ETV Bharat / entertainment

Varun-Lavanya Wedding: দীর্ঘদিনের প্রেম পেল পরিণতি ! ইতালিতে রূপকথার বিয়ে বরুণ-লাবণ্যর, ভাইরাল ছবি-ভিডিয়ো

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 2:00 PM IST

ইতালিতে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠী ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ও ছবি আসতেই তা ভাইরাল ৷ মণীশ মলহোত্রার পোশাকে নজর কাড়লেন নবদম্পতি ৷

Etv Bharat
সাত পাকে বাঁধা পড়লেন বরুণ-লাবণ্য

হায়দরাবাদ, 2 নভেম্বর: পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে চার হাত এক হয়েছে অভিনেতা বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠীর ৷ ইতালির তাস্কানির বোরগো সান ফেলিস হোটেলে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড ওয়েডিং ৷ উপস্থিত ছিলেন চিরঞ্জীবী, পবন কল্যাণ, অল্লু অর্জুন এবং রাম চরণ ৷ সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই নিমেষে তা ভাইরাল হয়েছে ৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷

বিশেষ এই দিনে লাবণ্য পরেছিলেন লাল রঙের কাঞ্জিভরম শাড়ি ৷ মাথার ভেলটিও ছিল নজরকাড়া ৷ যাতে লেখা ছিল বরুণলাভ ৷ সঙ্গে মানানসই কুন্দনের জুয়েলারি ৷ অন্যদিকে, বরুণ পরেছিলেন আইভরি রঙের শেরওয়ানি, যাতে সোনালি জরির কাজ ৷ সেটিও ডিজাইন করেছেন মণীশ মলহোত্রা ৷ হিন্দু রীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের ৷ বিয়ের একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বরুণ ৷

ইতালির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে নতুন জীবনে যাত্রা শুরু করেছেন বরুণ-লাবণ্য ৷ একাধিক ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, "আমার ভালোবাসা ৷" ভালোবাসার মুহূর্তের সেই সব ছবি অনুরাগীদের মনমুগ্ধ করেছে ৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই ৷

ওয়েডিং প্রসেশন বা বারাতও ছিল চোখে পড়ার মতো ৷ ভিনটেজ গাড়িতে বসে গ্র্যান্ডওয়েতে বিয়ের মণ্ডপে আসেন বরুণ ৷ বাজতে থাকে ঢাক-ঢোল ৷ নাচতে দেখা যায় উপস্থিত অতিথিদেরও ৷ বিয়েতে বরুণ তেজের ভায়রা ভাই রাম চরণ, অল্লু অর্জুন, কাকা পবন কল্যাণ, চিরঞ্জীবী ছাড়াও উপস্থিত ছিলেন উপাসনা কোনিডেলা, অল্লু স্নেহা রেড্ডি, সাই ধরম তেজ-সহ কাছের আত্মীয়রা ৷

মূলত, 30 অক্টোবর আয়োজিত হয়েছিল প্রি-ওয়েডিং অনুষ্ঠান ৷ তার পরের দিন আয়োজিত হয় হলদি ও মেহেন্দি সেরেমনি ৷ দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন বরুণ-লাবণ্য ৷ অবশেষে সেই প্রেম পেয়েছে পরিণতি ৷ দেশের মাটিতে গ্ল্যামারাস রিসেপশন হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: 'আলবিদা মেরি জান...! দেখা হবে খুব তাড়াতাড়ি' কেন এমন বললেন প্রিয়াঙ্কা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.