ETV Bharat / entertainment

ZHZB BO Collection: চতুর্থ দিনেই সাড়া ফেলল সারা-ভিকির রোম্যান্টিক রসায়ন, দেখুন 'জরা হাটকে জরা বাঁচকে'র রিপোর্ট কার্ড

author img

By

Published : Jun 6, 2023, 12:34 PM IST

Zara Hatke Zara Bachke Box Office Collection
জরা হাটকে জরা বাঁচকে ছবির বক্স অফিসে আয়

চতুর্থ দিন শেষে 26.73 কোটি টাকা ঘরে তুলে ফেলল 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ বক্স অফিসে বেশ ভালোই আয় করল সারা-ভিকির রোম্যান্টিক রসায়ন ৷

মুম্বই, 6 জুন: 'মিমি' ছবির হাত ধরে একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন পরিচালক লক্ষণ উতেকর ৷ তাই তাঁর নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' বক্স অফিসে কেমন ফল করবে তা দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলেই ৷ গত শুক্রবার বক্স অফিসে মুক্তির পর থেকে বেশ ভালো আয় করেছে এই ছবি ৷ রবিবার পর্যন্ত এই ছবির আয় ছিল 22 কোটির কিছু বেশি ৷ তবে সোমবার যদিও আয় একটু কমেছে ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত এই রোম্যান্টিক ছবির ৷

সোমবার দেশ জুড়ে আরও 4.14 টাকার ব্যবসা করেছে 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ যার জেরে ছবির মোট আয় এখন দাঁড়িয়েছে 26.73 কোটি টাকায় ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই ছবির বাজেট প্রায় 40 কোটি টাকা তাই সফল হতে আরও 14 কোটি টাকা ঘরে তুলতেই হবে 'জরা হাটকে জরা বাঁচকে'-কে ৷ তবে ট্রেড অ্যানালিস্টদের মতে, শুধু ন্যাশনাল চেইন নয় সিঙ্গল স্ক্রিনেও ভালোই ব্যবসা করছে ছবিটি ৷ তাই হয়তো বাজেটের টাকা তুলে ফেলতে খুব একটা সমস্যা হবে না নির্মাতাদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কপিল এবং সৌম্যার রোম্যান্টিক জুটির কথা ফুটে উঠেছে ছবিতে ৷ ইন্দোরের এই দুই সহপাঠীর মধ্যে জমে ওঠে প্রেম ৷ সেই প্রেম পরিণতি পায় বিবাহে ৷ কিন্তু যৌথ পরিবারে বিয়ে হওয়ার পর সৌম্যা তথা সারা বুঝতে পারে তাদের মধ্যে ব্যক্তিগত জীবন বলে কিছুই নেই ৷ কপিল সৌম্যার সম্পর্কে শুরু হয় তিক্ততা ৷ কীভাবে এগোবে এই যাত্রা ৷ তারা কী পারবে এই জাঁতাকল কেটে বাইরে বের হতে ? জানতে হলে দেখতে হবে 'জরা হাটকে জরা বাঁচকে' ৷

আরও পড়ুন: ছবির কাজের তোড়জোড় শুরু সৌমিতৃষার, অতনু অভিজিতদের সঙ্গে ফ্রেমবন্দি 'মিঠাই'

ছবিটির প্রযোজনা করেছে দীনেশ বিজানের ম্যাডক ফিল্মস ৷ এর আগে কার্তিক আরিয়ান আর কৃতি স্যাননকে নিয়ে 'লুকা ছুপি'র মতো ছবি বানিয়েছিলেন লক্ষণ ৷ সেই ছবিও বেশ সাফল্য় পেয়েছিল ৷ এবার এই ছবি বক্স অফিসে কতখানি সাফল্য পায় সেটাই দেখার ৷ তবে মানতেই হবে প্রথম চার দিনে রিপোর্ট কার্ড ভালোই এই ছবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.