ETV Bharat / entertainment

Samir Mukherjee: 'বাবার সঙ্গে দেখা হলে বোলো ভালো আছি', অভিনেতা সমীর মুখোপাধ্যয়ের প্রয়াণে শোকবার্তা শ্রীলেখার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 12:05 PM IST

Actor Samir Mukherjee Passes Away: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্যায় ৷ গুণী অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া ৷ শোকবার্তা লিখতে গিয়ে কলম কেঁপে গেল অনেকেরই ৷ শ্রীলেখা মিত্র বা সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রীরা তো নিজের দিকেও আঙুল তুললেন ৷

Sreelekha on Samir Mukherjee
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা

কলকাতা, 16 সেপ্টেম্বর: বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত টলিউড । 80 পেরিয়েছিল বয়স ৷ একসময় সত্যজিৎ রায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করা এই অভিনেতা চলে গেলেন নীরবেই ৷ বাবার বন্ধু সমীর মুখোপাধ্যায়কে ঘিরে পুরনো স্মৃতিতে ডুব দিলেন শ্রীলেখা মিত্র। অভিনেতার সরল জীবনযাপনের কথা লিখলেন সুদীপ্তাও ।

টলিউড হারাল আরও এক গুণী অভিনেতাকে । যাঁর ঝুলিতে ছিল 'হীরক রাজার দেশে'র মতো ছবি ৷ শুধু তাই নয়, নয়ের দশকের ছবিতেও যাঁর উজ্জ্বল উপস্থিতি সমৃদ্ধ করেছে টলিউডকে ৷ শুক্রবার সকালে নিজের বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার ৷ খবর অনুযায়ী বেশকিছু দিন অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ যার জেরে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয় ৷ দু’দিন আগে তাঁকে নিয়ে আসা হয় বাড়িতে । শুক্রবার সকাল থেকে হঠাৎই বমি শুরু হয় । আর তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা ।

Pic Sreelekha Mitra Facebook
শোকবার্তা পাঠালেন শ্রীলেখা
অভিনেতার মৃত্যুর খবর সামনে আসার পর শোকবার্তা জ্ঞাপন করেছেন শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী অনেকেই ৷ শ্রীলেখা লিখেছেন, "এ প্রজন্মের ছেলে মেয়েরা হয়তো এনাকে চিনবেন না ওনার নাম সমীর মুখার্জী । প্রচুর ছবিতে অভিনয় করেছেন । আমার বাবার সঙ্গে চাকরি করতেন ইন্ডিয়ান অক্সিজেন লিমিটেড-এ । যা কিনা পরে বিওসি হয়েছিল । আমাদের বাড়িতেও বহুবার এসেছিলেন । রসিক অমায়িক মানুষ । শ্রীলেখা নয় টুম্পা বলেই ডাকতেন আমায় । এক সাংবাদিক বন্ধু আমাকে পাঠালো এটা । না পাঠালে জানতেও পারতাম না যে উনি মারা গেছেন । কে বা মনে রেখেছে তাঁকে? কোন কাগজে ছেপেছে তাঁর মৃত্যুর খবর? অন্ধকারে, আড়ালেই থাকেন এনারা । শান্তিতে থাকো সমীর কাকু । বাবার সঙ্গে দেখা হলে বোলো আমি ভালো আছি ।"
Pic Sudipta Chakraborty Facebook
দীর্ঘ পোস্ট শোকবার্তা সুদীপ্তার

আরও পড়ুন: মারাঠি ছবিতে বাংলার প্রিয়াঙ্কা, অভিনয়ের পরিধি বাড়ালেন ইন্ডাস্ট্রির চেনা মুখ

অন্যদিকে আরও কিছুটা স্পষ্ট ভাষাতেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী ৷ শুধু অন্য়দের উপর নয় ৷ তাঁর অভিযোগ নিজেকে নিয়েও ৷ অভিনেত্রী লিখেছেন, "আমরা বেশ ভুলে যেতে পারি । বড়দের, পুরনোদের, যাঁরা আমাদের হাঁটার রাস্তাটা তৈরি করে দিয়ে গেলেন তাঁদের ৷ যাঁরা এখন বাতিল বা ব্রাত্য তাঁদের ৷ সবাইকে ভুলে গিয়ে নিজেরা সেই রাস্তায় দিব্যি হাঁটতে পারি সঙ্গে আট বা দশজন বাউন্সার নিয়ে (বেশির ভাগ সময়েই অকারণে)। সমীর কাকুকেও ভুলে গেছি আমরা । সত্যজিৎ রায়ের বহু ছবি চললেই তাঁর দেখা পাই, অগুনতি সাদা কালো বা রঙিন পুরনো বাংলা সিনেমায় ছোট থেকে বড় নানান চরিত্রে অভিনয় করে মানুষকে কখনো হাসিয়েছেন, কখনো রাগিয়েছেন সমীর কাকু । গাড়ি চড়ে স্টুডিয়োয় ঢুকতে আমি অন্তত কোনওদিন দেখিনি । অন্যরা দেখেছেন কিনা জানি না । বেহালায় নিজের অঞ্চলে লুঙ্গি আর ফতুয়া পরে সব্জি বাজার করতে দেখেছি বহুদিন । সাদামাটা জীবন যাপন করলেন বলেই কি আমরা ভুলে গেলাম? নাকি ইনস্টাগ্রাম রিল বানান না বলে? কী জানি !! তবে ভুলে যে আমরা গিয়েছি, সে বিষয়ে নিশ্চিত । যাই হোক, আর তো দেখা হবে না। ক্ষমা চাওয়ার সুযোগটাও রইলো না । শান্তিতে থাকবেন সমীর কাকু ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.