ETV Bharat / entertainment

Uttara Baokar Passes Away: মৃণাল সেনের নায়িকা উত্তরা বাওকারের জীবনাবসান, বয়স হয়েছিল 79

author img

By

Published : Apr 13, 2023, 12:44 PM IST

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী উত্তরা বাওকারের জীবনাবসান ৷ দীর্ঘ অসুস্থতার পর 79 বছর বয়সে প্রয়াত হলেন তিনি ৷

Uttara Baokar Passes Away ETV Bharat
উত্তরা বাওকারের জীবনাবসান

পুনে, 13 এপ্রিল: প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেত্রী তথা নাট্যশিল্পী উত্তরা বাওকার ৷ দীর্ঘ অসুস্থতার পরে মঙ্গলবার মহারাষ্ট্রের পুনেতে তাঁর জীবনাবসান হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ তাঁর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত এক বছর ধরে অসুস্থ এই শিল্পী মঙ্গলবার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বুধবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।

তিনি এক ভাই ও বোনকে রেখে গিয়েছেন ৷ দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন উত্তরা বাওকার । অবশেষে হার মানলেন শিল্পী ৷ বাওকার মৃণাল সেনের এক দিন আচানক-এ একজন অধ্যাপকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন । এই ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছিল সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় পুরস্কার ।

মারাঠি এবং হিন্দি উভয় সংস্করণের ছবিতেই বাওকার তাঁর বহুমুখী প্রতিভার পরিচয় রাখেন । উমরাও জানের মতো নাটকে তাঁর দাপুটে অভিনয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল দর্শকদের মধ্যে । তিনি জয়ন্ত দলভির মারাঠি নাটক সন্ধ্যাছায়া-এর কুসুম কুমারের হিন্দি সংস্করণ পরিচালনা করেছেন ।

ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রী ছিলেন উত্তরা বাওকার ৷ 1984 সালে তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান । পরে তিনি স্কুলে অধ্যাপকের দায়িত্ব সামলেছেন । মুখ্যমন্ত্রীর পদ্মাবতী, মেনা গুর্জারিতে মেনা, শেক্সপিয়রের ওথেলো-তে ডেসডেমোনা এবং নাট্যকার গিরীশ কার্নাডের তুঘলকে মা-সহ বিভিন্ন নাটকে বাওকার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন । গোবিন্দ নিহলানির তামস চলচ্চিত্রে তাঁর অভিনয় বাওকারকে বিশেষ খ্যাতি এনে দিয়েছিল ।

চলচ্চিত্র নির্মাতা সুনীল সুকথাঙ্কর বলেছেন যে, তিনি বাওকারের সঙ্গে প্রায় আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ৷ তাঁর দীর্ঘদিনের সহযোগী সুমিত্রা ভাবে প্রয়াত শিল্পীকে এমন একজন অভিনেত্রী হিসাবে গণ্য করেন যিনি শক্তিশালী মহিলা চরিত্রগুলি চিত্রিত করতে পারেন । সুমিত্রা ভাবে বলেন, "তিনি চলচ্চিত্রে বিভিন্ন ধরনের নারী চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি একজন সুশৃঙ্খল অভিনেত্রী ছিলেন ।"

আরও পড়ুন: আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, অভিনন্দন শাহরুখের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.