ETV Bharat / entertainment

Rocky Aur Rani Kii Prem Kahaani: এবার 300 কোটির ক্লাবে করণের ছবি, বিদেশেও হিট 'রকি অউর রানি কি প্রেম কাহানি'

author img

By

Published : Aug 18, 2023, 5:10 PM IST

RRKPK Box Office Collection: দেশ বিদেশ মিলিয়ে 300 কোটি ছুঁয়ে ফেলল রণবীর-আলিয়ার 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ করণ নিজেই দিলেন এই বক্স অফিস রিপোর্ট ৷

RRKPK Box Office Collection
300 কোটি ছুঁল রকি অউর রানি কি প্রেম কাহানি

হায়দরাবাদ, 18 অগস্ট: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' নিয়ে চর্চা চলেছে বেশ কয়েকদিন ধরেই ৷ করণ জোহরের এই ছবি বক্স অফিসে কতটা সাফল্য পাবে সেটাই ছিল বড় প্রশ্ন ৷ রণবীর সিং-আলিয়া ভাট জুটিকে মোটের ওপর পছন্দ হলেও এই ছবি নিয়ে তেমন খুশি হতে পারেননি অনেক সমালোচকই ৷ আবার তরণ আদর্শের মতো অনেকের কাছেই এই ছবিটি ছিল 'দুরন্ত' ৷ তাই দর্শকের মন কি আদৌ জয় করতে পারবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'? সকলেই ছিলেন এই উত্তরের অপেক্ষায় ৷ এবার বক্স অফিসে আরও একটি মাইল ফলক ছুঁয়ে ফেলল এই ছবি ৷

ভারতীয় বক্স অফিসে অবশ্য় গতি কিছুটা মন্থর হয়ে গিয়েছে ছবিটির ৷ বৃহস্পতিবার দেশ জুড়ে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র আয় ছিল মাত্র 1.40 কোটি ৷ বিশেষত 'গদর 2' এবং 'ওএমজি 2' ছবির মুক্তির পর থেকে এই ছবির ব্য়বসায় বেশ প্রভাব পড়েছে ৷ যার জেরে ভারতে এখন 140 কোটিতেই আটকে রয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র আয় ৷ তবে পরিচালক করণ জোহর দাবি করেছেন, বিদেশ মিলিয়ে 300 কোটি ছুঁয়ে ফেলেছে এই ছবিটি ৷

তিনি এদিন একটি ভিডিয়ো শেয়ার করে লেখেন, "রকি অউর রানি কি প্রেম কাহানি বিশ্বের বিভিন্ন প্রান্তে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে ৷ যে ভালোবাসা আপনারা সকলে দিয়েছেন তার জন্য় কৃতজ্ঞ ৷" প্রায় 7 বছর পর পরিচালনায় কামব্যাক করে এই ছবিটি বানিয়েছেন করণ ৷ গত 28 জুলাই প্রেক্ষাগহে মুক্তি পায় ছবিটি ৷

আরও পড়ুন: অক্ষয় কোনও টাকাই নেননি, আর 'ওএমজি 2' ছবির বাজেটও 150 কোটি নয়!; দাবি প্রযোজনা সংস্থার

গল্পে ফুটে উঠেছে, একটি বাঙালি পরিবার এবং একটি পঞ্জাবি পরিবারের মধ্যে যখন সম্পর্ক গড়ে ওঠে তখন পরিস্থিতি কী হতে পারে ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহানি' আসলে এক মানবিক প্রেমের গল্প ৷ যে কাহিনি আওয়াজ তোলে নারী বিদ্বেষের বিরুদ্ধে ৷ আবার ভেঙে পড়া পুরুষকেও সে দূরে সরিয়ে দেয় না ৷ বরং তাঁকেও কাছে টেনে নেন করণ ৷ তাঁর ছবি দিয়ে কোথাও যেন তাঁকে জিতিয়েও দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.