ETV Bharat / entertainment

Salaar vs Dunki: প্রভাসের সঙ্গে বিরোধে না! পিছোতে পারে শাহরুখের 'ডাঙ্কি' মুক্তি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 12:48 PM IST

বক্স অফিসে ক্ল্যাশ এড়াতে পিছিয়ে যেতে পারে 'ডাঙ্কি'র মুক্তি ৷ সূত্রের খবর, সালার 22 ডিসেম্বর মুক্তি পেলেও শাহরুখ-রাজকুমার জুটির 'ডাঙ্কি'র জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ৷

Etv Bharat
পিছিয়ে যেতে পারে 'ডাঙ্কি' মুক্তির তারিখ

হায়দরাবাদ, 13 অক্টোবর: বক্স অফিসে দ্বন্দ্ব এড়াতে পিছোতে পারে শাহরুখের পরবর্তী ছবি 'ডাঙ্কি'র মুক্তির তারিখ ৷ কারণ সেই তারিখেই মুক্তির কথা রয়েছে দক্ষিণী তারকা প্রভাস অভিনীত 'সালার' ৷ প্রশান্ত নীল পরিচালিত এই ছবির সঙ্গে মুক্তির তারিখ ক্ল্যাশ করেছে রাজকুমার হিরানির 'ডাঙ্কি'র ৷ শাহরুখ খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু ৷

এর আগে বলিউড বাদশা ঘোষণা করেছিলেন 'ডাঙ্কি' মুক্তি পেতে পারে চলতি বছর ক্রিসমাসের সময় অথবা 2024 সালের শুরুতে ৷ অন্যদিকে, প্রভাস অভিনীত 'সালার: পার্ট 1 সিজফায়ার' ছবিটিও ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ৷ যা দুটি বিগ বাজেটের ছবির বক্স অফিসে আঁচ পড়তে পারে ৷ সূত্রের খবর, সেই কারণে পিছিয়ে যেতে পারে 'ডাঙ্কি' ছবির মুক্তির তারিখ ৷

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের একটি পোস্ট সম্প্রতি সামনে এসেছে ৷ এক্স (টুইটার)-এ তিনি জানিয়েছেন, বলিউডে জোর গুঞ্জন যে বক্সঅফিস দ্বন্দ্ব এড়াতে 'ডাঙ্কি' মুক্তি পাবে না ডিসেম্বরে ৷ তার বদলে প্রভাসের 'সালার' সিনেপর্দায় ক্রিসমাসে মুক্তি পাবে ৷ পাশাপাশি আরও একটি বিষয় জানা গিয়েছে যে, 'ডাঙ্কি' ছবি পোস্ট প্রোডাকশনের কাজ এখনও বাকি রয়েছে অনেকটাই ৷ সেই কারণেও পিছোচ্ছে ছবির মুক্তি ৷ তবে শাহরুখ খান বা প্রযোজনা সংস্থার তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা এখনও বাকি রয়েছে ৷

আকাশাবাণীও এক্সে (পূর্বে টুইটার) জানিয়েছেন, 'ডাঙ্কি' মুক্তির তারিখ পিছোতে পারে এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ শাহরুখ খান জানিয়েছেন, রাজকুমার হিরানির এই ছবি 22 ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না-হওয়ায়, ছবি এই বছর মুক্তি পাবে না ৷

অন্যদিকে, প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয় 22 ডিসেম্বর মুক্তি পাবে প্রভাস, শ্রুতি হাসান, পৃথ্বিরাজ সুকুমরণ অভিনীত 'সালার' ৷ যদিও প্রশান্ত নীলের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল 28 সেপ্টেম্বর ৷ তবে নানা কারণে সেই তারিখ পিছিয়ে যায় ৷

আরও পড়ুন: ফের নিজের 'পাঞ্জা' বের করতে প্রস্তুত আহত বাঘিনী 'আরিয়া', প্রকাশ্যে ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.