ETV Bharat / entertainment

Shah Rukh Khan: শাহরুখের ডিনার নিয়ে মন্নতের গেটে সুইগির ডেলিভারি টিম, কারণ জানলে অবাক হবেন

author img

By

Published : Jun 13, 2023, 5:36 PM IST

'খাবার খেয়েছেন?' শাহরুখকে প্রশ্ন করেছিলেন এক অনুরাগী ৷ তার এমন উত্তর দিলেন শাহরুখ যে বাড়ির সামনে হাজির হলেন সুইগির ডেলিভারি বয়রা ৷ দেখে নিন পুরো ঘটনা ৷

Swiggy Delivery Agents at Mannat
মন্নতে হাজির সুইগির ডেলিভারি টিম

হায়দরাবাদ, 13 জুন: টুইটারে প্রায়শই শাহরুখ খান ফ্যানেদের সঙ্গে চ্য়াট করতে হাজির হন ৷ অনুরাগীদের নানা ধরনের প্রশ্নের ধৈর্য্য ধরে জবাব দেন তিনি ৷ এবারও এমনই এক কিউ অ্যান্ড এ সেশনের ঘটনা বাঁক নিল অন্য়দিকে ৷ সবকিছুর শুরু একটা সাধারণ প্রশ্ন থেকে ৷ এক অনুরাগীর একটি সাধারণ প্রশ্নের শাহরুখ এমন জবাব দিলেন যে সুইগির বেশকিছু ডেলিভারি বয় হাজির হলেন মন্নতে ৷ কি ছিল সেই প্রশ্ন?

আসলে এই ধরনের প্রশ্ন উত্তর পর্বে সাধারণত নানা ধরনের প্রশ্ন করেই থাকেন ফ্যানেরা ৷ তাঁদেরই একজন অনুরাগী এদিন প্রশ্ন করেন, "ভাই খাবার খেয়েছেন ?" জবাবে মজা করেই শাহরুখ উল্লেখ করেন ফুড ডেলিভারি অ্যাপ সুইগির কথা ৷ তিনি লেখেন, "কেন ভাই আপনি কি সুইগি-র লোক...খাবার পাঠাবেন না কি?" শাহরুখের ফ্যানেরা যে তাঁর জন্য় কী না করতে পারে তার প্রমাণ মিলল আরও একবার ৷ কারণ এই কথোপকথন চলতে চলতেই সুইগি এর মাঝে ঢুকে পড়ে ৷ তারা লেখে, "আমরা সুইগি থেকে বলছি, খাবার পাঠাব না কি?" আর সেই সূত্র ধরেই শাহরুখের জন্য খাবার পাঠানো হয় মন্নতে ৷

  • Father bias and excitement will always be there but looking forward to a Zoya Akhtar film actually…. https://t.co/AbCrU5azMF

    — Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শাহরুখের বাংলোর সামনে দাঁড়িয়ে তাঁরা একটি ছবিও শেয়ার করেন ৷ যার ক্য়াপশনে লেখা, "আমরা সুইগি-র তরফে এসেছি আর আমরা আপনার খাবার নিয়ে এসে গিয়েছি ৷" এই ঘটনায় বেশ ঘটনায় বেশ মজা পেয়েছেন নেটিজেনরাও ৷ কেউ লিখেছেন,"ঠিক জানতাম সুইগি এই সুযোগ ছাড়বে না ৷" কেউ বা আবার মজা করেছেন এই ফুড ডেলিভারি অ্যাপ নিয়েই ৷

আরও পড়ুন: 'জরা হাটকে জরা বাঁচকে'র সাকসেস পার্টিতে কোমর দোলালেন সারা ভিকি

শাহরুখ এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'জওয়ান' নিয়ে ৷ সিদ্ধার্থ আনন্দের 'পাঠান' ছবির বিপুল সাফল্যের পর এবার এসআরকে-কে দেখা যাবে অ্যাটলি কুমারের নতুন ছবি 'জওয়ান'-এ ৷ এদিনের প্রশ্নোত্তর পর্বেও এই নিয়ে মুখ খুলেছেন তিনি ৷ তিনি লিখেছেন, প্রচারের জন্য পুরোপুরি তৈরি তিনি ৷ এছাড়াও তাঁর হাতে রয়েছে রাজকুমার হিরানির 'ডাঙ্কি'র মতো ছবিও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.