ETV Bharat / entertainment

Ayan Mukerji on YJHD: এক দশক পূর্তিতে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' নিয়ে আবেগী পরিচালক অয়ন

author img

By

Published : May 31, 2023, 7:18 PM IST

তিনি নাকি মুক্তির পর থেকে একবারও পুরো ছবিটা দেখেননি ৷ ছবির এক দশক পার হওয়ার মুহূর্তে বললেন 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷

Ayan Mukerji on YJHD
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি নিয়ে মুখ খুললেন অয়ন

হায়দরাবাদ, 31 মে: এক দশক পার করল অয়ন মুখোপাধ্য়ায়ের ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ৷ রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর এবং কল্কি কেকলা অভিনীত এই ছবিটি একসময় শোরগোল ফেলেছিল অনুুরাগী মহলে, বিশেষ করে জেন ওয়াই'দের মধ্যে ৷ বুধবার সেই ছবির এক দশক পার ৷ 2013 সালে মুক্তি পেয়েছিল এই ছবি ৷ আর তাই এই বিশেষ দিনে একটি সুন্দর বার্তা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অয়ন ৷

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি আমার দ্বিতীয় সন্তান ৷ এটা আমার হৃদয়ের একটা টুকরো ৷ আজ সেই সন্তানের বয়স দশ হল ৷ আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলব এই ছবিটি তৈরি করা আমার জন্য জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায় ছিল ৷ আর কিছু ঠিক কিছু ভুল মিলিয়ে এই ছবির জন্য় যা আমার প্রাপ্তি তা আজও আমার সবচেয়ে বড় আত্মিক গর্বের উৎস ৷"

তিনি আরও লিখেছেন, "তবে আশ্চর্যের বিষয় হল আমি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি মুক্তির পর থেকে একবারও ছবিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখিনি ৷ সবসময় নতুন মাইলফলক ছোঁয়ার তারণায় ছুটে গিয়েছি ৷ কখনও পিছন ফিরে তাকাইনি ৷ কিন্তু যত বয়স বেড়েছে, বুঝতে শিখেছি আমার মনে হয়েছে বছরে একবার অন্তত আমার ছবিটা দেখা দরকার ৷ কারণ আমি কীভাবে জীবনকে দেখতাম, কেমন ছিলাম সেটাই বন্দি হয়ে আছে এই ছবিতে যা আমার একটা বড় অংশ ৷"

আরও পড়ুন:'শিরদাঁড়া তোমার নুয়ে পড়েছে সেই কবেই', কবিতায় প্রধানমন্ত্রীকে তোপ ঋদ্ধির

তিনি জানান এমনকী এতগুলো বছর পরেও কেউ যখন তাঁর কাছে আসেন, হয়তো বা 'ব্রহ্মাস্ত্র' ছবি নিয়ে কথা বলেন তারপরেই তাঁরা 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির কথা শুরু করেন ৷ তাঁর মতে, পুরো কৃতিত্বটাই এই ছবিটির ৷ সেই কারণেই আজ এই বিশেষ দিনে তিনি ডবু দিলেন অতীতের স্মৃতিপটে ৷ আগামী দিনে জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনকে নিয়ে 'ওয়ার' ছবির দ্বিতীয় অধ্যায় বানাতে চলেছেন অয়ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.