ETV Bharat / entertainment

Sonu AI Avatars: 'জোকার' থেকে 'গডফাদার' এআই অবতার দেখে নিজেই মুগ্ধ সোনু

author img

By

Published : Aug 12, 2023, 7:51 PM IST

কেমন হত যদি 'জোকার'-এর মতো আইকনিক চরিত্রে কাজ করতেন সোনু সুদ? এবারের এআই-এর কল্যাণে সামনে এল সেই লুক ৷ শেয়ার করলেন সোনু নিজেই ৷

Sonu Sood Instagram
সোনু সুদের কিছু এআই অবতার

হায়দরাবাদ, 12 অগস্ট: ছোটবেলায় স্কুলে রচনার বিষয় হিসাবে 'বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ' অনেককেই পড়তে হয়েছে ৷ তেমনই একটি ধাঁধা এখন তৈরি হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে ৷ আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এখন নিমেষে তৈরি করে দিতে পারে আপনার একেবারে অন্য় এক অবতার ৷ সেই সূত্র ধরে উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায় 'মহাভারত'-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করলে কেমন হত তাও কয়েকদিন আগেই দেখে ফেলেছে বাংলা ৷ এবার সামনে এল সোনু সুদের বিভিন্ন এআই অবতার ৷

'জোকার' হলিউডের একটি বিখ্যাত ফিল্ম সিরিজ ৷ কখনও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হিথ লেজার কখনও বা হোয়াকিন ফিনিক্স ৷ সেই চরিত্রে যদি সোনুকে দেখা যায় তাহলে কেমন হত? এবার সোনু নিজেই জানালেন সেকথা ৷ শুধু 'জোকার' নয় 'মিশন ইমপসিবল', 'গ্ল্যাডিয়েটার' এবং 'টার্মিনেটার'-এর মতো বিভিন্ন ছবির সব চেনা চরিত্রে সোনুকে কেমন লাগতে পারে তার কিছু ঝলক এদিন শেয়ার করেছেন অভিনেতা ৷

ক্যাপশনে এদিন তিনি লিখেছেন, "কে যেন চেনা চেনা লাগে ৷" তাঁকে নতুন ধরনের অবতারে দেখে বেশ খুশি অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন , "ও মাই গড! এতো দুরন্ত সব লুক ৷" আরেকজন লেখেন, "ক্যাপ্টেন ইউ রক ৷" আবার কেউ লিখেছেন, 'দারুণ বিগ ব্রাদার ৷' অনেক অসম্ভবই আজ সম্ভব এআই-এর ছোঁয়ায় ৷ সেই জাদু কাঠি ছোঁয়াই বাদলে দিয়েছে অভিনেতাকে ৷

আরও পড়ুন:'থ্রিলার এবং কমেডির মিশ্রণ হুব্বা', নতুন ছবি নিয়ে জানালেন ব্রাত্য
অভিনেতা অবশ্য় নিজে তাঁর এই এআই অবতারগুলি তৈরি করেননি ৷ এগুলি তৈরি করেছে 'ওয়াইল্ড ট্রান্স' নামের একটি ডিজিটাল সংস্থা ৷ তারাও বেশ খুশি সোনু এই ছবিগুলি শেয়ার করায় ৷ সোনুকে আগামীতে দেখা যাবে 'ফতেহ' ছবিতে ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করতে চলেছেন জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ৷ যদিও ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি ৷ তবে অনেকেরই অনুমান সোনু এবং জ্যাকলিনের 'ফতেহ' এই বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.