ETV Bharat / entertainment

Pathaan in Kashmir Valley: পাঠানের কামাল, 32 বছর বাদে কাশ্মীর 'হাউজফুল'

author img

By

Published : Jan 27, 2023, 9:40 AM IST

Updated : Jan 27, 2023, 10:20 AM IST

কাশ্মীরে 32 বছর পর সিনেমা হলের বাইরে দেখা গেল হাউসফুল সাইন বোর্ড ৷ কিং খানের 'পাঠান' এক অনন্য় রেকর্ড গড়ল উপত্যকায় (Pathaan breaks record in Kashmir Valley)৷

Etv Bharat
কাশ্মীরে 32 বছর পর সিনেমা হলের বাইরে দেখা গেল হাউসফুল সাইন বোর্ড

হায়দরাবাদ, 27 জানুয়ারি: প্রথমদিনেই বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছে কিং খানের 'পাঠান' ৷ শাহরুখ-দীপিকার ছক ভাঙা এই ছবি প্রথম দিনেই ধুলিসাৎ করেছে অনেকের রেকর্ড ৷ এবার আরও একটি দুরন্ত রেকর্ড গড়ল এই ছবি ৷ কাশ্মীরে 32 বছর পর সিনেমা হলের বাইরে ঝুলল হাউসফুল সাইন বোর্ড ৷ সৌজন্যে সেই কিং খানের 'পাঠান' ৷ বলিউডের বেতাজ বাদশাহ বুঝিয়ে তাঁর চওড়া কাঁধে ভর দিয়ে ফের একবার তার হারানো আসন ফিরে পেতে চলেছে বলিউড ৷ প্রথম দিনেই ছবির আয় ছিল 55 কোটি টাকা ৷ আর তাতে যোগদান রয়েছে সমতল থেকে উপত্যকা কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত ভারতের ৷ সোশাল মিডিয়ার মাধ্যমে এই খবরটি প্রকাশ্যে এনেছে আইনক্স লিজার লিমিটেড (Pathaan breaks record of 32 years) ৷

আইনক্স লিজার লিমিটেড তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে, 'আজ পাঠান-এর উন্মাদনা সারা দেশকে গ্রাস করেছে । আমরা কিং খানের কাছে কৃতজ্ঞ ৷ 32 বছর পর, তাঁর এই ছবির কারণে, আমরা কাশ্মীর উপত্যকায় সিনেমা হলের বাইরে ফের হাউসফুল সাইন বোর্ড দেখতে পেলাম । ধন্যবাদ (Pathaan breaks record in Kashmir Valley)।'

  • What a feeling to play hosts to lakhs of fans on the #PathaanDay! The craze for #Pathaan is overwhelming! Thanking all the fans across India for making it the biggest ever opening day performance for any Hindi film! Keep the celebrations going! Get your tickets for #Pathaan now! pic.twitter.com/xSuCnCEx8I

    — INOX Leisure Ltd. (@INOXMovies) January 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি অভিনেতা অনু কাপুর

শুধু তাই নয়, আইনক্স টুইটার হ্য়ান্ডেলে একটি ভিডিয়োও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে পাঠান নিয়ে ঠিক কতটা উত্তেজিত সাধারণ কিং খান অনুরাগীরা ৷ তাঁরা কেক কাটছেন, সেলিব্রেট করছেন শাহরুখের এই দুরন্ত সাফল্য ৷ 1990 সালে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার কারণে কাশ্মীরে সিনেমা হলগুলি একেবারে বন্ধ হয়ে যায় ৷ যদিও এরপর সিনেমা হলগুলি খোলার চেষ্টা হয়েছিল । ফের গ্রেনেড বিস্ফোরণের জেরে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় ৷ 1999 সালে ফারুক আবদুল্লাহ সরকার সিনেমা হল খোলার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু রিগাল সিনেমা হলে প্রথম শো চলাকালীনই সন্ত্রাসী হামলা চালানো হয় ফলে ফের একবার বন্ধ হয়ে প্রেক্ষাগৃহ খোলার পরিকল্পনা ৷

এভাবেই বারবার বন্ধ হয়ে গিয়েছে সিনেমা হল খোলার চেষ্টা ৷ শেষবার শ্রী নগরে 'শোলে' ছবির একটি শো হাউসফুল হয়েছিল বলে খবর ৷ তারপর এই কৃতিত্ব গড়ল 'পাঠান' ৷ যা হিন্দি সিনেমার ক্ষেত্রে বড় নজির স্থাপন করেছে ৷ প্রথম দিনের আয় দেখেই সমালোচকরা জানিয়েছিলেন এই ছবি খুব তাড়াতাড়ি 100 কোটির ক্লাবে ঢুকে পড়বে ৷ বিশ্বব্যাপী আয়ের নিরিখে অবশ্য় ইতিমধ্য়েই 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে 'পাঠান' ৷

Last Updated : Jan 27, 2023, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.