ETV Bharat / entertainment

'দো বিঘা জমিন' থেকে 'মধুমতি', মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা পরিচালক বিমল রায়ের কিছু অমর সৃষ্টি

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 3:11 PM IST

Bimal Roy Death Anniversary: ভারতীয় ছবির জগতে পরিচালক বিমল রায় একাধিক ছবি উপহার দিয়েছেন যা আজও সিনে দরবারে প্রশংসিত, আলোচিত ৷ তাঁর প্রয়াণ দিবসে ফিরে দেখা পুরস্কৃত সেরা ছবির তালিকা ৷

Bimal Roy Death Anniversary
স্মরণে পরিচালক বিমল রায়

হায়দরাবাদ, 7 জানুয়ারি: ভারতীয় চলচ্চিত্র জগতে পরিচালক বিমল রায়ের অবদান অনস্বীকার্য ৷ তাঁর ছবিতে বারবার ধরা পড়েছে বাস্তব সমাজের নানা ছবি ৷ রবিবারে তাঁর 58তম প্রয়াণ দিবসে ফিরে দেখা পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির তালিকা ৷

দো বিঘা জমিন- 1948 সালে মুক্তি পাওয়া ভিত্তোরিও ডি সিকা'র ছবি 'বাইসাইকেল থিভস' থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক বিমল কর বানান 'দো বিঘা জমিন' ৷ কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয় এই ছবি। পাশাপাশি এটিই প্রথম ছবি যা ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় ৷

দেবদাস- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে বিমল রায় 1955 সালে বানান দেবদাস ৷ দিলীপ কুমার, সুচিত্রা সেন, বৈজন্তীমালা, মতিলাল অভিনীত এই ছবি সার্টিফিকেট অফ মেরিট ফর দ্য থার্ড বেস্ট ফিচার ফিল্ম হিসাবে জাতীয় পুরস্কার পায় ৷ পাশাপাশি সেরা অভিনেতা হিসাবে দিলীপ কুমার, সেরা সহ-অভিনেতা হিসাবে মতিলাল ও সেরা সহ-অভিনেত্রী হিসাবে বৈজন্তীমালার ঝুলিতে আসে ফিল্মফেয়ার পুরস্কার ৷

সুজাতা- 1959 সালে মুক্তি পায় বিমল রায়ের অমর কীর্তি সুজাতা ৷ নূতন ও সুনীল দত্ত ছিলেন ছবির মুখ্য চরিত্রে ৷ এই ছবির ঝুলিতেও আসে জাতীয় পুরস্কার ৷ পাশাপাশি সেরা ছবি হিসাবে সুজাতার মুকুটে আসে ফিল্মফেয়ার পুরস্কারও ৷ সেরা পরিচালক হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান বিমল রায় ৷ পাশাপাশি সেরা অভিনেত্রী হিসাবে নূতন ও সেরা গল্প হিসাবে সুবোধ ঘোষের ঝুলিতেও আসে ফিল্মফেয়ার পুরস্কার ৷

পরিণীতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সম্ভার থেকে আরও এক গল্পকে ছবির পর্দায় নিয়ে আসেন পরিচালক বিমল রায় ৷ 1953 সালে মুক্তি পায় পরিণীতা ৷ অশোক কুমার, মীনা কুমারি অভিনীত এই ছবির ঝুলিতে আসে দুটি ফিল্মফেয়ার পুরস্কার ৷ সেরা পরিচালক হিসাবে বিমল রায় ও সেরা অভিনেত্রী হিসাবে মীনা কুমারি এই অ্যাওয়ার্ড পান ৷

বিরাজ বৌ- এই ছবিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি করেছিলেন পরিচালক ৷ 1954 সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেন কামিনী কৌশল, অভি ভট্টাচার্য ও প্রাণ ৷ সঙ্গীতের দায়িত্বে ছিলেন সলিল চৌধুরী ৷ কান চলচ্চিত্র উৎসবের নমিনেশন পায় এই ছবি ৷ ঝুলিতে আসে জাতীয় পুরস্কার ও দু'টি ফিল্মফেয়ার পুরস্কার ৷

মধুমতি- বিমল রায় পরিচালত ও প্রযোজিত মধুমতি মুক্তি পায় 1958 সালের 12 সেপ্টেম্বর ৷ ছবির চিত্রনাট্য লেখেন ঋত্বিক ঘটক ও রাজেন্দর সিং বেদি ৷ মুখ্য চরিত্রে অভিনয় করেন দিলীপ কুমার ও বৈজন্তীমালা, প্রাণ, জনি ওয়াকার ৷ গানের কথা লেখেন শৈলেন্দ্র ও সুর দেন সলীল চৌধুরী ৷ মুক্তির পর এই ছবি হাইয়েস্ট গ্রসিং ইন্ডিয়ান ফিল্মের তালিকায় জায়গা পায় ৷ সেই সময় 9টি ফিল্মফেয়ার পুরস্কার আসে এই ছবির ঝুলিতে ৷ এই ইতিহাস 37 বছর ধরে রেখেছিল এই ছবি ৷ পাশাপাশি মুকুটে আসে জাতীয় পুরস্কারও ৷

বন্দিনী- 1963 সালে মুক্তি পায় বিমল রায় পরিচালিত ও প্রযোজিত বন্দিনী ৷ নূতন, অশোক কুমার ও ধর্মেন্দ্র অভিনীত এই ছবি জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি 6টি ফিল্মফেয়ার পুরস্কারও ঝুলিতে পুরে নেয় ৷

আরও পড়ুন:

1. 'পান সিং তোমার' থেকে 'পিকু'...ইরফান খান যেন চিরন্তন এক অধ্যায়

2. ফিরছেন আইআরএস অফিসার অময় পট্টনায়েক, আসছে অজয়ের 'রেইড 2'

3. নেত্রী থেকে অভিনেত্রী, মুক্তি পেল রাজন্যা হালদার অভিনীত ছবির ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.