ETV Bharat / entertainment

Shae Gill Reaction on Pasoori Nu: 'গান পছন্দ না-হলে শুনবেন না, কিন্তু ঘৃণা ছড়াবেন না', 'পাসুরি' বিতর্কে ইতি টানতে অনুরোধ শাহ গিলের

author img

By

Published : Jun 29, 2023, 2:02 PM IST

Etv Bharat
'পাসুরি' বিতর্কে ইতি টানতে অনুরোধ শাহ গিলের

'পাসুরি' বিতর্কে ইতি টানতে এবার আসরে নামলেন পাকিস্তানি শিল্পী শাহ গিল ৷ অনুরাগীদের খারাপ মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ শাহের ৷

ইসলামাবাদ ও মুম্বই: মুক্তির আগেই বিতর্কের মুখে পড়ে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত 'সত্যপ্রেম কী কথা' ছবি ৷ মূলত, পাকিস্তানের জনপ্রিয় হিট গান 'পাসুরি নু'র রিক্রিয়েশন-ই সমস্যার সূত্রপাত ৷ অরিজিৎ সিং ও তুলসী কুমারের কণ্ঠে এই গান সামনে আসতেই ঝড় ওঠে নেট দুনিয়ায় ৷ অনুরাগীদের অনেকে এই গানের রিক্রিয়েশনের বিরোধিতা করেন ৷ সমালোচনা করেন পাকিস্তানের অনুরাগীরাও ৷ এবার তাদের শান্ত করতে আসরে নামেন শাহ গিল ৷ গানকে ঘৃণা করবেন না, অরিজিৎ সিংয়ের নতুন 'পাসুরি' নিয়ে বিদ্বেষ ছড়াবেন না, অনুরোধ শাহ গিলের ৷

পাকিস্তানি সঙ্গীতশিল্পীর আলি শেঠ ও শাই গিল গানের জন্য জনপ্রিয় ৷ 2022-এ আলি শেঠ ও শাই গিল ঝড় তুলেছিলেন ইন্টারনেট দুনিয়ায় ৷ পাকিস্তানি গান 'পাসুরি নু' দুই দেশের কাঁটাতার পেড়িয়ে ছেয়ে গিয়েছিল গোটা দুনিয়ায় ৷ গানের সেই জাদুকেই ব্যবহার করতে চেয়েছিলেন পরিচালক সমীর ভিদওয়ানস ৷ অরিজিৎ সিং-এর মেলোডিয়াস ভয়েসে রি-ক্রিয়েট করা হয় পাসুরি নু ৷ সোমবার মুক্তি পেয়েছিল 'সত্য প্রেম কী' কথা ছবির এই গান ৷

মূলত, অরজিনাল 'পাসুরি' গান ছিল সেই সময়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া গান ৷ গানটিতে উর্দু ও পঞ্জাবি শব্দ থাকায় সুর অপরিবর্তিত রেখে গানে আনা হয়েছে হিন্দি লিরিক্স ৷ অরিজিৎ সিং ও তুলসী কুমারের গাওয়া এই গান সামনে আসতেই শুরু হয় বিতর্ক ৷ সমালোচনা ধেয়ে আসে সুদূর পাকিস্তান থেকেও ৷ নানা রকম বিশ্বেষমূলক সমালোচনাও আসতে থাকে সামনে ৷ এরপরেই আসরে নামেন শিল্পী শাহ গিল ৷

শাহ অনুরাগীদের উদ্দেশ্যে সোশাল মিডিয়ায় বার্তা দেন ৷ তিনি ইন্সটাগ্রাম স্টোরিজে বলেন, "আমি আপনাদের মাধ্যমে পাসুরি নু গানের রিক্রিয়েশন সম্বন্ধে জানতে পারি ৷ তার পাশাপাশি এই নতুন গান নিয়ে যে ধরণের খারাপ মন্তব্য করা হচ্ছে আমি তা নিয়েও কথা বলতে চাই ৷ আমি বুঝতে পারছি, আপনারা অরজিনাল পাসুরি নু গানটাকে প্রচণ্ড ভালোবেসেছেন ৷ এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ ৷ আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না ৷ পাশাপাশি আমি এটাও চাই না, আপনারা কারোর সম্পর্কে খারাপ মন্তব্য করুন ৷"

তিনি আরও বলেন, " আমার মনে হয় এটাকে রি-মেক ভাবার চেয়ে রি-এডিশন ভাবুন ৷ আর যদি আপনাদের এই গান ভালো না লাগে তাহলে শুনবেন না ৷ বাজে মন্তব্য করা বা কারোর সম্পর্কে খারাপ বলার চেয়ে গানটা না শোনাই ভালো ৷ নিজের পছন্দ-অপছন্দ বাড়িতে আলোচনা করা ভালো ৷ কিন্তু যখন সেটা সকলের সামনে করা হয় তখন সেখানে কাউকে অপমান করা উচিত নয় ৷"

আরও পড়ুন: অরিজিতের কণ্ঠে রিক্রিয়েট হল পাকিস্তানি গান 'পাসুরি নু', মুক্তির পর শ্রোতামহলে মিশ্র প্রতিক্রিয়া

প্রসঙ্গত, 2022 সালে 'ভুল ভুলাইয়া-2' এর সাফল্যের পর কিয়ারা-কার্তিক জুটিকে পরিচালক সমীর নিয়ে আসেন 'সত্যপ্রেম কী কথা' ছবিতে ৷ প্রযোজনার দায়িত্বে সাজিদ নাদিয়াদওয়ালা ৷ 29 জুন ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.