ETV Bharat / entertainment

Satvut Advut Title Track: 'সৎভূত অদ্ভুত'-এর রেকর্ডিং সারলেন শিলাজিৎ

author img

By

Published : Oct 22, 2022, 11:47 AM IST

Updated : Oct 22, 2022, 3:48 PM IST

Satvut Advut Title Track
'সৎভূত অদ্ভুত'-এর শীর্ষ সঙ্গীতের রেকর্ডিং সারলেন শিলাজিৎ

প্রীতম সরকারের পরিচালনায় আসছে বাংলা ছবি 'সৎভূত অদ্ভুত'( Title Track of Satvut Advut)। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক স্টুডিয়োতে রেকর্ডিং সারলেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ মজুমদার(Satvut Advut Title Track By Silajit Majumder) ।

কলকাতা, 23 অক্টোবর: প্রীতম সরকারের পরিচালনায় আসছে বাংলা ছবি 'সৎভূত অদ্ভুত'। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক স্টুডিয়োতে শীর্ষ সঙ্গীতের রেকর্ডিং সারলেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ মজুমদার (Satvut Advut Title Track By Silajit Majumder)। তাঁর সঙ্গে এই গানে গলা মিলিয়েছেন নবাগতা আদ্রিকা চৌধুরী (Title Track of Satvut Advut)। গানটি লিখেছেন প্রীতম নিজেই । আর সঙ্গীত পরিচালনার ভার রয়েছে সন্দীপ করের উপর ।

প্রীতম সরকারের পরিচালনায় দুই অসৎ বন্ধুর গল্প এবার আসতে চলেছে বড় পর্দায় । একজন চোর, অন্যজন টিকিট ব্ল্যাক করে । অসৎ উপায়ে কাজ করতে গিয়ে তারা নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় । ছবিতে চোরের ভূমিকায় পার্থসারথি আর টিকিট ব্ল্যাকারের ভূমিকায় রয়েছেন প্রসূন গাইন । একদিন এই দুই মূর্তিমান ধরা পড়ে এবং পিটুনি খায় । এরপর তারা দুজনে এক ফন্দি আঁটে । ঘন জঙ্গলে চলে যায় দু'জনে । জঙ্গলে তাদের সঙ্গে কী ঘটে সেটাই চমক ।

গান প্রসঙ্গে শিলাজিৎ বলেন, "এই গানটি খুব মজার একটি গান । ভূত মানে সবাই ভয়ের কথা ভাবে কিন্তু এ ছবির ভূত যেমন মজার তেমনি এ ছবির টাইটেল সং-টিও খুব মজার । সবথেকে বড় কথা গানটা খুব সহজ সরল । কারিকুরি নেই । গানের উদ্দেশ্যটা স্পষ্ট । মানে কী বলতে চাওয়া হচ্ছে গানের মাধ্যমে সেটা সহজেই বুঝে ফেলা যাবে বলে আমার বিশ্বাস(Silajit Majumder New Song)।"

প্রীতম সরকারের পরিচালনায় আসছে বাংলা ছবি 'সৎভূত অদ্ভুত'

আরও পড়ুন: 'মিডিয়া মানে ব্যবসা, আমার কোনও আগ্রহ নেই', দাবি অরিজিতের

সহশিল্পী আদ্রিকার প্রশংসা করেই শিলাজিৎ বলেন, "মেয়েটা বেশ ভালো গায় । তবে, কিছু জায়গায় একটু উন্নতি করার দরকার আছে । সেটা আমাদের ক্ষেত্রেও দরকার হয় ।" পরিচালক প্রীতম বলেন , "শিলাজিৎ একজন গায়কের পাশাপাশি খুব ভালো অভিনেতাও । আর গান গাইতে গেলে অভিনয়টারও প্রয়োজন হয় । এই ছবির টাইটেল ট্র‍্যাকটার জন্য শিলাজিৎ পারফেক্ট ।" ছবির গল্প লিখেছেন প্রীতম সরকার । ক্যামেরায় নয়নমণি ঘোষ, সম্পাদনায় অলোক ধারা ।

Last Updated :Oct 22, 2022, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.