ETV Bharat / entertainment

Taamara Recalls KK: 'বারবার স্বপ্নে ফিরে আসার জন্য ধন্যবাদ!', বাবার জন্মদিনে আবেগী কেকে-কন্যা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 1:44 PM IST

Updated : Aug 23, 2023, 4:34 PM IST

কেকে-র জন্মদিনে আবেগী হয়ে পড়লেন কন্যা তামারা ৷ শেয়ার করলেন বাবার সঙ্গে কাটানো ছোটবেলার একটি অমূল্য ছবি ৷

Pic Taamara Instagram
কেকে স্মরণ কন্যার

কলকাতা, 23 অগস্ট: আপামর সঙ্গীতপ্রেমীদের মনটা বিষণ্ণ হয়ে যায় 31 মে দিনটার কথা মনে পড়লেই ৷ কারণ এই দিনেই আমরা হারিয়েছিলাম কেকে-কে ৷ সেই গায়ক যাঁর গান আজও অনুরাগীদের প্রেমে-অপ্রেমে-বন্ধুত্বে-বিচ্ছেদে একমাত্র সঙ্গী ৷ আজ সেই কৃষ্ণকুমার কুন্নাথের দ্বিতীয় জন্মবার্ষিকী ৷ এই বিশেষ দিনে তাঁকে নিয়ে আবেগী হয়ে পড়লেন কন্যা তামারা কৃষ্ণা ৷ বাবার সঙ্গে কাটানো ছোটবেলার একটি সুন্দর স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি ৷

তামারা এদিন যে ছবিটি শেয়ার করেছেন তাতে দেখা যায় বাবার কোলে বসে পিয়ানোয় সুর তোলার চেষ্টা করছেন তিনি ৷ ছবির ক্যাপশানে তিনি লেখেন, "শুভ জন্মদিন বাবা! তোমাকে কতটা ভালোবাসি তা আজও অব্যক্ত ৷ তোমাকে খুব মিস করছি ৷ বারবার স্বপ্ন হয়ে আমার জীবনে ফিরে আসার জন্য ধন্যবাদ ৷ হয়তো আবার কোনওদিন আমরা একসঙ্গে সময় কাটাব, কেক খাব ৷"

তামারার এই পোস্ট সামনে আসতেই অনুরাগীরাও কেকে-র প্রতি তাঁদের ভালোবাসার কথা উজার করে দিয়েছেন ৷ একজন লেখেন, "শুভ জন্মদিন কেকে ৷ আমাদের এতো সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ৷" আর একজন লেখেন, "শুভ জন্মদিন রকস্টার ৷ তোমাকে আজও খুব মিস করি ৷" আবার কেউ লিখেছেন, "তোমার ক্যাপশনটা পড়তে পড়তে চোখে জল এসে গেল ৷ বুঝতে পারছি আজকের দিনে ঠিক কতটা যন্ত্রণার ভিতর দিয়ে যেতে হচ্ছে তোমাদের ৷ ভগবান তোমাদের শক্তি দিন ৷"

আরও পড়ুন: 2 কোটির ক্লাবে দেবের স্বপ্নের ব্যোমকেশ! রইল বক্স অফিসের হিসেব নিকেশ

কৃষ্ণকুমার কুন্নাথ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন 1994 সালে ৷ প্রথম দিকে ক্য়াসেট তৈরি করে তিনি জমাও দিয়েছিলেন বেশ কিছু সংস্থার কাছে ৷ কিন্তু ভাগ্যের দুয়ার খোলেনি ৷ বলিউডে তাঁর প্রথম বড় ব্রেক আসে 1999 সালে ৷ 5 বছর টানা লড়াইয়ের পর তিনি 'তড়প তড়প' গানটি গাওয়ার সুযোগ পান ৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি ৷ 'তুহি মেরি সব হ্যায় ', 'খুদা জানে', 'সচ ক্যাহ রাহা হ্যায় দিওয়ানা', 'আঁখো মে তেরি'-এর মতো অসংখ্য গানে তিনি মন কেড়েছেন অনুরাগীদের ৷

Last Updated : Aug 23, 2023, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.