ETV Bharat / entertainment

Uorfi Javed Gets Trolled: বিমানবন্দরে মারাত্মক ছেঁড়া-ফাটা পোশাকে উরফি, চর্চা শুরু ইন্টারনেটে

author img

By

Published : Mar 10, 2023, 8:04 PM IST

স্প্লিটসভিলা X4 খ্যাত অভিনেত্রী উরফি জাভেদ (Uorfi Javed Gets Trolled) তাঁর সাহসী এবং উদ্ভট পোশাকের জন্য পরিচিত ৷ মুম্বই বিমানবন্দরে (Uorfi Javed at Mumbai airport) তাঁকে নতুন ছেঁড়াফাটা পোশাকে দেখা গেল তাঁকে ৷ যা নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যালে (Uorfi Javed Latest Dress)৷

Uorfi Javed Gets Trolled ETV Bharat
উরফি জাভেদ

হায়দরাবাদ, 10 মার্চ: আবারও স্বমহিমায় হাজির সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ (Uorfi Javed Gets Trolled)৷ এ বার মারাত্মক ছেঁড়া-ফাটা পোশাক পরে ইন্টারনেটে ঝড় তুলেছেন তিনি (Uorfi Javed Latest Dress)৷ পোশাক নিয়ে তাঁর এক্সপেরিমেন্টে নবতম সংযোজনে তাঁকে দেখা গিয়েছে চতুর্দিকে ছিঁড়ে যাওয়া একটি সাদা টপ, ততোধিক ছেঁড়া স্কার্ট ও সাদা হিলে ৷ তাঁর এই পোশাক নিয়েও তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

স্প্লিটসভিলা X4 খ্যাত অভিনেত্রী বিখ্যাত হয়েছেন তাঁর সাহসী এবং উদ্ভট সাজপোশাকের জন্যই ৷ এ দিন মুম্বই বিমানবন্দরে (Uorfi Javed at Mumbai airport) এই নতুন চেহারায় অবতীর্ণ হন তিনি ৷ আর এ বারও তাঁকে ট্রোল করতে ছাড়েননি নেটনাগরিকরা ৷

উরফি জাভেদের আজকের পোশাক নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে । ইনস্টাগ্রামে একজন মুম্বইকর পাপারাৎজি উরফির একটি ভিডিয়ো পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, "উরফি ছেড়ে দাও, অনেক দেরি হয়ে গিয়েছে ৷" এই পোস্ট নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করেছেন অনেকে ৷ অনেকে আবার তাঁর পাশে দাঁড়িয়েছেন ৷

উরফিকে ট্রোল করে একজন ইউজার লিখেছেন, "ইনি রোজ এয়ারপোর্টে যান কিন্তু বিমানে চড়েন না ৷ মনে হয় লাগেজ অন্য কারওর...কেন তিনি এত ব্যাগ বহন করবেন ! তাঁর পোশাকের গড় ওজন তো 25 গ্রাম ।" আরেক ইউজার লিখেছেন, "সক্কাল সক্কাল কার মুখ দেখলাম...ছিঃ !"

আরও পড়ুন: বিয়ের তোড়জোড় শুরু, আলোর মালায় সাজল স্বরার বাড়ি

অভিনেত্রী অবশ্য তাঁর কয়েকজন সমর্থনকেও পেয়েছেন । একজন লিখেছেন, "লোকে যাই বলুক, উরফিকে ভালো মানুষ বলেই মনে হয় ৷ আর এই পোশাক বেশ কুল...লোকের ভালো লাগুক বা না লাগুক, ও সবার থেকে আলাদা কিন্তু সুন্দর ও আত্মবিশ্বাসী...আমি তাঁর পোশার পরার আত্মবিশ্বাস পছন্দ করি, অনন্য ডিজাইন...মানুষ যেটা নিয়ে খুশি থাকে, সেটাই তাঁর করা উচিত...ইতিবাচক থাকুন এবং সুস্থ থাকুন এটাই একমাত্র বিষয় ৷"

উরফি এর আগে পোশাক নিয়ে নানা সাহসী এক্সপেরিমেন্ট করেছেন ৷ সেফটি পিন, রেজার, চশমা, এমনকী হাওয়াই মিঠায়ের মতো খাবারে ডিজাইন করা পোশাকও পরেছেন । তিনি কেবল সমালোচনাই পান না, প্রশংসাও পান । এমনকী হলিউড তারকা টেলর সুইফট, যিনি সম্প্রতি কালো রঙের অনুরূপ পোশাক পরেছিলেন, উরফির নতুন ঝকমকে চেহারার প্রশংসা করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.