ETV Bharat / entertainment

Bhaswar Chatterjee: দিদির ডাকে সাড়া দিয়ে ধর্মতলায় ভাস্বর, ওড়ালেন রাজনীতি সংযোগ

author img

By

Published : Jul 21, 2023, 6:03 PM IST

Bhaswar Chatterjee attends 21st July Shahid Diwas: 21-এর মঞ্চে এবার ভাস্বর চট্টোপাধ্যায় ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এই দিন অন্যান্য টলি তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা ভাস্বর ৷ তাহলে কী যোগ দিচ্ছেন শাসক শিবিরে? এই প্রশ্ন উঠতেই স্পষ্ট জবাব দিলেন অভিনেতা ৷

Etv Bharat
দিদির ডাকে সাড়া দিয়ে ধর্মতলায় ভাস্বর

কলকাতা, 21 জুলাই: তৃণমূলের 21 জুলাইয়ের মঞ্চে এবার অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ৷ প্রথমবার একুশের মঞ্চে ভাস্বরকে দেখে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে টলিউডের অন্দরে ৷ তবে গুজবে কান দিতে বারণ করেছেন অভিনেতা ৷ জানিয়েছেন, নিমন্ত্রণ রক্ষা করতেই এদিন দিদির ডাকে সাড়া দিয়েছেন তিনি ৷

ইটিভি ভারতের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি তাহলে যোগ দিতে চলেছেন শাসক সরকারের দলে? অভিনেতা বলেন, "দিদির অফিস থেকে আমার কাছে নিমন্ত্রণ পত্র এসেছিল। তাই নিমন্ত্রণ রক্ষা করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করেছি। তাই আমি গিয়েছি। আর গিয়েছি মানেই যে আমি রাজনীতিতে সরাসরি অংশ নিচ্ছি, তেমনটা একেবারেই নয়। দিদি আমাদের উপহার দিয়েছেন। খুলে দেখিনি এখনও। বোধহয় পাঞ্জাবিই দিয়েছেন। এগুলোকে সৌহার্দ্য আর ভালোবাসাই মনে করি আমি। আগেও অবশ্য অন্য সময়ে আমাকে উপহার পাঠিয়েছেন তিনি। সবকিছু মিলিয়েই আজ ওনার ডাকে সাড়া দিতে গিয়েছিলাম এই বিশেষ দিনে। এটা কর্তব্য আর কৃতজ্ঞতা ছিল। সতীর্থদের সঙ্গে দেখা হল। ছবি তুললাম। দিদির সঙ্গেও দেখা হল। ভালোই কাটল সময়টা।"

তিনি আরও বলেন, "আরও একটা বিষয় আমার বেশ নজর কেড়েছে ৷ সেটা হচ্ছে এই শহিদ দিবসে অসংখ্য মানুষের ভিড় ৷ যাঁরা দূর-দূরান্ত থেকে ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করে দিদির ডাকে সাড়া দিয়েছেন ৷ সেটাও একটা দেখার মতো বিষয় ৷"

আরও পড়ুন: নয়া ছবির কাজ আরম্ভ, হাতে হাত রেখে পথচলা শুরু জিৎ-রুক্মিণীর

উল্লেখ্য, প্রত্যেকবারের মতো এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলের শহিদ দিবসে ধর্মতলায় হাজির টলিউড ইন্ডাস্ট্রির অগণিত তারকা। দেব, ইন্দ্রনীল সেন, গায়ক সৌমিত্র, সায়নী ঘোষ, মিমি চক্রবর্তী, অদিতি মুন্সী, বীরবাহা হাঁসদা, বাবুল সুপ্রিয়, রানা মিত্র, সৌমিতৃষা দে, শ্রীতমা ভট্টাচার্য, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, হরনাথ চক্রবর্তী, লাভলি মৈত্র, ভরত কল, সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, তৃণা সাহা, নীল ভট্টাচার্য, বিভান ঘোষ ৷ সেই তালিকায় সংযোজিত আরও এক নাম, ভাস্বর চট্টোপাধ্যায়। এদিন নীল পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাসে দেখা গেল ভাস্বর চট্টোপাধ্যায়কে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.