Rituparna Sengupta Bday: জন্মদিনে প্রসেনজিতের সঙ্গে 50তম ছবির শুটিংয়ে ব্যস্ত ঋতুপর্ণা, নেপথ্যে পরিচালক কৌশিক

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 2:15 PM IST

Updated : Nov 7, 2023, 3:42 PM IST

Etv Bharat

7 নভেম্বর ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন ৷ এদিনও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী ৷ প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবির পরিচালনা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

কলকাতা, 7 নভেম্বর: প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবিটি পরিচালনা করতে চেয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর হচ্ছেও তেমনটাই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। মঙ্গলবার টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত'র জন্মদিন। সেই শুভদিনেই তিনি নিজেকে ব্যস্ত রাখলেন পরিচালক কৌশিকের ছবির শুটিংয়ে।

কুশল চক্রবর্তীর বিপরীতে 'শ্বেত কপোত' ধারাবাহিকের মাধ্যমে অনস্ক্রিনে আত্মপ্রকাশ অভিনেত্রী ঋতুপর্ণার। বড়পর্দায় আত্মপ্রকাশ ওড়িয়া ছবির মাধ্যমে। আর বাংলায় প্রথম বড় পর্দার ছবি প্রভাত রায়ের 'শ্বেত পাথরের থালা'। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি টলিউডের প্রথম সারির এই অভিনেত্রীকে। জুটি হিসেবে পেয়ে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির বুম্বা দা'কে। উত্তম-সুচিত্রার পর টলিউডে জুটির কথা বললে আজও তাঁদের কথাই অনুরাগীরা বলেন।

'নাগপঞ্চমী' থেকে শুরু হয় তাঁদের জুটির ছবি। এরপর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', 'মধুর মিলন', 'মধু মালতী', 'বাবা কেন চাকর', 'শুধু একবার বলো', 'দৃষ্টিকোণ', 'উৎসব', 'প্রাক্তন'-সহ 49টি ছবিতে এই জুটি ম্যাজিক দেখিয়েছে। পঞ্চাশতমটি ছবিটি তৈরি হতে চলেছে সুরিন্দর ফিল্মসের ব্যানারে। এদিন এই ছবির শুটিংয়েই ব্যস্ত থাকলেন অভিনেত্রী ৷ জানিয়েছেন তাঁর বন্ধু তথা 'দত্তা' ছবির পরিচালক নির্মল চক্রবর্তী। উল্লেখ্য, এই ছবি নিয়ে এক্ষুণি কিছু বলতে নারাজ পরিচালক থেকে প্রযোজনা সংস্থা। শুটিংয়ের ব্যস্ততার কারণে ফোন করা হলে সাড়া মেলেনি অভিনেত্রীরও।

সূত্রের খবর, এদিন শুটিং থেকে সোজা লেক গার্ডেন্সের বাড়িতেই ফিরবেন টলিকুইন। সারা দিনটা তিনি কাটাবেন নিজের পরিবারের কাছের মানুষদের সঙ্গে। ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামী সঞ্জয় চক্রবর্তী এসেছেন কলকাতায়। তাই জন্মদিনটা আরও অনেকটাই স্পেশাল তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, জন্মদিনে ঋতুপর্ণাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকাই ৷

আরও পড়ুন: গোয়ায় কবে থকে শুরু 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া', জানালেন অনুরাগ

পাশাপাশি ঋতুপর্ণ ঘোষের দহন, উৎসব, অপর্ণা সেনের পারমিতা একদিন ও বুদ্ধদেব দাশগুপ্তর মন্দ মেয়ের উপাখ্যান ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ দহন ছবির জন্য 1998 সালে শ্রেষ্ঠা অভিনেত্রী হিসাবে অর্জন করেন জাতীয় পুরস্কার ৷ আজও দর্শক দরবারে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি ৷ এইভাবেই তিনি ভালো ছবি উপহার দিতে থাকুন ৷ জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা ৷

Last Updated :Nov 7, 2023, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.