ধরেই তিনি ছিলেন খবরের শিরোনামে ৷ আর এবার এই বিখ্যাত তারকাকে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে (Will Smith in Mumbai )৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে আসা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমান বন্দরে তাঁর ভারতীয় ফ্য়ানেদের সঙ্গে কথা বলছেন উইল ৷ এমনকী পাপারাজ্জিদের দিকে হাতও নাড়ান অভিনেতা ৷ শনিবার সকালে তাঁর ভিডিয়ো সামনে আসার পর তা ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগেনি ৷

আরও পড়ুন : পর্দার ফ্য়ামিলি ম্যানের কণ্ঠে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, ভাইরাল ভিডিয়ো

যদিও ভারতে নিছকই বেড়াতে নাকি অন্য কোনও কাজ নিয়ে এসেছেন, তা এখনও সামনে আসেনি ৷ তবে মেন ইন ব্ল্যাক স্টারকে মুম্বইতে দেখতে পেয়ে তাঁর অনুরাগীরা যে উচ্ছ্বসিত তা বলাই বাহুল্য ৷ কমিডিয়ান ক্রিস রক তাঁর স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করাতেই মঞ্চে তাঁকে কষে চড় মারেন স্মিথ ৷ এই ঘটনা সোশ্যাল মিডিয়া নেটিজেনদেরও দুই ভাগে ভাগ করে দিয়েছিল ৷ স্মিথের আচরণ যেমন সমালোচিত হয়েছিল, তেমনই সমর্থনও পেয়েছিল প্রচুর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.