ETV Bharat / entertainment

Parambrata Childrens Day Celebration: 'নোটারি'-র শিশুশিল্পীদের সঙ্গে শিশু দিবস উদযাপনে পরমব্রত

author img

By

Published : Nov 14, 2022, 3:04 PM IST

'নোটারি'-র সহযোগী শিশুশিল্পীদের নিয়ে শিশু দিবস পালনে মেতে উঠলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ৷ নিজেই সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করলেন তিনি ৷

Parambrata Childrens Day  Celebration
'নোটারি'-র শিশুশিল্পীদের নিয়ে শিশু দিবস পালনে মাতলেন পরমব্রত

কলকাতা, 14 নভেম্বর: জাতীয় শিশু দিবসে মেতে উঠেছেন তারকারাও ৷ এবার একটু অন্যভাবে এই দিনটি উদযাপনে মেতে উঠলেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্য়ায় ৷ বাংলার পাশাপাশি হিন্দি ছবি এবং ওয়েবেও বেশ পরিচিত মুখ তিনি ৷ তাঁকে ইতিমধ্য়েই দেখা গিয়েছে 'কৌন প্রবীন তাম্বে','আরণ্যক'-এর মতো বেশ কিছু ওয়েব প্রজেক্টে ৷ আবার বাংলাতেও তিনি বড় পর্দায় এসেছেন 'বৌদি ক্য়ান্টিন'-এর মতো ছবি নিয়ে ৷ ছবির পরিচালকও ছিলেন পরম নিজেই (Parambrata Chatterjee New Film)৷ এখন তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'নোটারি'-র শ্যুটিং নিয়ে ৷

এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন হরভজন সিংহের স্ত্রী গীতা বসরার সঙ্গে(New Film Notary ) ৷ এবার এই ছবির সেটে শিশু দিবসে মেতে উঠলেন অভিনেতা ৷ সেটে তাঁর সহযোগী শিশুশিল্পীদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করলেন তিনি ৷ তাদের মধ্যে কাউকে যেমন দেখা গেল তাঁর ঘাড়ের ওপর উঠে পড়তে তেমনই কেউ কেউ খেলাতেও মাতল পরমের সঙ্গে(Childrens Day With child actors of Notary ) ৷ ছবির সেট থেকে সোমবার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন পরম নিজেই(Parambrata Chattopadhyay Celebrates Childrens Day) ৷

আরও পড়ুন: শিশু দিবসে দেখবেন কোন কোন ছবি ? রইল তালিকা

ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, "আজ শিশু দিবসে 'নোটারি'-এর সেট থেকে আমার অসাধারণ সহশিল্পীদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করছি ৷ এদের সঙ্গে থাকতেই আমি অন্যদের থেকে বেশি পছন্দ করি ৷" এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন পবন ওয়াদেয়র ৷ 'নোটারি'-এর প্রায় ছ'বছর পর ফের একবার পর্দায় কামব্যাক করছেন গীতা বসরা ৷ এর আগে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷ অভিনেত্রী তথা ক্রিকেটার হরভজন সিং'য়ের স্ত্রী গীতা বসরাকে (Bhajjis wife Geeta Basra) শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'ভাইয়াজি সুপারহিট' এবং 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড'-এর মতো ছবিগুলিতে (Geeta Basra Films)৷ এই ছবিটি ঠিক কবে পর্দায় আসতে চলেছে, তা অবশ্য় এখনও জানাননি নির্মাতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.