ETV Bharat / entertainment

Memes on Union Budget 2023: নির্মলার সঙ্গে শিবগামীর তুলনা, বাজেটের দিনে মিমে ভরল নেটপাড়া

author img

By

Published : Feb 1, 2023, 3:08 PM IST

বুধবার নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকেই মিমে ছেয়ে গিয়েছে নেটপাড়া ৷ আর এই মিমে উঠে এলেন বিভিন্ন বিনোদন জগতের চরিত্ররা(Union Budget 2023 income tax slabs memes) ৷

Etv Bharat
বুধবার নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকেই মিমে ছেয়ে গিয়েছে নেটপাড়া

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: ঘোষিত হয়ছে 2023 সালের কেন্দ্রীয় বাজেট ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ঘোষণার পর বেশকিছু মিমে ছেয়ে গিয়েছে নেটপাড়া ৷ নেটপাড়ার বিভিন্ন মিমে স্বাভাবিকভাবই সিনেমা এবং ধারাবাহিকের বিভিন্ন চরিত্ররা ৷ বাহুবলী-র শিবগামী থেকে তারক মেহতা কা উলটা চশমা-র জেঠালাল সকলেরই দেখা মিলল বাজেট নিয়ে তৈরি বিভিন্ন মিমে ৷ এলেন এমবিবিএস মুন্না ভাইও ৷

এবারের কেন্দ্রীয় বাজেটে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বেশকিছু ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ দ্বিতীয়বারের মেয়াদ শেষ হওয়ার আগে এটাই ছিল শেষ বড় বাজেট ৷ আর এই বাজেটে আয়কর ছাড়ের সীমা বেড়ে হল 7 লাখ ৷ অর্থাৎ বার্ষিক 7 লাখ টাকা আয়ের ক্ষেত্রে এবার আর আয়কর গুনতে হবে না মধ্যবিত্ত শ্রেণীকে ৷ আর এই ঘোষণা হওয়ার পরেই শুরু হয়েছে মিমের বন্যা (Union Budget 2023 income tax slabs memes) ৷

কেউ শেষ করেছেন এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবির দৃশ্য় ৷ কেউ বা বেছে নিয়েছেন সলমন গোবিন্দার 'পার্টনার' ছবিকে ৷ যেখানে গোবিন্দা খুশিতে কাঁদতে কাঁদতে বলছেন, 'ইতনি খুশি তো হামে আজ তক নেহি হুয়ি ৷' কেউ আবার শেয়ার করেছেন পুরোনো ছবির কিছু দৃশ্য়ও ৷ সবমিলিয়ে মিমে ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়া ৷

শুধু যে মধ্য়বিত্তের আয়কর ছাড় নিয়েই মিম তৈরি হয়েছে তা নয় ৷ কেউ কেউ যেমন অর্থমন্ত্রীর নির্মলা সীতারমনের তুলনা করেছেন শিবগামীর সঙ্গে ৷ কেউ আবার নিজের তুলনা করেছেন মুন্না ভাইয়ের সঙ্গে ৷ মুন্না ভাই তাঁর বন্ধুকে বলেছিল, ভাই তুই বুঝে নিয়ে আমায় শিখিয়ে দিস ৷ নেটিজেনরা বলছেন, আমরাও আমাদের কমার্স পড়া বন্ধুদের ঠিক এটাই বলি ৷ কেউ আবার শেয়ার করেছেন মনোজ বাজপেয়ীর একটি ছবি ৷ যেখানে তিনি যেন বলছেন, আরে এবার তো অর্থনীতিবিদ হতেই হবে ৷

আরও পড়ুন: বাজেটে অবহেলিতই থেকে যায় বিনোদন জগত, দাবি অশোক পণ্ডিতের

আয়করের স্ল্যাবে এই পরিবর্তন আনায় কিছুটা নিশ্চিতভাবেই সুবিধা হতে চলেছে মধ্য়বিত্তের ৷ অন্যদিকে প্রবীনদের ক্ষেত্রে আয়করে ছাড় ছিল বার্যিক 15 লক্ষ টাকা আয় পর্যন্ত ৷ যা এবার বাড়িয়ে করা হয়েছে 30 লক্ষ টাকা ৷ অন্যদিকে দাম বাড়ছে সিগারেটের, দাম বাড়বে সোনা, রুপো ও হিরেরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.