ETV Bharat / entertainment

Parambrata Ritwick: পরমের নতুন প্রজেক্টে সঙ্গী ঋত্বিক, শেষ শুটিং

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 12:24 PM IST

Parambrata Ritwick New Project: নতুন কাজের জন্য় জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী ৷ শনিবার শেষ হল শুটিং পর্ব ৷ অনুরাগীদের জন্য় নিজেই সুখবর নিয়ে হাজির হলেন পরম ৷

Pic Parambrata Instagram
ঋত্বিককে সঙ্গে নিয়ে নতুন কাজের শুটিং শেষ করলেন পরম

কলকাতা, 9 সেপ্টেম্বর: এবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়? হ্যাঁ খুলে কিছু না বললেও শনিবার সকাল সকাল এমনই আভাস দিলেন পরম ৷ টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ককে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই ৷ অন্যদিকে আবার একের পর এক সিরিজ এবং ছবির সুবাদে অনুরাগীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন ঋত্বিকও ৷ তাই এই দু'জনকে একসঙ্গে রূপোলি পর্দায় দেখার লোভ কি সামলানো যায়? যদিও দু'জনকেই পর্দায় দেখা যাবে নাকি একজন পর্দায় আর অন্য়জন ক্যামেরার পিছনে সেই রহস্যটুকু রেখেই দিলেন পরম ৷

শনিবার সকালে ঋত্বিকের সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করে পরম লেখেন, "একটা দারুণ অভিজ্ঞতার সমাপ্তি ৷ কিছু একটা দারুণ স্পেশাল কাজ শেষ হল আজ ৷ ঋত্বিক আর আমি একসঙ্গে ৷ ও যেরকম দারুণ অভিনেতা তেমনই দুরন্ত সহ-অভিনেতা ৷ ওকে এর জন্য ধন্যবাদ দিতেই হয় ৷ ওকে নিয়ে পরিচালনার কাজ করতে পেরে দারুণ লাগছে ৷ আগামী বছর যখন কাজটা আসবে তখন এই পোস্টটা মনে রাখবেন ৷"

ছবি না সিরিজ কি নিয়ে হাজির হতে চলেছেন এই অভিনেতা পরিচালক তা খুলে বলেননি তিনি ৷ তবে এইটুকু রহস্য থাকলেও আপাতত তাঁরা দু'জনে একসঙ্গে কাজে হাত দিয়েছেন দেখেই খুশি নেটপাড়া ৷ এর আগে পরমব্রত পরিচালিত 'বৌদি ক্যান্টিন' ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের কাছে ৷ অন্য়দিকে পরম অভিনীত 'বিয়ে বিভ্রাট' ছবিটিও হাসির সঙ্গে রোম্যান্স মিশিয়ে একটি সুন্দর আবহ তৈরি করেছিল ৷

আরও পড়ুন: আশাজির জন্মদিনে গানে গানে শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের

আর ঋত্বিককে এখন ছবির পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন সিরিজেও ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'মিস্টার কোলকেতা' সিরিজটি ৷ গোয়েন্দা তথা রহস্যভেদীর চরিত্রে বেশ প্রশংসা কুড়োচ্ছে তাঁর কাজ ৷ তাই তাঁকে পরমের সঙ্গে দেখতে যে রীতিমতো মুখিয়ে থাকবেন অনুরাগীরা এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.