ETV Bharat / entertainment

Koffee With Karan 8: কফি কাউচে সলমন ! করণের অতিথি তালিকায় লম্বা চমক

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 2:43 PM IST

কফি কাপে চুমুক দিয়ে জমে উঠেছে আড্ডা ৷ করণের সঙ্গে পিএনপিসি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা উঠে আসছে এবারের কফি উইথ করণ-এ ৷ শোনা যাচ্ছে, এই সিজনের শেষ পর্বে দেখা যেতে পারে সলমন খানকে ৷

Etv Bharat
কফি কাউচে সলমন খান !

হায়দরাবাদ, 10 নভেম্বর: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে কফি উইথ করণ-এ এবারের জার্নি শুরু হয়েছে ৷ যা ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছে ৷ বলিউডের অন্দরমহলের খবর থেকে শুরু ব্যক্তিগত জীবনের অনেক খবরই প্রকাশ্যে আনেন পরিচালক তথা সঞ্চালক করণ জোহর ৷ বলা ভালো, হাটে হাঁড়ি ভাঙেন তিনি ৷ স্বভাবতই মুচমুচে গসিপ জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরাও ৷ এই শোয়ের সবেমাত্র তিনটি পর্ব মুক্তি পেয়েছে ৷ তার মধ্যেই এই শোয়ের শেষ পর্বের জন্য ইতিমধ্যেই সলমন খানকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷

ইতিমধ্যেই সলমন খানের টিমের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷ শেষ পর্বের শুটিং হতে এখনও অনেকটা দেরি আছে ৷ তবে ভাইজানের শিডিউল দেখেই শুটের দিন ঠিক করা হবে বলে সূত্রের খবর ৷ পাশাপাশি, ভাইজানের সঙ্গে কাউচে কাকে অতিথি হিসাবে আনা যায়, তা নিয়েও চলছে জোর আলোচনা ৷ তবে 'টাইগার' সলমনের আসার বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি ৷

হটস্টার-এ শুরু থেকেই কফি উইথ করণ-এর টিআরপি হাই ৷ প্রথম পর্বে অনুরাগীদের আগ্রহের পারদ কয়েকগুণ বাড়িয়ে দেন বাজিরাও মস্তানি তারকা ৷ তাঁদের প্রেম-ভালোবাসা থেকে শুরু মানসিক অবসাদ, বিয়ে সবকিছু নিয়ে রাখঢাক ছাড়াই আলোচনা করেছেন রণবীর-দীপিকা ৷ সেই পর্ব নিয়ে যেমন অনেক সমালোচনা হয়েছে, তেমনই অনেকে তারকাদের ব্যক্তিগত সমস্যাকে সামনে তুলে ধরার জন্য বাহবাও পেয়েছেন ৷ আর পাঁচজন সাধারণ মানুষের মতোই গ্ল্যামার দুনিয়ার তারকারাও মানসিক অবসাদের শিকার হন ৷ দীর্ঘদিন চিকিৎসা করান, এই বিষয় নিয়ে মুখ খোলায় নেট পাড়ায় প্রশংসিত হয়েছেন দীপিকা ৷

এরপর দেখা যায় সানি দেওল ও ববি দেওলকে ৷ এই পর্বটা ছিল একটু যেন সিরিয়াস মোডের ৷ হালকা হাসি মজার ছলেই অভিনেতা ববিও শেয়ার করেছেন ফিল্মইন্ডাষ্ট্রিতে কাজ না-পাওয়ার কষ্ট ৷ সানি জানিয়েছেন দীর্ঘদিন ধরে একটা ছবি হিট হওয়ার পরেও তিনি কাজ পাননি ৷ সেই লড়াই তাঁকে বহুদিন চালিয়ে যেতে হয়েছে ৷ সেই লড়াইয়ে যখন গদর 2 সাফল্য পায়, তখন কী অবস্থা ছিল, তাও ব্যক্ত করেন কফি কাউচে বসে ৷

তৃতীয় পর্বে দেখা যায়, সারা আলি খান ও অনন্যা পাণ্ডেকে ৷ আদিত্য রয় কাপুর থেকে শুরু করে শুভমান গিল, ফ্যাশনিস্তা থেকে মনের মতো পুরুষ খুঁজে পাওয়া, করণের একের পর এক প্রশ্নের সাবলীল জবাব দেন দুই তারকা ৷ এবার কারা আসছেন করণের অতিথি হয়ে নজর থাকল সেই দিকে ৷

আরও পড়ুন

ডিপফেক নিয়ে সোচ্চার তারকারা, রশ্মিকার পাশে দাঁড়ালেন বন্ধু বিজয়

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অনুষ্কা ! ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর গুঞ্জন

নজরুলগীতি 'বিকৃত' করেছেন! এআর রহমানের ক্ষমা চাওয়া উচিত, তীব্র প্রতিবাদ নেটপাড়ায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.