ETV Bharat / entertainment

RRKPK BO Collection: 80 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ডেই বাজি মারতে হবে করণকে

author img

By

Published : Aug 5, 2023, 1:05 PM IST

8 দিনে 80 কোটির ক্লাবে ঢুকে পড়ল আলিয়া-রণবীরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ আগামী উইকএন্ডের দিকেই এখন তাকিয়ে সকলে ৷

RRKPK BO Collection
80 কোটির ক্লাবে করণের নতুন ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি

হায়দরাবাদ, 5 অগস্ট: আট দিনে 80 কোটির ক্লাবে জায়গা করে নিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ করণ জোহরের এই ছবি নিয়ে শুরু থেকেই চলেছে চর্চা ৷ রণবীর-আলিয়াকে নিয়ে তৈরি এই ছবিতে প্রেমের জয়গান গেয়েছেন পরিচালক ৷ যোগ করেছেন নারীবাদী টুইস্টও ৷ আলিয়া ভাট এখানে হয়েছেন পরিচালকের সেই ভাবনার প্রতীক ৷

শুধু তিনিই নন, ছবিতে শাবানা আজমিকেও ছবিতে দেখা যায় ধর্মেন্দ্রর সঙ্গে চুম্বনে আবদ্ধ হতে ৷ অর্থাৎ করণ জোহর স্পষ্টতই তাঁর জার্নির এই রোলার কোস্টার রাইডে একটি বার্তা দিতে চান সমাজকে ৷ সেই বার্তা বেশ গুরুত্বপূর্ণও বটে ৷ সমালোচকদের কারণে তাঁর এই ছবি তাই বেশ কদরও পেয়েছে ৷ করণের ছবির ইতিহাস মাথায় রেখে আলোচনা করতে গেলে এই ছবিকে অনুরাগ কাশ্যপ এবং তরণ আদর্শের মতো অনেকেই 'মাস্ট ওয়াচ' বলে দিয়েছেন ইতিমধ্যেই ৷

কিন্তু তারপরেও শুক্রবার 6.90 কোটির বেশি টাকা ঘরে তুলতে পারল না এই ছবি ৷ যদিও বৃহস্পতিবারের তুলনায় আয় কিছুটা বেড়েছে এই ছবির ৷ এখন উইকএন্ডটি কেমন কাটে সেটাই দেখার ৷ রিপোর্ট বলছে, ছবির বাজেট ছিল প্রায় 178 কোটি টাকা ৷ তাই বাজেটের টাকা তুলতে গেলে গতি কিছুটা বাড়াতেই হবে ৷ প্রসঙ্গত, দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় 3200 স্ক্রিনে মুক্তি পেয়েছিল এই ছবিটি ৷

আরও পড়ুন: শাহরুখ থেকে যীশু! নায়ক বদলেছে; 'নায়িকা সংবাদ' আজও শিরোনামে
তবে এও ঠিক যে বিদেশ মিলিয়ে হিসাব কষলে চার দিনেই 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ এবার এখানেও সেই ধারাই বজায় রাখতেই চাইবেন করণ ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দাবি, শুধু দেশের নিরিখে দেখলে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ইতিমধ্যেই আয় করে ফেলেছে 80.23 কোটি টাকা ৷ ছবিতে রণবীর সিং-আলিয়া ভাট ছাড়াও রয়েছেন শাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতা অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.