ETV Bharat / entertainment

Sudipto Sen: আইএসআইএস আর পশ্চিমবঙ্গ সরকারের মানসিকতার কোনও তফাত নেই: সুদীপ্ত সেন

author img

By

Published : May 31, 2023, 6:08 PM IST

ওটিটিতে আসছে সুদীপ্ত সেনের ছবি 'দ্য কেরালা স্টোরি' ৷ এক মাসের মধ্য়েই মুক্তি পাবে এই ছবি জানালেন পরিচালক নিজেই ৷ ছবি ব্যান এবং হল মালিকদের হুমকি দেওয়া নিয়েও এদিন মুখ খুললেন তিনি ৷ শুনলেন ইটিভি ভারতের প্রতিনিধি অভিরূপ দাস ৷

Sudipto Sen
দ্য কেরালা স্টোরির ওটিটি মুক্তির খবর দিলেন সুদীপ্ত

কলকাতা, 31 মে: এবার ওটিটিতে আসতে চলেছে পরিচালক সুদীপ্ত সেনের ছবি 'দ্য কেরালা স্টোরি' ৷ ইতিমধ্য়েই বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছে এই ছবি ৷ বছরের দ্বিতীয় সফল ছবি হিসাবে দু'শো কোটির গণ্ডিও পেরিয়ে গিয়েছে 'দ্য কেরালা স্টোরি' ৷ ছবির গল্প তৈরি হয়েছে কেরলের নার্সিং কলেজের কিছু মেয়েকে কেন্দ্রে রেখে ৷ কীভাবে তাঁদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ম পরিবর্তন করানো হয় এবং একসময় শেষমেষ তাদের আইএসআইএস যোগ দিতে বাধ্য করা হয় সেই কাহিনিই তুলে ধরে এই ছবি ৷ এবার সেই ছবিই আসছে ওটিটিতে ৷ বুধবার ইটিভি ভারতকে এমনটাই জানালেন পরিচালক সুদীপ্ত সেন ৷

সুদীপ্ত বলেন, "আমরা চেয়েছিলাম ছবিটা যাতে একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে, ছোট শহরের মানুষের কাছে পৌঁছয় ৷ সেখানেই এই ছবিটার প্রাসঙ্গিকতা ৷ আমরা কিছুটা সাফল্য পেয়েছি হয়তো আরও সফল হলে ভালো লাগত ৷ ওটিটির সমস্য়া হল ওটিটি মাধ্য়মটা এখনও খুব শহুরে ৷ তবে এখন যেহেতু এক মাস হয়ে গিয়েছে মানুষের কাছে ছবিটা পৌঁছে গিয়েছে তাই মনে হয়ে বিশেষত যেসব জায়গায় ছবিটা মানুষ দেখতে পাননি তামিলনাড়ু বা বাংলায় সেই দর্শকের জন্য় এখন ওটিটি রিলিজ নিয়ে দ্রুত ভাবনা দরকার ৷ আমার মনে হয়, এক মাসের মধ্য়েই ছবিটা ওটিটিতে মুক্তি পাবে ৷"

যদিও ঠিক কোন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা হয়েছে তাঁর তা নিয়ে এখনও কিছু খুলে বলেননি তিনি ৷ বাংলায় ছবি নিষিদ্ধ করা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, এটা একটা তুঘলকীয় ফরমান ৷ যাঁরা বিতর্ক করছেন তাঁরা ছবিটা দেখেননি ৷ যাঁরা ছবিটা নিষিদ্ধ করছেন তাঁরাও ছবিটা দেখেননি ৷ কাউকে আটকাতে না পেরে ফোন তুলে হল মালিকদের ধমকানো যে ছবি দেখালে লাইসেন্স বাতিল করে দেব, এটা গুন্ডামি ৷ ছবি সম্পর্কিত বিতর্ক নিয়ে বলতে গিয়ে এদিন তিনি জানান ছবি মুক্তির আগে বিতর্ক ছিল তবে এখন তা আর নেই ৷

আরও পড়ুন:'বাংলাতেই ছবি ব্যান, মুম্বইয়ে মান সম্মান গিয়েছে', বললেন 'দ্য কেরালা স্টোরি'র সঙ্গীত পরিচালক বিশাখ

ওটিটি মুক্তির প্রসঙ্গ টেনে সুদীপ্ত আরও জানান, তাঁর কাছে খবর রয়েছে উত্তরবঙ্গের মানুষ অসম এবং সিকিমেও গিয়েছে এই ছবি দেখতে ৷ তিনি জানান, ছবিটা ওটিটিতে মুক্তি পেলে তামিলনাড়ু এবং বাংলার মানুষের কাছে যে দায়বদ্ধতা তা পূর্ণ হবে ৷ কয়েকদিন আগে মরিসাসে এক হল মালিককে এই ছবি প্রদর্শন বন্ধ করার হুমকি দেয় আইএসআইএস ৷

সেই প্রসঙ্গ টেনে এনে এদিন সুদীপ্ত বলেন, "আপনারা দেখেছেন মরিসাসে হল মালিককে আইএসআইএস হুমকি দিয়েছে ছবি দেখালে হল উড়িয়ে দেবে ৷ লন্ডনেও যেসব মলে ছবিটা দেখানো হচ্ছিল সেখানে কট্টরপন্থী ইসলামিক দল যারা খুব সক্রিয় তারা ধমকি দিয়েছে ৷ সেই আইএসআইএসের মানসিকতা আর পশ্চিমবঙ্গ সরকারের মানসিকতা তো আমার একই মনে হচ্ছে যে এই ছবিটা চালাতে দেওয়া যাবেনা ৷" তাঁর কথায়, "একসময় বলা হত সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই ৷ কিন্তু এখন যখন আমরা সন্ত্রাসবাদের কথা বলছি তখন ওঁরা ধর্মের নাম নিয়ে দাঁড়িয়ে পড়েছেন না ছবিটা দেখানো যাবে না ৷ মুসলিমরাই সন্ত্রাসবাদী এমনই একটা ন্যারেটিভ ওরা তৈরি করতে চাইছে ৷ এটা হাস্যকর ৷"

ওটিটি প্রসঙ্গে তিনি আরও জানান, আজকের দিনে টেকনলজি যে জায়গায় পৌঁছেছে তাতে আর কোনও কিছুই ব্যান করা সম্ভব নয় ৷ কোনও না কোনও মানুষ ঠিকই ছবিটা দেখতে পাবেন ৷ এবার ওটিটিতে আসলেও আরও বেশি বাংলার মানুষের কাছে পৌঁছবে এই ছবি আশাবাদী সুদীপ্ত ৷

আরও পড়ুন: 'শিরদাঁড়া তোমার নুয়ে পড়েছে সেই কবেই', কবিতায় প্রধানমন্ত্রীকে তোপ ঋদ্ধির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.