ETV Bharat / entertainment

Parineeti Chopra: পাপারাৎজিদের উপর চটলেন পরিণীতি, ভাইরাল অভিনেত্রীর মন্তব্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 10:05 PM IST

পাপারাৎজিদের উপর চটে গেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ মুম্বইয়ে চিত্রগ্রাহকদের বারণ করা সত্ত্বেও ছবি ও ভিডিয়ো তোলায় বিরক্ত হন 'ইশকজাদে' অভিনেত্রী ৷ সেই ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে ৷

Etv Bharat
চিত্রগ্রাহকদের উপর চটলেন পরিনীতি

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: মধু যেখানে, মৌমাছি তো সেখানে থাকবেই ! একথা বর্তমানে সঠিকভাবে প্রযোজ্য বলিউড তারকা ও পাপারাৎজিদের ক্ষেত্রে ৷ মায়ানগরী মুম্বইতে তারকাদের ঝলমলে উপস্থিতি বা তাঁদের বিশেষ মুহূর্ত সবসময় ধরা পড়ে শাটারবাগসদের লেন্সে ৷ পার্টি থেকে ছবি স্ক্রিনিং অথবা এয়ারপোর্ট, তারকাদের ক্যামেরাবন্দি করার কোনও সুযোগ হাতছাড়া করেন না চিত্রগ্রাহকরা ৷ তেমনই সম্প্রতি মুম্বইয়ের এক জায়গায় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ তবে এবার বিষয়টা গড়িয়েছে খারাপের দিকে ৷ কারণ 'শুদ্ধ দেশি রোমান্স' অভিনেত্রীর মতে, সেই সকল চিত্রগ্রাহকরা 'নিমন্ত্রিত' ছিলেন না ৷

সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, 'উঁচাই' অভিনেত্রী গাড়ি থেকে নামতেই পাপারাৎজিরা ছবি তুলতে শুরু করেন ৷ ভিডিয়ো করতে শুরু করেন ৷ ডোরাকাটা টি-শার্টের সঙ্গে ব্লু জিন্স পরে পরিণীতি গাড়ি থেকে নেমে চিত্রগ্রাহকদের অনুরোধ করেন, তাঁর ছবি না-তোলার জন্য ৷ কিন্তু কথা কানে তোলেন না পাপারাৎজিরা ৷ তাঁরা ক্রমাগত ছবি ও ভিডিয়ো নিতেই থাকেন ৷ এমনকী, তাঁকে দাঁড়িয়ে পোজ দিতেও বলেন ৷ আর তাতেই মেজাজ হারান 'ইশকজাদে' অভিনেত্রী ৷

এরপরেই তিনি পাপারাৎজিদের উদ্দেশ্যে বলতে থাকেন, "আমি আপনাদের ডাকিনি ৷ আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এবার ছবি তোলা বন্ধ করুন ৷ প্লিজ ছবি তুলবেন না ৷" এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে আসার পরেই মুহূর্তে ছড়িয়ে পড়ে ৷ নেটিজেনদের নেতিবাচক মন্তব্য আসতে থাকে ঝড়ের মতো ৷ কেউ বলেন, "সত্যিই তিনি খুব বিরক্তিকর ৷" আবার একজন শকিং ইমোজি দিয়ে লিখেছেন, "যেন পরী !"

আরও পড়ুন: ফের পর্দায় 'সিংঘম' অজয়, সঙ্গী 'সিম্বা' ও 'সূর্যবংশী', ছবি শেয়ার পরিচালক রোহিতের

উল্লেখ্য, অক্ষয় কুমারের সঙ্গে পরিণীতিকে দেখা যাবে পরবর্তী ছবি 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবিতে ৷ টিনু সুরেশ দেশাই পরিচালিত এই ছবি তৈরি হয়েছে সত্যি ঘটনা অবলম্বনে ৷ 1989 সালে পশ্চিমবঙ্গের রানিগঞ্জ কয়লাখনিতে আচমকা জল ঢুকে পড়ায় মৃত্যু হয়েছিল অনেক শ্রমিকের ৷ আবার অনেক শ্রমিককে সাহস ও বুদ্ধির সঙ্গে রক্ষা করাও সম্ভব হয়েছিল ৷ সেই ঘটনায় তুলে ধরা হয়েছে ছবিতে ৷ 6 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.