ETV Bharat / entertainment

The Archies trailer out: প্রকাশ্যে সুহানা-খুশিদের ছবির ট্রেলার, শুভেচ্ছায় ভরালেন শাহরুখ-অভিষেক

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 7:29 PM IST

সামনে এল জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' ছবির ট্রেলার ৷ এই ছবির হাত ধরেই অভিষেক করতে চলেছেন খুশি কাপুর, সুহানা খান এবং অগস্ত্য নন্দ ৷ ট্রেলার দেখে সকলকে শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন এবং শাহরুখ খান ৷

The Archies trailer out
প্রকাশ্যে সুহানা খুশিদের ছবির ট্রেলার

হায়দরাবাদ, 9 নভেম্বর: জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' ছবির হাত ধরে এক ঝাঁক স্টারকিড পা রাখছেন সিনে দুনিয়ায় ৷ আর তাই নেটফ্লিক্সের এই আসন্ন প্রজেক্ট নিয়ে উত্তেজনা রীতিমতো তুঙ্গে ৷ বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷ 1964 সাল অর্থাৎ রক অ্যান্ড রোল-এর সেই যুগে বন্ধুত্ব, প্রেম, বিচ্ছেদের খণ্ড খণ্ড ছবি মিলিয়ে তৈরি হয়েছিল এই কাহিনি ৷ ডিসেম্বরের 7 তারিখ আসছে রিভালডেলের নতুন গল্প ৷

এই ছবিতে রয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, শাহরুখ খান কন্য়া সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ ৷ মিউজিক্যাল এই ছবির মধ্যে রয়েছে সহজ, সরল এক ভালোবাসার গল্প ৷ রিভারডেলের গ্রিন পার্ক নামক একটি জায়গাকে কেন্দ্র করে তৈরি এই কাহিনি ৷ সুহানা ছবিতে অভিনয় করেছেন ভেরোনিকার চরিত্রে ৷ গল্প অনুযায়ী ভেরোনিকার বাবা গ্রিন পার্কের জায়গাটি কিনে নিয়ে একটি প্লাজা তৈরি করতে চান ৷ অথচ ভেরোনিকা ও তার বন্ধুরা বেড়ে উঠেছে এই জায়গাটিকে কেন্দ্র করে ৷ বাবার জন্য় বন্ধুদের কাছে ছোট হতে হয় তাকে ৷ কীভাবে রুখে দাঁড়াবে সে ৷ তুলে ধরবে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

জোয়া তো তাঁর নতুন তারকাদের নিয়ে ভীষণ খুশি ৷ জোয়া এও দাবি করেছেন, সাফল্য পেতে সুহানাকে খুব পরিশ্রম করতে হবে না ৷ তাঁর গানের গলাও নাকি বেশ সুন্দর যা অনেকেই জানেন না ৷ খুশি, সুহানা ছাড়াও ছবিতে রয়েছেন বেদাং রায়না, যুবরাজ মেন্ডা এবং মিহির আহুজার মতো অভিনেতারা ৷

ট্রেলার মুক্তির পর তা নিয়ে মুুখ খুলেছেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও ৷ ঠিক যেমন অগস্ত্য ও অন্যদের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন ৷ ট্রেলারটি শেয়ার করেন শাহরুখ খানও ৷

আরও পড়ুন: 13 ভাষায় গান গাওয়া থেকে মারাঠি ছবিতে সুর, খোলাখুলি আড্ডায় শিল্পী অন্বেষা দত্তগুপ্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.