ETV Bharat / entertainment

Manali Dey New Serial: মানালির সঙ্গে জুটিতে দ্রোণ, নায়িকা সমাবেশে আসছে 'কার কাছে কই মনের কথা'

author img

By

Published : Jun 13, 2023, 2:23 PM IST

মানালির সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন দ্রোণ মুখোপাধ্য়ায় ৷ এক নারীর স্বপ্নের গল্প নিয়ে আসছে 'কার কাছে কই মনের কথা' ৷

Manali Dey New Serial
মানালির সঙ্গে এবার জুটি বাঁধবেন দ্রোণ

কলকাতা, 13 জুন: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' । সদ্য এসেছে ধারাবাহিকের প্রোমো । বিয়ের পর বেশিরভাগ মেয়েরই শখ, আহ্লাদ, গুণ সব শিকেয় ওঠে । এই চিত্র ঘরে ঘরে । কারও বন্ধ হয়ে যায় লেখাপড়া, কারও গানবাজনা আবার কারও নাচ বা অন্যকিছু । এমনটাই ঘটবে আরও একবার । তবে, বাংলা ধারাবাহিকে । কার সঙ্গে ঘটবে এমনটা? জানা গিয়েছে এবার এই ঘটনার শিকার মানালি ।

নতুন এই ধারাবাহিকে মানালির চরিত্রের নাম শিমুল । সে গান করে । শ্বশুর বাড়িতে আসার সময় মা তার সঙ্গে হারমোনিয়ামটিও পাঠিয়ে দেয় । কিন্তু শাশুড়ি মা সেটিকে গুদাম ঘরে রেখে আসতে বলে বাড়ির ছেলেদের । শিমুল গানের সার্টিফিকেট পেলেও তা দেখার সময় নেই স্বামী কিংবা শাশুড়ির । তাই সেই সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দেয় মানালি । কিন্তু তা কুড়িয়ে নিয়ে জোড়া লাগায় শিমুলের প্রতিবেশী সইয়েরা । তারা ছাদে গিয়ে চা পার্টি করে । ধারাবাহিকের নাম 'কার কাছে কই মনের কথা' হলেও গল্পের নায়িকার এখানে মনের কথা বলার মতো অনেক সই আছে তা বোঝাই যাচ্ছে । কিন্তু গল্পের ভাঁজ কীরকম হবে তা জানতে হলে অপেক্ষাই কাম্য ।

প্রথম প্রোমোতে ধরা দিয়েছেন মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, বাসবদত্তা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস, ঋতা দত্ত চক্রবর্তী, দ্রোণ মুখোপাধ্যায়, সৌনক রায় । দ্রোণ মুখোপাধ্যায়কে দেখা যাবে মানালি দের বিপরীতে । মানালি দে 'ধুলোকণা' শেষ হওয়ার পর কিছুদিনের ব্রেক নিয়েছিলেন । এবার ফিরছেন ফের লিড রোলে । ওদিকে বাসবদত্তাও লম্বা ব্রেক নিয়ে ফের ছোট পর্দায় ।

Manali Dey New Serial
আসছে নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে বিগ বস খ্যাত রুবিনা, মাথায় পিঠে চোট অভিনেত্রীর

'লালকুঠি' ধারাবাহিকের পর বেশিদিনের ছুটি মেলেনি স্নেহার । কুয়াশা পার্শ্বচরিত্রে অন্য চ্যানেলেও চালিয়ে যাচ্ছেন অভিনয় । সৃজনীও তাই । দ্রোণ মুখোপাধ্যায় বাংলা টেলিভিশনের এই মুহূর্তের জনপ্রিয় মুখ । সম্প্রতি পা রেখেছেন ওয়েবে । 'বেনুদার টেনশন' সিরিজে অভিনয় করেছেন দ্রোণ । এই প্রথমবার মানালির বিপরীতে অভিনয় করছেন তিনি । এই ধারাবাহিকে তিনি একজন স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করবেন । কবে থেকে সম্প্রচার এই ধারাবাহিকের জানা যায়নি এখনও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.