ETV Bharat / entertainment

Dunki Teaser: ঘরে ফেরার গান ! সাধারণ অনুপ্রবেশকারীদের অসাধারণ গল্প বলবে 'ডাঙ্কি'

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 11:59 AM IST

Updated : Nov 2, 2023, 1:07 PM IST

Dunki Teaser Out: শাহরুখ খানের জন্মদিনে প্রকাশ্যে এল 'ডাঙ্কি'র প্রথম টিজার ৷ ভালোবাসা, বন্ধুত্ব ও ঘরে ফেরার গান শোনাবে এই ছবি ৷

Etv Bharat
প্রকাশ্যে ডাঙ্কির প্রথম টিজার

হায়দরাবাদ, 2 নভেম্বর: অবশেষে প্রতীক্ষার অবসান ৷ বাদশার জন্মদিনে সবচেয়ে বড় উপহার এল প্রকাশ্যে ৷ মুক্তি পেল রাজকুমার হিরানির 'ডাঙ্কি'র প্রথম টিজার ৷ সেটি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন কিং খান ৷ উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা ৷

শাহরুখ প্রথম টিজার শেয়ার করে লিখেছেন, "এই গল্প কিছু সাধারণ মানুষের ৷ যাঁরা নিজেদের ইচ্ছা ও স্বপ্ন পূরণ করতে চায় ভালোবাসার জন্য, বন্ধুত্বের জন্য এবং সবচেয়ে বড় কথা একসঙ্গে থাকার জন্য ৷ সবশেষে নিজের ভিটে-মাটির সঙ্গেও বন্ধুত্বের কথা গল্প বলে এই ছবি ৷ মনকে স্পর্শ করার মতো গল্প বলেছেন রাজকুমার হিরানি ৷ এই জার্নিতে অংশগ্রহণ করা আমার কাছে সম্মানের ৷ আশা করছি, আপনারাও এই জার্নির সাক্ষী হবেন ৷ ডাঙ্কির প্রথম টিজার রইল আপনাদের জন্য ৷ বিশ্বদরবারে এই ছবি মুক্তি পাবে বড়দিনের আবহে ৷"

পরিচালক রাজকুমার হিরানি লিখেছেন, "বাড়ি হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষের মন খুশিতে ভরে ওঠে। ৷ আর এই ছবির মূলমন্ত্র হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা ও এক স্বপ্নের জার্নি ৷" টিজার প্রকাশ্যে আসতেই তারকা-সহ অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ ও কলাকুশলীদের ৷ শাহরুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাপসী পান্নু, ভিকি কৌশল, অনিল গ্রোভার, বিক্রম কোছার ও বোমান ইরানিকে ৷ ইতিমধ্যেই মন্নতের সামনে রাত 12টা বাজতেই শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারকারাও ৷

আরও পড়ুন: বাদশার জন্মদিনে মন্নতের সামনে জনজোয়ার, দু'হাত বাড়িয়ে স্বভাবসিদ্ধ ঢঙে 'কিং অফ রোম্যান্স'

সোশাল মিডিয়ায় এক ঘণ্টার কম সময়ের মধ্যে এক লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন ডাঙ্কি টিজার ৷ ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম, গান লিখেছেন জাভেদ আখতর ৷ টিজারে প্রথম গানের ঝলকও পাওয়া গিয়েছে। তা গেয়েছেন সনু নিগম ৷ এই টিজারটি ছিল 1 মিনিট 47 সেকেন্ডের ৷ এরপর আরও একটি টিজার আসবে ৷ সেটিতে ছবির কোন দিক তুলে ধরা হবে, তা এখনও রহস্যে মোড়া ৷

  • #DunkiTeaser first drop is too hilarious. 😂❤️🔥 A dream comes true for the dream collaboration of the universe - SRK x Rajkumar Hirani.

    Social message hai, comedy hai, subject bhi accha hai, casting bhi tagdi hai and that last doctor wala scene.🤣😂 #DunkiDrop1 #Dunki pic.twitter.com/iBclXreOJQ

    — Suryakant Dholakhandi (@maadalaadlahere) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে যাই হোক, প্রথম টিজার দেখেই চমকে গিয়েছেন অনুরাগীরা ৷ কেউ লিখেছেন, "ডাঙ্কির প্রথম টিজার মারাত্মক ৷ একটা স্বপ্ন সত্যি হতে চলেছে ৷ যেখানে রাজকুমার হিরানি ও শাহরুখ খানের যুগলবন্দি দেখা যাবে একসঙ্গে ৷" কেউ আবার লিখেছেন, "রাজ থেকে হার্ডির জার্নি, বড়ই আবেগতাড়িত ৷ একেবারে রোলার কোস্টার জার্নি ৷"

  • Best shots of the teaser, Especially the desert shot. Cinematography of #Dunki during Hardy's journey will be a treat to watch. Also in this shot they'll be targeted with snipper for crossing border.#DunkiTeaser pic.twitter.com/2rIxjR5Cb6

    — Slayer (@Cricnerd36) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Nov 2, 2023, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.