ETV Bharat / entertainment

Sidharth Turns Cheerleader for Kiara: সত্য প্রেম কি কথার প্রিমিয়ারে কিয়ারার চিয়ারলিডার সিদ্ধার্থ

author img

By

Published : Jun 29, 2023, 6:01 PM IST

স্ত্রী কিয়ারা আডবাণীর আসন্ন চলচ্চিত্র সত্যপ্রেম কি কথার স্ক্রিনিংয়ে তাঁর সঙ্গে গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ সেখানে যান কিয়ারার বাবা-মাও ৷

Sidharth Turns Cheerleader for Kiara
Sidharth Turns Cheerleader for Kiara

মুম্বই, 29 জুন: অভিনেত্রী কিয়ারা আডবাণীর মন ভালো করে দেওয়ার জন্য সেরা চিয়ারলিডার তাঁর হাবি সিদ্ধার্থ মালহোত্রা । বুধবার মুম্বইতে কিয়ারার আসন্ন ফিল্ম সত্যপ্রেম কি কথার স্ক্রিনিংয়ে গিয়েছিলেন বলিউডের এই অভিনেতা । এই ছবির মুখ্য অভিনেতা কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী-সহ বেশ কয়েকজন সেলিব্রিটি স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন । তবে স্ত্রী কিয়ারাকে উৎসাহিত করার জন্য সেখানে উপস্থিত সিদ্ধার্থ নেট নাগরিকদের নজর ঘুরিয়ে নিলেন নিজের দিকে ৷

বলিউডের সদ্য বিবাহিত এই দম্পতিকে হাতে হাত রেখে এই ইভেন্টে প্রবেশ করতে দেখা গিয়েছে ৷ দুজনেই ম্যাচ করে সাদা পোশাক পরেছিলেন ৷ কিয়ারার পরনে ছিল একটি সাদা স্যুট ৷ সিদ্ধার্থ সাদা টি-শার্টের সঙ্গে একটি ডেনিম শার্ট এবং নীল জিন্স পরেছিলেন ৷ তাঁদের সঙ্গে ওই ইভেন্টে গিয়েছিলেন কিয়ারার বাবা-মাও ।

সত্যপ্রেম কি কথা 29 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে । সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং সমীর বিদওয়ান পরিচালিত রোমান্টিক চলচ্চিত্রে আবারও এক ফ্রেমে দেখা যাবে কার্তিক ও কিয়ারাকে ৷ 2022 সালের হিট ছবি ভুল ভুলাইয়া 2-এর পর ফের দেখা যাবে তাঁদের রসায়ন ৷ ট্রেলারটিই বলে দিয়েছে যে, এই ছবিতে কার্তিক হলেন সত্যপ্রেম এবং কথা হলেন কিয়ারা । কিয়ারাকে বিয়ে করার জন্য তাঁকে ইমপ্রেস করতে দেখা যায় কার্তিককে ৷ এরপর দুজনের বিয়ে হয় । আর তার ঠিক পরই কিয়ারা এবং কার্তিককে একই সঙ্গে অনেক কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় ।

আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পথে জিতু-নবনীতা, সোশাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী

এই মুভিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রন্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া । এছাড়াও, কার্তিক হংসল মেহতার পরবর্তী ছবি ক্যাপ্টেন ইন্ডিয়া এবং কবীর খানের পরবর্তী শিরোনামহীন প্রকল্পে থাকছেন । অন্যদিকে, কিয়ারাকে পরিচালক শংকরের পরবর্তী ফিল্ম গেম চেঞ্জারে রাম চরণের বিপরীতে দেখা যাবে । ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.