ETV Bharat / entertainment

সাফল্যের শিখরে 'সালার', সাকসেস পার্টিতে প্রভাস-প্রশান্ত

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 8:15 PM IST

Salaar success bash: ছবির ঝুলিতে এসেছে 700 কোটি টাকা ৷ ফলে পার্টি তো বনতা হ্যায় ৷ বেঙ্গালুরুতে 'সালার' ছবির সাকসেস পার্টিতে তারকাদের হাট ৷ প্রশান্ত নীল, প্রভাস, শ্রুতি হাসান পার্টিতে কাড়লেন নজর ৷

Etv Bharat
'সালার' ছবির সাকসেস পার্টি

হায়দরাবাদ, 13 জানুয়ারি: একের পর একের ফ্লপের পর ব্লকব্লাস্টার হিট ছবি উপহার দিয়েছেন দক্ষিণী তারকা প্রভাস ৷ 'সালার পার্ট-1 সিজফায়ার' বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে ৷ ছবির সাফল্যে বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড পর্টির ৷ পরিচালক প্রশান্ত নীল, প্রভাস ছাড়াও সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন শ্রুতি হাসান, জগপতি বাবু-সহ একাধিক তারকা ৷

সাকসেস পার্টির একাধিক ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল ৷ পাশাপাশি শ্রুতি হাসান-সহ অনেক তারকাই গ্র্যান্ড সেলেব্রেশনের ঝলক শেয়ার করেছেন সোশাল হ্যান্ডেলে ৷ ছবিতে দেখা গিয়েছে, পার্টিতে প্রভাস পরেছিলেন কালো রঙের পোশাক ৷ অর্থাৎ কালো টি-শার্টের সঙ্গে ম্যাচিং ব্লেজার ও প্যান্ট ৷ সঙ্গে হলুদ রঙের চশমা বাহুবলি তারকার স্টাইল বাড়িয়ে দেয় অনেকটাই ৷

পাশাপাশি, 'সালার'-এর অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজেও বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে ৷ যেখানে অনুষ্ঠানের ভেন্যু কীভাবে সাজানো হয়েছিল তা তুলে ধরা হয় ৷ ছবিতে দেখা যায়, ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে সাকসেস পার্টির থিমে রাখা হয়েছিল কালো রঙের ব্যবহার ৷

শ্রুতি হাসান ইন্সটাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে লেখেন, " নিজেকে কখনও উমপার মতো ট্রিট হতে দিয়ো না ৷ ডার্লিং তুমি তো বিরিয়ানি ৷" উল্লেখ্য, 'ডার্লিং' আসলে প্রভাসের নিকনেম যা তাঁর অনুরাগীরা তাঁকে দিয়েছেন ৷ আর দক্ষিণী তারকাও তাঁর অনুরাগীদের 'ডার্লিং' বলেই সম্বোধন করেন ৷

এর আগে পরিচালক প্রশান্ত নীল ও প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের প্রধান বিজয় কিরগানদুরকে দেখা গিয়েছে কর্ণাটকের ম্যাঙ্গলোরে দুর্গাপরমেশ্বরী মন্দিরে পুজো দিতে ৷ উল্লেখ্য, সালার মুক্তির র গ্লোবাল বক্সঅফিসে আয় করেছে 700 কোটি টাকা ৷ এবার এই ছবির পরবর্তী পার্ট অর্থাৎ 'সালার পার্ট 2-সৌরাঙ্গা পারভম' তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ 'বাহুবলি' 1 ও 2-এর পর প্রভাসের ফিল্মি কেরিয়ারে 'সালার' গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ৷

আরও পড়ুন:

1. 'অন্নাপূর্ণী' বিতর্ক অব্যাহত, ছবির পক্ষে-বিপক্ষে লড়াই নেটিজেনদের

2. দেখতে অনেকটা হৃতিকের মতো, হাতে হাত রেখে মুম্বইয়ের রাস্তায় কার সঙ্গে কঙ্গনা!

3. এআর রহমানের গাড়ি আটকালেন বিদেশি অনুরাগী, তারপর যা হল দেখুন ভিডিয়োয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.