ETV Bharat / entertainment

Sonu Nigam: লাইভ কনসার্টে সোনু নিগমের ওপর 'হামলা', অভিযোগের তির বিধায়ক পুত্রের দিকে

author img

By

Published : Feb 21, 2023, 10:09 AM IST

Updated : Feb 21, 2023, 2:09 PM IST

Singer Sonu Nigam allegedly beaten by Shiv Sena Leader's son in Chembur
সোনু নিগমের ওপর হামলার অভিযোগ দায়ের স্থানীয় এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে

সোনু নিগমের ওপর হামলার অভিযোগ দায়ের স্থানীয় এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে ৷ মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের হয়েছে অভিযোগ (Sonu allegedly beaten by Shiv Sena Leader son )৷

সোনু নিগমের ওপর হামলার অভিযোগ দায়ের স্থানীয় এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে

মুম্বই, 21 ফেব্রুয়ারি: সোনু নিগমের লাইভ কনসার্টে তাঁর ওপর 'হামলা এবং 'অভব্য আচরণের' অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ সোমবার মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের করা হয়েছে এই রিপোর্ট ৷ গায়কের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে 323, 341 এবং 337 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এই ব্যক্তির নাম স্বপ্নিল ফাতারপেকার ৷ আর স্বপ্নিল স্থানীয় শিবসেনা বিধায়কের পুত্র (Sonu allegedly beaten by Shiv Sena Leader son ) ৷

স্থানীয় পুলিশের ডিসিপি হেমরাজসিংহ রাজপুত জানান, কনসার্টের পর সোনু যখন মঞ্চ থেকে নামছিলেন, তখন একজন ব্যক্তি তাঁকে ধরার চেষ্টা করেন ৷ সোনু আপত্তি জানালে তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা আরও দু'জনকে সিঁড়ি থেকে ধাক্কা দেয় অভিযুক্ত ৷ আর এই ঘটনায় যিনি বেশ চোট পান তাঁর নাম রব্বানি ৷

কর্মকর্তাদের মতে, মুম্বইয়ের চেম্বুর থানায় এরপর একটি অভিযোগ দায়ের করেন সোনু ৷ যদিও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ৷ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সোনু জানান, কনসার্টের পর তিনি যখন মঞ্চ থেকে নামছিলেন তখন এক ব্যক্তি তাঁকে ধরার চেষ্টা করে ৷ তারপর তাঁকে বাঁচাতে আসা হরি এবং রব্বানিকেও ধাক্কা দেয় সে ৷ ফলত সোনুও সিঁড়ি থেকে পড়ে যান ৷ ঘটনা একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷

'সোনুর ওপরে হামলা'র ঘটনা নিয়ে মুখ খুলতে গিয়ে ডিসিপি হেমরাজসিংহ আরও বলেন, "আমরা সোনুজির সঙ্গে এই নিয়ে কথা বলেছি ৷ এখনও পর্যন্ত আমরা তেমন কোনও প্রমাণ পাইনি ৷ অভিযুক্ত হয়তো বা সোনুজির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিল... তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখব ৷"

আরও পড়ুন: অনুষ্ঠান চলাকালীন ছুটে এসে মঞ্চে রণবীরকে জড়িয়ে ধরলেন অনুরাগী, তারপর ?

তবে অন্যদিকে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও জানিয়েছেন ওই ব্যক্তি সোনুর ওপর হামলা করতে চায়নি ৷ বরং সে ছবিই তুলতে চেয়েছিল ৷ তাঁর এএনআই-কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, স্থানীয় এক বিধায়ক পুত্র একটি সেলফির জন্য়ে সোনু নিগমের কাছে যাওয়ার চেষ্টা করছিল ৷ সেসময় তার পরিচয় না জেনে তাকে বাধা দেন দেহরক্ষীরা ৷ পরে সেই দেহরক্ষী এবং বিধায়ক পুত্রের মধ্য়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় ৷ সেসময় দুএকজন ব্যক্তি মঞ্চ থেকে পড়ে যান ৷ তাই তাঁর মতে এটা কোনও হামলার ঘটনা নয় ৷

Last Updated :Feb 21, 2023, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.