ETV Bharat / entertainment

AR Rahman Chennai Concert: মহিলাদের শ্লীলতাহানি, পদদলিত অনুরাগীরা! রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 1:05 PM IST

এ আর রহমানের সাম্প্রতিক কনসার্টে চুড়ান্ত বিশৃঙ্খলা ৷ পদপিষ্ট হলেন অনুরাগীরা ৷ মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা, একাধিক শিশু নিখোঁজের ঘটনা এবং এক ফ্যানের মৃত্যুর অভিযোগ উঠল এই অনুষ্ঠানকে ঘিরে ৷ অনুরাগীদের দাবি প্রতারণা করা হয়েছে তাঁদের সঙ্গে ৷ কারণ বৈধ টিকিট থাকা সত্ত্বেও কনসার্ট দেখতেই দেওয়া হল না বহু মানুষকে ৷

AR Rahman Chennai Concert
রহমানের কনসার্টে চুড়ান্ত বিশৃঙ্খলা

চেন্নাই, 11 সেপ্টেম্বর: অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের কনসার্ট নিমেষেই পরিণত হল এক দুঃস্বপ্নে ৷ পদপিষ্ট হলেন অনুরাগীরা, উঠল মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ৷ বৈধ টিকিট থাকা সত্ত্বেও বহু মানুষ ঢুকতেই পেলেন না ৷ শুধু তাই নয়, নেটপাড়ায় ফ্যানেরা এও দাবি করেছেন যে পদপিষ্ট একজনের মৃত্যুও হয়েছে এই কনসার্টে ৷ যদিও পুলিশের তরফে এখনও মৃত্যু নিয়ে কোনও বক্তব্য সামনে আসেনি ৷

টুইটারে এই কনসার্টের কথা উল্লেখ করে একজন নেটিজেন এও জানান, তাঁরা 2000 টাকা দিয়ে টিকিট কেটেছিলেন এ আর রহমানকে দেখার জন্য় ৷ কিন্তু বৈধ টিকিট থাকা সত্বেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি ৷ আরেকজন লেখেন, "এটা তো প্রতারণা ৷" আবার কারও দাবি, "ইতিহাসের সবচেয়ে খারাপ কনসার্ট ৷"

একজন তো লেখেন, এই কনসার্ট নাকি "স্ক্যাম 2023 ৷" আবার কেউ কেউ তো এও দাবি করেছেন, "30 বছরের এক যুবক মারা গিয়েছেন এআর রহমানের এই কনসার্টে এসে ৷" যদিও এই ঘটনা নিয়ে পুলিশের তরফে এখনও কোনও তথ্য মেলেনি ৷ খুব সাধারণভাবেই এ আর রহমানের একটি বিশাল ফ্যানবেস রয়েছে ৷ তাঁরাও বেশ মর্মাহত এই ঘটনা সামনে আসার পর ৷ প্রথমে অবশ্য় চেন্নাইয়ে এই কনসার্টটি হওয়ার কথা ছিল অগস্টের 12 তারিখ ৷ কিন্তু পরে সেই দিন বদল করেন নির্মাতারা ৷ 10 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার আয়োজিত হয় এই অনুষ্ঠান ৷ কিন্তু যেমন হওয়ার কথা ছিল তেমনটা হল না ৷

আরও পড়ুন: রামের পর শিবের চরিত্রে প্রভাস ,মুখ্য ভূমিকায় কৃতির বোন নূপূর শ্যানন !

রহমান ও উদ্যোক্তারা অবশ্য এই নিয়ে এখনও মুখ খোলেননি ৷ তবে সম্প্রতি কনসার্টের কিছু ছবি শেয়ার করে অনুরাগীদের সকলকে তাঁর প্রণাম জানিয়েছেন সুরকার ৷ তবে রহমানের এই বহু প্রতীক্ষিত কনসার্টে এসে ফ্যানেরা যে বেশ আশাহত তার প্রমাণ রয়ে গেল সোশাল মিডিয়াতেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.