ETV Bharat / entertainment

Salaar vs Dunki Teaser: ঝলকেই অনেকটা এগিয়ে, শেষ হাসি হাসবে কে প্রভাসের 'সালার' নাকি শাহরুখের 'ডাঙ্কি' ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 3:13 PM IST

Updated : Nov 4, 2023, 3:18 PM IST

ক্রিসমাসে বক্সঅফিস দখলের লড়াইয়ে কে জিতবে, তা জানতে ঢের দেরি ৷ কিন্তু প্রথম ঝলকে শাহরুখকে সিনে ময়দানে মাত প্রভাসের ৷ জেতার আভাস কি এখন থেকেই?

Salaar vs Dunki Teaser
'সালার' ভার্সেস 'ডাঙ্কি'

হায়দরাবাদ, 4 নভেম্বর: বলিউডের বাদশা শাহরুখ খানের 58তম জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি ৷ প্রকাশ্যে এনেছেন বহু প্রতীক্ষিত 'ডাঙ্কি' ছবির টিজার ৷ মজার ছলে ভারি কথা কীভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে হয়, তা ভালোভাবেই জানেন পরিচালক ৷ স্বভাবতই অনুপ্রবেশের মতো ঘটনাকে কমিক আকারে তুলে ধরেন দর্শকদের সামনে ৷ তা সাদরে গ্রহণও করে দর্শক ৷ তবে উপেক্ষা করা গেল না, সালার ছবির টিজারও ৷ প্রকাশ্যে 'সালার:পার্ট 1-সিজফায়ার' টিজার ৷ শাহরুখ ভার্সেস প্রভাস দ্বন্দ্বে এখনও পর্যন্ত এগিয়ে দক্ষিণী তারকাই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'ডাঙ্কি'র প্রথম টিজার আসতেই তা নেট দুনিয়ায় ছেয়ে যায় ৷ 24 ঘণ্টায় শাহরুখের দর্শক সংখ্যা হিংসা করার মতো জায়গায় পৌঁছে যায় ৷ কিন্তু প্রভাসের সালার-টিজার আসতেই ঘেঁটে যায় পুরো অঙ্কটা ৷ ইউটিউবে 24 ঘণ্টায় মোস্ট ভিউয়ড ইন্ডিয়ান টিজারের তালিকায় 5 নম্বরে জায়গা করে নেয় সালার ৷ সেখানে ডাঙ্কির ভিউয়ার সংখ্যা ছিল 24 ঘণ্টায় 36.8 মিলিয়ন ৷ সেখানে সালার-এৎ ভিউয়ার সংখ্যা চোখ কপালে তোলার মতোই ৷ টিজারেই 83 মিলিয়ন দর্শক কেড়ে নিয়েছেন প্রভাস ৷

24 ঘণ্টায় ভিউয়ারশিপ হিসেবে সেরা পাঁচটি ভারতীয় টিজারের তালিকায় এই মুহূর্তে এক নম্বরে রয়েছে 'সালার' ৷ এরপরেই রয়েছে 'আদিপুরুষ' ৷ যার ভিউয়ার সংখ্যা ছিল 69 মিলিয়ন ৷ তালিকার তৃতীয় স্থানে 'কেজিএফ 2' ৷ ভিউয়ার সংখ্যা 68.8 মিলিয়ন ৷ 42.7 মিলিয়ন ভিউয়ার সংখ্যা নিয়ে চতুর্থ স্থানে প্রভাস অভিনীত 'রাধে শ্যাম' ৷ তারপর পাঁচ নম্বরে 'ডাঙ্কি' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'থ্রি ইডিয়টস', 'মুন্নাভাই এমবিবিএস', 'সঞ্জু', 'পিকে'-র মতো বিগ বাজেটের হিট ছবি উপহার দিয়েছেন রাজকুমার হিরানি ৷ অপেক্ষা ছিল কবে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ছবি আনবেন তিনি ৷ অবশেষে শুরু হয়েছে 'ডাঙ্কি'র জার্নি ৷ অসাধারণ বন্ধুত্ব ও ঘরে ফেরার গান শোনাবেন শাহরুখ, তাপসী পান্নু ও ভিকি কৌশল ৷

আরও পড়ুন: 'জওয়ান'-এর মতোই 'টাইগার 3' ছবির জন্যও থাকছে সকালের শো, কবে শুরু অগ্রিম বুকিং?

অন্যদিকে, 'সালার পার্ট 1: সিজফায়ার'-এ প্রভাসের সঙ্গে দেখা যাবে পৃথ্বিরীজ সুকুমরণ ও শ্রুতি হাসানকে ৷ কেজিএফ খ্যাত পরিচালক প্রশান্ত নীল এই ছবির ক্যাপ্টেন ৷ তেলুগু, কন্নড়, মালয়লম,তামিল ও হিন্দিতে মুক্তি পাবে সালার ৷ প্রথমে এই ছবি 28 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায় ৷ সবমিলিয়ে ক্রিসমাসে বক্সঅফিসে বড় প্রতিযোগিতার সাক্ষী থাকতে চলেছে দর্শক ৷ সেই আবহের মুখোমুখি লড়াইয়ে থাকছে 'ডাঙ্কি' ও 'সালার' ৷

Last Updated : Nov 4, 2023, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.