ETV Bharat / entertainment

New Music Video: আসছে ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন গান 'শহরতুতো প্রেম'

author img

By

Published : Apr 18, 2023, 10:59 AM IST

'জে এস ই মিউজিক'-এর তরফে হাজির হতে চলেছে নতুন মিউজিক ভিডিয়ো 'শহরতুতো প্রেম' । গানের সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷

New Music Video
19 এপ্রিল আসতে চলেছে নতুন মিউজিক ভিডিয়ো শহরতুতো প্রেম

কলকাতা, 18 এপ্রিল: 'জেএসই মিউজিক'-এর দ্বিতীয় বর্ষের জন্মদিনে জোনাই বাগচী সিং ও তাঁর টিম উপহার দিতে চলেছেন নতুন মিউজিক ভিডিয়ো ' শহরতুতো প্রেম' । ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে, তমোঘ্ন চট্টোপাধ্যায়ের কথায় এই গান গেয়েছেন নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৌম্যদীপ মুর্শিদাবাদী । এই মিউজিক ভিডিয়োতে দেখা যাবে সোশাল মিডিয়ার দুই বিপুল জনপ্রিয় মুখ মুকুল জানা এবং রিম্পা রায়কে ।

'জেএসই মিউজিক'-এর লেবেল থেকে আসছে এই আদ্যপান্ত প্রেমের গান । মিউজিক ভিডিয়ো জুড়ে একটি এলোমেলো ছেলে আর বেশ পরিপাটি এক রেডিও জকির কাহিনি ফুটে উঠতে চলেছে ৷ মেয়েটি এখানে কাজ করে একজন রেডিয়ো জকি হিসাবে ৷ আর এই দু'জনের শহরতুতো প্রেমেরই স্বাক্ষী হতে চলেছে মানুষ ।

এই নতুন মিউজিক ভিডিয়োটি নিয়ে কথা বলতে গিয়ে সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, "এই গান দিয়ে জেএসই মিউজিক ও জোনাই সিং বাগচীর সঙ্গে আমার মিউজিক্যাল জার্নি শুরু হল । আগামী 19 এপ্রিল এই গান মুক্তি পেতে চলেছে । এটি আদ্যোপান্ত একটি প্রেমের গান । নতুন বছরের শুরু হোক প্রেমের রেশ ধরেই । আশা করি সকলের এই গান ভালো লাগবে ।"

New Music Video
খুব তাড়াতাড়ি আসছে নতুন মিউজিক ভিডিয়ো শহরতুতো প্রেম

অন্যদিকে মিউজিক ভিডিয়োটির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং জে এস ই মিউজিক-এর কর্ণধার জোনাই বাগচী সিং বলেন, "আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই অতিমারির সময়ে । আজ আমাদের দ্বিতীয় জন্মবার্ষিকী ৷ এই বিশেষ দিনে ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো খ্যাতনামা সঙ্গীত পরিচালকের আমাদের মিউজিক লেবেলের সঙ্গে কাজ করতে আসা সত্যিই খুব বড় প্রাপ্তি আমার জন্য । প্রতিষ্ঠিত স্বনামধন্য শিল্পীদের বাংলা ইন্ডিপেন্ডেন্ট সঙ্গীতকে নিয়ে এগিয়ে চলার সফরে আমরা যেভাবে পাশে পেয়েছি তাতে আমি আপ্লুত ।" আগামী 19 এপ্রিল, জেএসই মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে চলেছে এই গানের মিউজিক ভিডিয়ো ।

আরও পড়ুন: শ্যুটিং শেষ ! 'রক্তবীজ' ছবিতে কাজ নিয়ে কী বললেন দেবলীনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.