ETV Bharat / entertainment

Shah Rukh Khan: পাঠান বিতর্কের মাঝেই 'অসুস্থ' কিং খান, উৎকণ্ঠায় ভক্তরা

author img

By

Published : Dec 18, 2022, 5:33 PM IST

Updated : Dec 18, 2022, 6:37 PM IST

আসন্ন 'পাঠান' ছবির 'বেশরম রং' গান নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে ৷ গতকাল বলিউডের বাদশা তাঁর ফ্যানেদের জন্য একটি প্রশ্নোত্তরের সেশন রাখেন ৷ সেখানে বাদশা জানান, ফ্যানেদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন ৷ সেই প্রশ্নোত্তরের সেশনে শাহরুখ নিজেই জানান তিনি এখন 'সামান্য অসুস্থ' ৷ আর তাতেই উদবিগ্ন হয়ে পড়েছেন তাঁর অগণিত ভক্তগণ ৷

Shah Rukh Khan
বলিউডের বাদশা শাহরুখ খান

মুম্বই, 18 ডিসেম্বর: 'পাঠান' নিয়ে দেশজুড়ে বির্তকের ঝড় যেন বন্ধই হচ্ছে না। ছবিটির প্রথম গান 'বেশরম রং'য়ের দৃশ্যায়ন নিয়ে তীব্র আপত্তি এক শ্রেণির মানুষের। দিনদু'য়েক আগে কলকাতায় এসে এ বিষয়ে যদিও পজিটিভিটির বার্তা দিয়েছিলেন তিনি ৷ এরপর শনিবার 15 মিনিটের জন্য টুইটারে আসেন বলিউডের বাদশা। কথা বলার জন্য ফ্যানেদের উদ্দেশে একটি প্রশ্নোত্তরের সেশন রাখেন। সেখানে এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করে বসেন শাহরুখের খাওয়া-দাওয়া নিয়ে। তখনই নিজের অসুস্থতার কথা জানান শাহরুখ। আর তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অগণিত ভক্তগণ ৷

যদিও একথা জানানোর পরই তিনি উত্তরে লেখেন, সামান্য ভাইরাল জ্বরে আক্রান্ত ৷ তাই কোনও ধরনের বাইরের খাবার খাচ্ছেন না। শুধু ডাল, ভাত খেয়ে রয়েছেন তিনি। এরপরই কোনও ভক্ত কমেন্টে লেখেন, 'শীঘ্রই সুস্থ হয়ে উঠুন স্যর' ৷ কেউ লেখেন 'রাজা সাহেব খেয়াল রাখুন আপনার' ৷ বিতর্ক নিয়ে কেউ আশ্বাস দিয়ে লিখেছেন, সবকিছুই গৌণ কিন্তু স্বাস্থ্য সবার আগে, আর তা আপনাকেই খেয়াল রাখতে হবে ৷ কোনও ভক্ত আবার লিখেছেন, একসঙ্গে এত কিছু আপনার চলছে ৷ প্রচার ও শ্যুটিংয়ের মধ্যই দয়া করে নিজের যত্ন নিন।" পাশপাশি বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন ফ্যানেরা ৷

Shah Rukh Khan
টুইটারে নিজের অসুস্থতার কথা জানান শাহরুখ

প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন অনেক ভক্ত। শাহরুখের এই প্রশ্নোত্তর সেশনে (#ASKSRK) ভক্তদের তরফে প্রশ্ন করা হয়, তিনি কাতারে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ও আর্জেন্তিনার মধ্যে কোন দলকে সাপোর্ট করছেন ৷ অর্থাৎ মেসি না এমবাপে, কার হাতে দেখতে চাইছেন বিশ্বকাপের ট্রফি ৷ তাঁর চটজলদি উত্তরও দিয়েছেন কিং খান ৷ জানিয়েছেন, "হৃদয়জুড়ে মেসি কিন্তু এমবাপের যা পারফরমেন্স তাতে তাঁর পাশেই রয়েছেন তিনি ৷"

সম্প্রতি তাঁকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে দেখা গিয়েছিল ৷ বলিউড বাদশা সেখানেও পজেটিভ বার্তা দিয়ে বলেছিলেন, "সারা পৃথিবী যাই করুক, আমি এবং তুমি ও আমার মতো যাঁরা পজেটিভ মানুষরা রয়েছি তাঁরা সবাই বেঁচে আছে ৷"

আরও পড়ুন: এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

Last Updated : Dec 18, 2022, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.