ETV Bharat / entertainment

Raazi Left Sudha Murty Tearyeyed: 'রাজি' দেখে চোখে জল সুধা মূর্তির, আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ ইনফোসিস কর্ত্রী

author img

By

Published : Jul 23, 2023, 10:45 PM IST

সমাজসেবার পাশাপাশি সিনেমা দেখতেও পছন্দ করেন ইনফোসিসের চেয়ারপার্সন সুধা মূর্তি ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দের অভিনেতা-অভিনেত্রীর কথা জানিয়েছেন তিনি৷ পাশাপাশি জানিয়েছেন, আলিয়া ভাটের 'রাজি' তাঁর ভীষণ পছন্দের ছবি ৷ যতবারই দেখেন কেঁদে ফেলেন তিনি ৷

Etv Bharat
আলিয়া ভাটের 'রাজি' মন ছুঁয়েছে সমাজসেবী সুধা মূর্তির

হায়দরাবাদ, 23 জুলাই: সুধা মূর্তি, যিনি শুধুমাত্র ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন, শিক্ষিকা বা সমাজসেবী নন ৷ তাঁর আরও একটি পরিচয় রয়েছে ৷ তিনি আর পাঁচজনের মতোই চলচ্চিত্রপ্রেমী ৷ অনেকেই মনে করেন, তিনি সিনেমা জগত থেকে দূরে থাকেন ৷ নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন ৷ তবে সকলকে চমকে দিয়ে সুধা মূর্তির অন্যরূপ সম্প্রতি সামনে এসেছে একটি শোয়ের মধ্য দিয়ে ৷ যার ক্লিপিংস সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বৈজন্তীমালা থেকে এখনকার আলিয়া ভাট, তাঁর পছন্দের অভিনেত্রী ৷

সময়ের সঙ্গে সঙ্গে সমাজসেবী সুধা মূর্তির সিনে জগতের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে ৷ সাদা কালো পর্দায় লেজেন্ডারি দিলীপ কুমার, এভার-চার্মিং রাজেশ খান্না থেকে এখনকার হৃত্বিক রোশন, বলিউড বাদশা শাহরুখ খান সকলের ছবিই বেশ পছন্দ করেন ইনফোসিস-এর চেয়ারপার্সন ৷ তালিকায় রয়েছেন আমির খান ও আয়ুষ্মান খুরানাও ৷ জীবনের বিভিন্ন সময়ে অভিনেতাদের নানান ছবি মন ছুঁয়ে গিয়েছে তাঁর ৷ সেই কথাও তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন ৷ তবে শুধু অভিনেতা নন, তালিকায় রয়েছেন সেরা অভিনেত্রীও ৷ যাঁদের অভিনয় পর্দায় দেখতে তিনি পছন্দ করেন ৷

1950-এ সেলুলয়েডের পর্দায় ম্যাজিক দেখিয়েছেন অনেক অভিনেত্রীই ৷ তবে সুধা মূর্তির পছন্দের অভিনেত্রী ছিলেন বৈজন্তিমালা ৷ তারপর ছিলেন নার্গিস ৷ রাজকাপুর-নার্গিসের অসামান্য অভিনয় মন ছুঁয়ে গিয়েছে সুধাজির ৷ তবে বর্তমানে তাঁর পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেন আলিয় ভাট ৷ তিনি সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, মেঘনা গুলজার পরিচালিত ও আলিয়া ভাট অভিনীত রাজি তাঁর ভীষণ পছন্দের একটা ছবি ৷ আলিয়ার অভিনয় মুগ্ধ করেছে তাঁকে ৷ তিনি সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, ছবিটা তিনি যতবার দেখেন ততবার অবাক হয়ে যান ৷ অসামান্য অভিনয় দক্ষতা বারবার তাঁর চোখে এনেছে জল ৷

আরও পড়ুন: 'দাদা রাজনৈতিক আলোচনা পছন্দ করতেন না', মহানায়কের স্মৃতিচারণায় রত্না ঘোষাল

প্রসঙ্গত, দ্য কপিল শর্মা শোয়ে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী সুধা মূর্তি ৷ সেখানেই তিনি তাঁর চলচ্চিত্রপ্রেমের কথা জানিয়েছেন ৷ তিনি এও জানিয়েছেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডার মারার সময় ছবি নিয়ে নানা আলোচনা করেন তাঁরা ৷ সুধাজি আরও জানিয়েছেন, যদি তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা না করতেন তাহলে নিশ্চই এক চলচ্চিত্র সমালোচক হতেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.