ETV Bharat / entertainment

OTT Releases in August: শাশ্বতর 'আবার প্রলয়' থেকে আলিয়ার 'হার্ট অফ স্টোন', অগস্টে সময় কাটুক ওটিটি’তেই

author img

By

Published : Aug 2, 2023, 1:22 PM IST

অগস্টে যেমন বড় পর্দায় আসছেন দেব, সানি দেওল, অক্ষয় কুমাররা ৷ তেমনই ওটিটি’তে আসছে একের পর এক দারুণ প্রজেক্ট ৷ দেখে নিন এক নজরে ৷

Ott Releases in August
অগস্টে ওটিটি আসছে এই সিরিজগুলি

কলকাতা, 2 অগস্ট: অগস্টে রীতিমতো জমে উঠতে চলেছে ওটিটির মঞ্চ ৷ কারণ পরপর একাধিক ছবি এবং সিরিজ আসতে চলেছে হাতের নাগালে ৷ বাংলা-হিন্দি সমস্ত ক্ষেত্রেই রয়েছে কিছু বিগ রিলিজ ৷ আর তারকাদের তালিকা ? তারকাদের তালিকাতেও রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক থেকে আলিয়া ভাট পর্যন্ত একের পর এক চেনা নাম ৷

আবার প্রলয়: জি5-এর মঞ্চে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়' ৷ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার অনিমেষ দত্তকে অ্যাকশন মুডে দেখতে মুখিয়ে রয়েছেন সকলে ৷ এবার গল্প জমবে মানব পাচারকে কেন্দ্র করে ৷ পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়ের মতো এক ঝাঁক তারকাকে দেখা যাবে এবারও ৷ 11 অগস্ট মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷

নিখোঁজ: স্বস্তিকা এবং টোটা রায়চৌধুরী অভিনীত 'নিখোঁজ' ওয়েব সিরিজটিও ওটিটিতে আসছে একই দিনে ৷ হইচইতে আসতে চলেছে মেয়ে হারানো এক মায়ের কাহিনি ৷ স্বস্তিকা এখানে অভিনয় করবেন এক তদন্তকারী অফিসারের ভূমিকায় ৷ তাঁর মেয়েই হঠাৎ নিখোঁজ হয়ে যায় ৷ সন্দেহ গিয়ে পড়ে রমিত সেন নামক এক ব্যক্তির ওপর ৷ এই চরিত্রে রয়েছেন টোটা ৷

হার্ট অফ স্টোন: আলিয়ার সঙ্গে সম্প্রতি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে স্ক্রিনশেয়ার করেছিলেন টোটা রায়চৌধুরী ৷ এবার তাঁর নতুন ওয়েব সিরিজে মুক্তির দিনেই মুক্তি পেতে চলেছে আলিয়ার প্রথম হলিউড প্রজেক্ট 'হার্ট অফ স্টোন' ৷ নেটফ্লিক্সের এই অরিজিনাল প্রজেক্টে আলিয়াকে দেখা যাবে গ্যাল গ্যাডোটের সঙ্গে কাজ করতে ৷

চুনা: এ মাসেই 3 তারিখ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'চুনা' ৷ জিমি শেরগিল, আর্শাদ ওয়ারসি, চন্দন রায়, অসীম গুলাটিদের নিয়ে তৈরি হতে চলেছে এই ক্রাইম থ্রিলার ৷ এখানে ফুটে উঠবে এক রাজনৈতিক নেতার পার্টি অফিস থেকে টাকা লুট করার একটি কাহিনি ৷ ইতিমধ্যে ট্রেলারে যথেষ্ট সাড়া ফেলেছে এই প্রজেক্টটি ৷

সাড়ে ষোলো: বাংলার দর্শকদের জন্যও একাধিক সুখবর নিয়ে এই মাসে হাজির হতে চলেছে হইচই ৷ 'নিখোঁজ'-এর পাশাপাশি 17 অগস্ট মুক্তি পেতে চলেছে আফরান নিশোর নতুন প্রজেক্ট 'সাড়ে ষোলো' ৷ বাংলাদেশের এই অভিনেতা ভারতেও যথেষ্ট পরিচিত মুখ ৷ বাঙালির প্রিয় এই অভিনেতাকেও দেখা যাবে অগস্টেই ৷

কুমুদিনী ভবন: 'গোরা 2' সিরিজের আবার নতুন সিরিজের হাত ধরে হইচইতে আসছেন ঊষসী রায় ৷ সঙ্গে রয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যও ৷ আগামী 25 অগস্ট মুক্তি পতে চলেছে নতুন সিরিজ কুমুদিনী ভবন ৷ অর্কদীপ মল্লিকা নাথের পরিচালনায় আসছে এই রহস্য কাহিনি ৷

পিলকুঞ্জ: অগস্টেই ক্লিক-এর মঞ্চে হাজির হতে চলেছে পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্য়ায়ের নতুন সিরিজ 'পিলকুঞ্জ' ৷ যদিও সিরিজটির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷

আরও পড়ুন: 'রণে, বনে, জলে, জঙ্গলে...' দেবী চৌধুরানীর শুটিং নিয়ে নতুন খবর দিলেন শুভ্রজিৎ


ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান: হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এবার আড্ডা টাইমসে মুক্তি পেতে চলেছে 'ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান' ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার ৷ এক মানুষ অবসরের পরে কীভাবে জীবনটাকে অন্য় খাতে বইয়ে দেয় তাই নিয়ে আসছে এই কাহিনি ৷ রয়েছেন রঞ্জিত মল্লিক, আরিয়ান ভৌমিক-সহ আরও অনেকেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.