ETV Bharat / entertainment

Radhika-Saheb New Film: গৃহবধূ রাধিকাই গোপন এজেন্ট, হাজির 'মিসেস আন্ডারকভার' ছবির ট্রেলার

author img

By

Published : Mar 30, 2023, 7:36 PM IST

Updated : Mar 31, 2023, 12:59 PM IST

মুক্তি পেল রাধিকা আপ্তে এবং সুমিত ব্যাসের নতুন ছবি 'মিসেস আন্ডারকভার'-এর ট্রেলার ৷ 14 এপ্রিল শুরু হতে চলেছে ছবির স্ট্রিমিং ৷

Radhika Saheb New Film
মুক্তি পেল মিসেস আন্ডারকভার ছবির ট্রেলার

হায়দরাবাদ, 30 মার্চ: ওয়েব আর থ্রিলার সর্বদা হাত ধরাধরি করেই চলে ৷ এবার আরও একটি রোমাঞ্চকর গল্প আসতে চলেছে ওটটিতে ৷ ছবির নাম 'মিসেস আন্ডারকভার' ৷ অনুশ্রী মেহেতা পরিচালিত এই ছবিতে দেখানো একজন আন্ডার কভার এজেন্টের কাহিনি ৷ এই চরিত্রেই অভিনয় করতে চলেছেন রাধিকা আপ্তে ৷ রাধিকা সাধারণত একটু অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন ৷ এই ছবিতে তিনি অভিনয় করেছেন একজন গৃহবধূর চরিত্রে ৷ তবে তার আরও একটি দিক রয়েছে ৷ একসময় সে ছিল একজন আন্ডার কভার এজেন্ট ৷ এরই মাঝে শহরে বেশকিছু রহস্য় খুন শুরু হয় ৷ টার্গেট হন মূলত অসহায় নারীরা ৷ এই রহস্য় ঘনীভূত হতেই ডাক পড়ে রাধিকার ৷

কিন্তু সমস্যা হচ্ছে রাধিকা এখন আর সেই এজেন্ট নেই ৷ না আছে তার পুরনো ফিটনেস ৷ ছেলের ইউনিট টেস্ট, স্বামী আর শাশুড়িকে নিয়েই সে ব্যস্ত ৷ এবার কোন দিকে বাঁক নেবে, গল্প জানা যাবে 14 এপ্রিল ৷ এদিনই ওটিটিতে স্ট্রিমিং শুরু হতে চলেছে এই ছবির ৷ ছবিতে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, সুমিত ব্যাস, রাজেশ শর্মা, লাবণী সরকার-সহ আরও অনেকে ৷ ট্রেলার দেখেই বোঝা যায়, 'মিসেস আন্ডারকভার' এক নারীর সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার জার্নিকে তুলে ধরতে চলেছে ৷ এই ছবিতেও রাধিকাকে দেখা যাবে একটি বিশেষ বার্তা দিতে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আসলে 'মিসেস আন্ডারকভার' এক ঘরোয়া নারীর অসুর দলনী দুর্গা হয়ে ওঠার কাহিনি ৷ রাধিকা ভালোবাসেন শক্তিশালী নারী চরিত্র ৷ সেরকমই একটি চরিত্রে এবারও নিজেকে ঢালতে চলেছেন তিনি ৷ আবির সেনগুপ্ত, বরুণ বাজাজ এবং অনুশ্রী মেহেতার প্রযোজনায় এই ছবি আসতে চলেছে 'জি5'-এ ৷ ছবির গল্পও নিজেই লিখেছেন পরিচালক ৷ ঝলক দেখেই বোঝা যায়, গল্পে রয়েছে প্রচুর হাসির খোরাক ৷ একইসঙ্গে থাকবে রহস্য় উদ্ধারের চাবি কাঠিও ৷

আরও পড়ুন: কোন ছবির কাজে কলকাতা ছেড়ে উড়ে গেলেন আলেকজান্দ্রা টেইলর?

Last Updated :Mar 31, 2023, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.