ETV Bharat / entertainment

Salaar vs Dunki Release Clash: ক্রিসমাসেই শাহরুখের সঙ্গে সম্মুখ সমর! সামনে এল প্রভাসের ছবির মুক্তির দিনক্ষণ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 4:50 PM IST

শাহরুখ খানের সঙ্গে সম্মুখ সমরে নামতে চলেছেন প্রভাস ৷ এবার শীতে এসআরকের 'ডানকি' ছবির সঙ্গে মুক্তি পেতে চলেছে প্রভাসের 'সালার পার্ট 1: সিজ ফয়ার' ছবিটিও ৷ অর্থাৎ ক্রিসমাসে এবার হতে চলেছে বিগ ব্যাটেল ৷

Salaar vs Dunki Release Clash
শাহরুখ বনাম প্রভাস শীতেই সম্মুখ সমর

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: শাহরুখ খান-প্রভাসের সম্মুখ সমর নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল ৷ এবার তা নিশ্চিত করলেন 'সালার' নির্মাতারা ৷ তাঁরা জানালেন, আগামী 22 ডিসেম্বর শাহরুখের ছবির সঙ্গে বক্স অফিস ব্যাটেলে নামতে চলছে 'সালার পার্ট 1: সিজ ফয়ার' ৷ আদতে শাহরুখ খানের 'জওয়ান' ছবির সঙ্গেই এই ছবিটিও মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু পরে 'সালার পার্ট 1: সিজ ফয়ার' ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন নির্মাতারা ৷ অবশেষে সামনে এল ছবির নয়া মুক্তির তারিখ ৷


শুক্রবার নির্মাতারা প্রকাশ করেছেন 'সালার পার্ট 1: সিজ ফয়ার' মুক্তির দিনক্ষণ ৷ ইনস্টাগ্রামে নির্মাতারা লেখেন, 'শীঘ্রই রক্ত ঝরবে! সালার সিজ ফায়ার বিশ্ব ব্যপী মুক্তি পেতে চলেছে 22 ডিসেম্বর ৷' প্রভাসের একটি পোস্টারও এদিন সামনে এনেছেন নির্মাতারা ৷ পোস্টারে অভিনেতাকে দেখা গিয়েছে বেশ অন্য়রকম লুকে ৷ আগেই বোঝা গিয়েছিল অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর হতে চলেছে এই ছবি ৷ প্রশান্ত নীল এর আগেও 'কেজিএফ'-এর মতো ফ্রাঞ্চাইজি তৈরি করেছেন ৷ তাই এবারও তাঁর কাছ থেকে অ্যাকশনে ভরপুর একটি ছবি আশা করছেন অনুরাগীরা ৷

অন্যদিকে কিং খানের 'ডানকি' ছবিটিও মুক্তি পেতে চলেছে এই ডিসেম্বরেই ৷ তাঁর 'জওয়ান' ছবির সাকসেস পার্টিতে এসে ঠিক এই কথাই জানিয়েছিলেন শাহরুখ ৷ বছরের প্রথমে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে 'পাঠান' ছবিটি নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা ৷ এরপর জন্মাষ্টমী উপলক্ষে মুক্তি পায় 'জওয়ান' ৷ আর এবার তাঁর আগামী ছবি 'ডানকি' মুক্তি পেতে চলেছে ক্রিসমাসে ৷

অর্থাৎ এবার শীতে 'ডানকি বনাম সালার' ৷ অন্য়দিকে বক্স অফিসে এখনও 'জওয়ান' এগিয়ে চলেছে দাপটের সঙ্গেই ৷ ইতিমধ্যেই 1000 কোটি পার করেছে এই ছবি ৷ এখন রাজকুমার-শাহরুখ জুটির 'ডানকি' এবং প্রভাস-প্রশান্ত নীলের 'সালার পার্ট 1: সিজ ফয়ার' কেমন আয় করবে বক্স অফিসে চোখ থাকবে সেদিকেই ৷

আরও পড়ুন: 'দাদার কীর্তি' থেকে 'ভালোবাসা ভালোবাসা' জন্মদিনে ফিরে দেখা বাংলা সিনেমার তাপস যুগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.