ETV Bharat / entertainment

Shreya Rathijit V-Day: ভ্যালেন্টাইনস ডে-তে রথীজিৎকে গান উপহার ঘরণী শ্রেয়ার

author img

By

Published : Feb 15, 2023, 8:56 PM IST

Etv Bharat
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সুরকার স্বামীকে গান উপহার দিলেন রথীজিৎ পত্নী শ্রেয়া

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সুরকার স্বামীকে গান উপহার দিলেন রথীজিৎ-পত্নী শ্রেয়া (Shreya Gifts a Song to Rathijit on Valentines Day) ৷ তাঁর এই নতুন মিউজিক ভিডিয়োর নাম 'ভালোবাসি তোমায় এত মনে হয় একটা জীবন কম' ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: 'ভ্যালেন্টাইনস ডে'র আবহে 'প্রজাপতি' ছবির সুরকার রথীজিৎ ভট্টাচার্যকে গান উপহার দিলেন তাঁর স্ত্রী শ্রেয়া ভট্টাচার্য । একদিনের মধ্যে গান লিখে, সেই গানকে সুরে বেঁধেছেন শ্রেয়া । গানের নাম 'ভালোবাসি তোমায় এত মনে হয় একটা জীবন কম' (Shreya Gifts a Song to Rathijit on Valentines Day)৷ আর সবটাই তিনি করেছেন রথীজিৎকে একেবারে ধোঁয়াশায় রেখে । শ্রেয়া জানিয়েছেন, রথীজিৎ তাঁর জীবনে নয়ের দশকের নস্টালজিয়া । ঠিক যেন ‘নাইন্টিজের লাভ সং’!

প্রসঙ্গত, সঙ্গীত দুনিয়ায় রথীজিৎ এই মুহূর্তে বেশ পরিচিত নাম । গান গাওয়া থেকে সুর দেওয়া সর্বত্র তাঁর বিচরণ । 'সারেগামাপা'র মঞ্চেও মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । আর এখন দেব এবং মিঠুন জুটির জনপ্রিয় বাংলা ছবি 'প্রজাপতি'র সুরকার তিনি । ফলে, রথীজিতের নাম এখন অচেনা নয় কারও কাছে । এহেন রথীজিতের ঘরণীও সুরেলা মানুষ। গানে গানেই বাঁধা পড়ে আছেন দু'জনে ।

তাঁদের প্রেম 17 বছরের । আর 11 বছরের দাম্পত্যজীবন । তবু প্রেম যেন আজও আনকোরা নতুন তাঁদের । জানা গিয়েছে,'ভালোবাসি তোমায় এত মনে হয় একটা জীবন কম' শীর্ষক গানটি তৈরি করতে শ্রেয়ার সময় লেগেছে মাত্র তিন দিন । তাঁকে সহায়তা করেছেন রথীজিতের প্রিয় ছাত্র সুরজ নাগ । উপহার পেয়ে চকিতে চমকে ওঠেন রথীজিৎ । গানটির সঙ্গে একটি সুন্দর ভিডিয়ো রয়েছে, যা মনে প্রেমের দোলা দেয় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'আজ ফির তুম পে পেয়ার আয়া হ্যায়', বিয়ের পর প্রথম ভ্যালেনটাইনস ডে তে মেতে উঠলেন সিদ্ধার্থ কিয়ারা

তা হলে কি রথীজিতের সুরে আগামী কোনও ছবিতে পাওয়া যাবে শ্রেয়াকে ? সময় দেবে উত্তর । শ্রেয়া বলেন, "এই গানটি আমার প্রথম লেখা এবং সুর করার প্রয়াস । আমার কাছে এটা শুধু গান নয়, অন্তর থেকে উপলব্ধি করা কিছু অনুভূতি । এই 17 বছরের ভালোবাসা মাখানো জীবনের অভিজ্ঞতাকে আমি কিছু কথা ও তাতে সুরারোপ করে গান তৈরি করে ফেললাম । ভালোবাসা দিবসে তাই আমি এই গান নিজে গেয়ে রথীজিৎকে গিফট করলাম । গানটির সংগীত আয়োজন এবং মিক্স মাস্টারিং করেছে আমাদের প্রিয় ছাত্র সুরজ নাগ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.