ETV Bharat / entertainment

Sushmita Sen New Car: সুস্মিতা সেনের কালেকশনে এবার 1 কোটি 60 লক্ষের মার্সেডিজ বেঞ্জ

author img

By

Published : Jan 21, 2023, 7:54 PM IST

সুস্মিতা সেনের কালেকশনে যোগ হল একটি বিলাসবহুল কালো মার্সেডিজ বেঞ্জ(Sushmita Sen buys benz ) ৷ যার দাম 1 কোটি 60 লক্ষের বেশি ৷ নতুন গাড়ির মালিক হয়ে গর্বিত পোস্ট শেয়ার করেছেন নায়িকা ৷

Sushmita Sen Buys Benz
সুস্মিতা সেনের কালেকশনে যোগ হল একটি বিলাসবহুল কালো মার্সেডিজ বেঞ্জ

সুস্মিতা সেনের কালেকশনে যোগ হল একটি বিলাসবহুল কালো মার্সেডিজ বেঞ্জ

হায়দরাবাদ, 21 জানুয়ারি: এবার নিজেকে আরেকটি দুরন্ত বিলাসবহুল গাড়ি উপহার দিলেন নায়িকা সুস্মিতা সেন ৷ শনিবার অভিনেত্রী তাঁর ইনস্টা হ্য়ান্ডেল থেকে সেই গাড়ির একটি ভিডিয়োও শেয়ার করেছেন তাঁর ভক্তদের জন্য় ৷ সুস্মিতা গাড়ি চালাতে ঠিক কতখানি ভালোবাসেন তা তাঁর অনুরাগীরা ভালোই জানেন ৷ অভিনেত্রীর কালেকশনে ইতিমধ্য়েই রয়েছে নানান বিলাসবহুল বিদেশি গাড়ি ৷ এবার সেই কালেকশনে যোগ হল একটি কালো মার্সেডিজ বেঞ্জ (Sushmita Sen buys luxury car )৷ যার মূল্য় 1 কোটি 60 লক্ষ টাকারও বেশি (Sushmita Sen car collection) ৷

গাড়ি সংগ্রহের বিশেষ সখ রয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীর ৷ বিএমডবলু 7 সিরিজ 730 এলডি, বিএমডবলু এক্স 6, অডি কিউ 7 এবং লেক্সাস এল এক্স 470-এর মতো বেশকিছু বিদেশি গাড়ি ইতিমধ্য়েই রয়েছে তাঁর সংগ্রহে ৷ এবার সেখানে যোগ হল একটি মার্সেডিজ বেঞ্জ এএমজি জেএলই 53 (Sushmita Sen buys benz ) ৷ সুস্মিতা ইনস্টায় যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা যায় প্রথমবার গাড়িটিকে আচ্ছাদন খুলে সামনে আনছেন তিনি ৷ তাঁর সঙ্গে রয়েছেন তাঁর কিছু কর্মীও ৷ তাঁরাও এদিন শুভেচ্ছা জানান অভিনেত্রীকে ৷ নীল ভেলভেটের ঝলমলে পোশাকে এদিন ক্যামেরার সামনে এলেন তিনি ৷

ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, 'এবং সেই মহিলা যে গাড়ি চালাতে ভালোবাসে, সে নিজেকে আজ এক দুরন্ত এবং শক্তিশালী উপহার দিয়েছে' ৷ তাঁর এই পোস্টের নীচে মন্তব্যের বন্য়া বইয়ে দিয়েছেন ফ্যানেরাও ৷ অভিনন্দন জানিয়েছেন সুস্মিতার ভাই রাজীবও ৷ রাজীব এদিন লেখেন, 'অভিনন্দন' ৷ তার সঙ্গে বেশকিছু ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷

আরও পড়ুন: বিক্রি হল চার লক্ষেরও বেশি টিকিট, প্রি বুকিংয়ে পাঠান হারাতে পারে ব্রহ্মাস্ত্রকেও

প্রসঙ্গত, সুস্মিতা সেন বেশ কিছুদিন আগেই শিরোনামে উঠে এসেছিলেন ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্কের জেরে ৷ প্রাক্তন ক্রিকেট প্রশাসকের পোস্ট দেখে মনে হয়েছিল তিনি হয়তো নতুন জীবন শুরু করতে চলেছেন সুস্মিতার সঙ্গেই ৷ পরে অবশ্য থিতিয়ে যায় এই জল্পনা ৷ আপাতত আরও একবার পর্দায় কামব্যাক করতে চলেছেন এই নায়িকা ৷ তিনি এখন ব্যস্ত রয়েছেন 'আর্যা 3'-এর শ্যুটিং নিয়ে ৷ এছাড়া তাঁকে 'তালি' নামে একটি নতুন ওয়েব সিরিজে ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের ভূমিকাতেও অভিনয় করতে দেখা যাবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.