ETV Bharat / entertainment

Bogla Mama Jug Jug Jio Trailer: হাসির খোরাক নিয়ে হাজির খরাজ, প্রকাশ্যে 'বগলা মামা যুগ যুগ জিও'র ট্রেলার

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 6:57 PM IST

Etv Bharat
প্রকাশ্যে 'বগলা মামা যুগ যুগ জিও'র ট্রেলার

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন হাস্যরস সমৃদ্ধ পারিবারিক ছবি 'বগলা মামা যুগ যুগ জিও' ছবির ট্রেলার প্রকাশ্যে ৷ হাস্যরস সমৃদ্ধ পারিবারিক ছবি দেখার অপেক্ষায় অনুরাগীরা ৷

কলকাতা, 14 নভেম্বর: বাংলা সিনেমায় ফের সাহিত্যের আগমন। রাজকুমার মৈত্রর লেখা কাহিনি অবলম্বনেই ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন হাস্যরস সমৃদ্ধ পারিবারিক ছবি 'বগলা মামা যুগ যুগ জিও'। মঙ্গলবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ নিছকই ফ্যামিলি ড্রামা এবং আট থেকে আশির দেখার মতো ছবি বানিয়েছেন পরিচালক। সঙ্গে হাসির ফোয়ারা ফ্রি। চলতি মাসের 24 তারিখেই মুক্তি পাবে এই ছবি।

পরিচালক ধ্রুব বলেন, "বগলা মামা যুগ যুগ জিও'র মাধ্যমে সব বয়সের দর্শক হাসি, নস্ট্যালজিয়া সবকিছু একসঙ্গে পাবেন। খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, ঋদ্ধি সেন-সহ অনেকে রয়েছেন এই ছবিতে। যাঁরা প্রত্যেকে অত্যন্ত গুণী। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।"

এই ছবির তরুণ তুর্কী দল অর্থাৎ দিতিপ্রিয়া, ঋদ্ধি, উজান, সুদীপ, জিত, মিঠুন সকলেই জানালেন, এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত। সব বয়সের মানুষ একসঙ্গে বসে এই ছবি দেখতে পারবে। হাসি, মজা, পারিবারিক আবেগ সবই এই ছবিতে পাবে দর্শক। আট থেকে আশির জন্য এই ছবি তৈরি করেছেন পরিচালক। তাঁরাও তাঁদের একশো ভাগ দিয়েই কাজটা করেছেন। এই ছবি সকলের ভালোলাগবে বলে আশা প্রত্যেকের।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, ছবিতে গল্প আবর্তিত হয়েছে বগলা মামাকে কেন্দ্র করে। খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে এই চরিত্রে। বগলা মামা গান ভালোবাসেন। বাকিটা আরও মজার। সেটায় চমক রাখছেন পরিচালক ৷ তবে যাঁরা গল্পটা জানেন না, তাঁদের জন্যই এই চমক। ছবির ট্রেলার লঞ্চে হাজির ছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, ঋদ্ধি সেন, উজান চট্টোপাধ্যায়, সুদীপ ধারা, জিত সুন্দর, মিঠুন গুপ্তা-সহ আরও অনেকে।

আরও পড়ুন:

1. শিশু দিবসে প্রকাশ্যে 'কাবুলিওয়ালা'র পোস্টার, রহমত-মিনিকে দেখে আবেগপ্রবণ অনুরাগীরা

2. 'জওয়ান'কে পিছনে ফেলে দ্বিতীয় দিনেই 100 কোটির ক্লাবে সলমনের 'টাইগার'

3. পান্নালাল ভট্টাচার্যের বিখ্যাত শ্যামা সঙ্গীত এবার নতুন আঙ্গিকে গাইলেন রণজয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.