ETV Bharat / entertainment

HBD Rajesh Khanna Twinkle Khanna: বাবা মেয়ের জন্মদিন এক, সিনেমার মতোই চমকপ্রদ রাজেশ খান্নার ব্যক্তি জীবন

author img

By

Published : Dec 29, 2022, 9:49 AM IST

Updated : Dec 29, 2022, 11:39 AM IST

আজ প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার জন্মদিন ৷ আবার একইসঙ্গে তাঁর কন্যা টুইঙ্কলেরও জন্মদিন আজ ৷ প্রবাদপ্রতীম অভিনেতার ব্যক্তিজীবনও ছিল বেশ রঙিন ৷ অন্যদিকে, তাঁর কন্যার জীবনও একইরকম রঙিন ( Birthday of Rajesh Khanna Twinkle Khanna)৷

HBD Rajesh Khanna Twinkle Khanna
বাবা মেয়ের জন্মদিন এক

মুম্বই, 29 ডিসেম্বর: বাবা-মেয়ের জন্ম একই দিনে এমন ঘটনা বেশ বিরল ৷ তবে ঠিক এমনটাই ঘটেছে বিনোদন জগতের দুই তারকার ক্ষেত্রে ৷ প্রথম জন অর্থাৎ বাবা কে তা বোঝাতে গেলে 'আনন্দ' সিনেমার একটা সংলাপই যথেষ্ট ৷ আর সেই সংলাপটি হল, 'বাবুমশাই, জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে' ৷ ঠিকই ধরেছেন, আজ 'হিন্দি সিনেমার প্রথম সুপার স্টার' তথা প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার 79তম জন্ম বার্ষিকী ৷ একইসঙ্গে তাঁর কন্যা অর্থাৎ টুইঙ্কল খান্নারও জন্মদিন আজ (Birthday of Rajesh Khanna Twinkle Khanna) ৷ বাবার জন্মদিনে সুন্দর একটি পুরোনো ছবি শেয়ার করেছেন টুইঙ্কলও(Remembering Rajesh Khanna And Twinkle Khanna on Their Birthday) ৷ পাশাপাশি বলিউড থেকে শুরু করে ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টারের অনুরাগীরাও এই বিশেষ দিনে তাঁকে স্মরণ করছেন ।

হিন্দি সিনেমার এই প্রথম সুপারস্টারের ব্যক্তিজীবনও ছিল ভীষণ চর্চিত ৷ রঙিন পর্দায় তিনি ছিলেন রোম্যান্টিক নায়ক ৷ মাত্র তিন বছরে (1969-1971 সাল) উপহার দিয়েছিলেন 15টি সুপারহিট ছবি । তাঁর এই রেকর্ড আজও বলিউডের কেউ ভাঙতে পারেনি ৷ অন্যদিকে, তাঁর ব্যক্তি জীবনও ছিল ভীষণ চর্চিত ৷ রাজেশের শৈশবে তাঁর নাম ছিল যতীন অরোরা ৷ জন্ম অমৃতসরে ৷ এরপর চুন্নি লাল খান্না এবং লীলবতী খান্না তাঁকে দত্তক নেন ৷ ভাবী সুপারস্টারের পদবীতে জুড়ে যায় খান্না শব্দটি ৷ নাম অবশ্য় তখনও যতীনই ছিল । ছবির জগতে আসার পর তাঁর নাম বদল ঘটে ৷ সিনেমায় তাঁর অভিষেক 'আখরি খত' ছবির হাত ধরে ৷ সালটা ছিল 1966 ৷ এই ছয়ের দশকের শেষের দিকেই ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী অঞ্জু মাহেন্দ্রুর প্রেমে পড়েন রাজেশ ৷ সূত্রের খবর অনুযায়ী প্রায় সাতবছর স্থায়ী হয়েছিল তাঁদের এই সম্পর্ক ৷

এরপর বিখ্য়াত ছবি 'ববি' মুক্তির ঠিক আগে 1973 সালের মার্চ মাসে তিনি ডিম্পল কাপাডিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ৷ অভিনেত্রী ডিম্পেল এবং রাজেশের দুই কন্যা হলেন হলেন টুইঙ্কল এবং রিঙ্কি ৷ তবে রাজেশের জীবনে এই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি ৷ খবর অনুযায়ী দু'জনের ব্যস্ততাই ছিল সম্পর্ক ভাঙার প্রধাণ কারণ ৷ একইসঙ্গে তিক্ত হয়ে উঠেছিল তাঁদের দাম্পত্য় জীবনও ৷ 1984 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় ৷ তবে এরপরেও বিভিন্ন পার্টিতে এবং নির্বাচনী প্রচারে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ৷

165টি ছবিতে কাজ করেছিলেন রাজেশ ৷ শুধু পর্দায় নয় ব্যক্তিজীবনেও তিনি ছিলেন একইরকম রোম্যান্টিক ৷ আটের দশকে আবারও জনপ্রিয় অভিনেত্রী টিনা মুনিমের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েন রাজেশ ৷ তবে এই সম্পর্কও স্থায়ী হয়নি ৷ টুইঙ্কল আজ তাঁর বাবার কথা টেনে এনে যে লাইনটি লিখেছেন তা হল,"একটি তিক্ত-মধুর জন্মদিন এবং তার স্মৃতি আজীবন ভাগ করে নেওয়া(HBD Rajesh Khanna Twinkle Khanna) ৷" এই 'তিক্ত-মধুর' শব্দটিই রাজেশের জীবন কাহিনির ব্যক্তিগত অধ্যায়টুকু তুলে ধরতে যথেষ্ট তা বলাই বাহুল্য ৷ 1992 সালে রাজেশ পা দেন রাজনীতিতেও ৷ কংগ্রেসের হয়ে নির্বাচনী জয়ের পর লোকসভার সাংসদ হন ৷

আরও পড়ুন: ইকো পার্কে বাতিল অরিজিতের অনুষ্ঠান ! রাজনীতি নেই বলে দাবি ফিরহাদের, তোপ বিজেপির

টুইঙ্কল নিজেও অভিনয় জগতে পা রেখেছিলেন তবে বর্তমানে আর তাঁকে অভিনয়ে দেখা যায় না ৷ তিনি মন দিয়েছেন লেখালেখিতেই ৷ তাঁর প্রথম নন ফিকশন 'মিসেস ফানিবোনস'-ই ছিল বেস্ট সেলার ৷ এরপর তাঁর দ্বিতীয় বই 'দ্য লেজেন্ড অব লক্ষী প্রসাদ' থেকে তৈরি হয় জাতীয় পুরস্কার বিজয়ী ছবি 'প্যাড ম্যান' ৷ ছবিতে অভিনয় করেছিলেন টুইঙ্কলের স্বামী অক্ষয়ই ৷ নয়ের দশকে 'বর্ষাত' ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন টুইঙ্কল ৷ বাবা রাজেশের ঝুলিতে যেমন রয়েছে লাইফ টাইম 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফর অ্যাচিভমেন্ট' এবং বিএফজেএ পুরস্কার তেমনই কন্য়ার ঝুলিতেও পুরস্কারের সংখ্যা কম নয় ৷ জিতে নেন 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল ডেবিউ' ৷

Last Updated : Dec 29, 2022, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.