ETV Bharat / entertainment

Sandipta Web Series Nashtaneer: আসছে নতুন ওয়েব সিরিজ 'নষ্টনীড়', মুখ্য চরিত্রে সন্দীপ্তা সেন

author img

By

Published : Apr 22, 2023, 2:02 PM IST

আসছে নতুন ওয়েব সিরিজ 'নষ্টনীড়' । অদিতি রায়ের পরিচালনায় সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেনকে ৷

Sandipta Web Series Nashtaneer
নতুন ওয়েব সিরিজ নষ্টনীড়

কলকাতা, 22 এপ্রিল: হইচইয়ে আসছে নতুন ওয়েব সিরিজ 'নষ্টনীড়' । এক নারীর জীবনকো কেন্দ্র করেই গড়ে উঠবে এই নতুন 'নষ্টনীড়'-এর কাহিনি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা সেন । তাঁর চরিত্রের নাম অপর্ণা । ইতিমধ্য়েই এসে গিয়েছে এই নতুন ওয়েব সিরিজের ফার্স্ট লুক । অদিতি রায়ের পরিচালনায় এই গল্পের নায়িকা তার পরিবারের প্রতি সচেতন । হঠাতই একদিন ঝড় ওঠে অপর্ণা এবং তার পরিবারে । কিন্তু কেন? জানতে হলে দেখতে হবে এই সিরিজ ।
অপর্ণার চরিত্রে রয়েছেন সন্দীপ্তা সেন । আর সন্দীপ্তার স্বামী ঋষভের চরিত্রে সৌম্য বন্দ্যোপাধ্যায় । গোধূলির চরিত্রে অঙ্গনা রায় । সৌম্যর ভূমিকায় আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় । নম্রতার চরিত্রে রুকমা রায় অভিনয় করছেন । সন্দীপ্তা সেন বলেন, "নিজেকে যে কোনও রকমের চরিত্রে ভাঙতে গড়তে আমার ভালো লাগে । আর এরকম শক্তিশালী চরিত্র হলে তো আরও ভালো লাগে । এই সিরিজে আমার লুকটাও দুর্দান্ত । আগে যে সব চরিত্র আমি করেছি তার থেকে এই সিরিজে আমাকে একেবারে আলাদা দেখতে লাগবে । অপর্ণা ভীষণ চ্যালেঞ্জিং ক্যারেক্টার । "

Sandipta Web Series Nashtaneer
আসছে সন্দীপ্তা সেনের নতুন ওয়েব সিরিজ নষ্টনীড়
পরিচালক অদিতি রায় বলেন, "আমি যখন প্রথম গল্পটা শুনি তখনই বুঝি এটা এখনকার সামাজিক গল্প । শুধু সামাজিক নয় সমাজের গভীর অনুভূতির গল্প । অপর্ণার সংগ্রাম উঠে আসবে সিরিজে । কবে নাগাদ স্ট্রিমিং শুরু সেটা এখনও বলা যাচ্ছে না । " উল্লেখ্য, এই 'নষ্টনীড়'-এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়'-এর কোনও সম্পর্ক নেই ।

সন্দীপ্তা এখন বাংলা বিনোদন জগতের বেশ পরিচিত মুখ ৷ এর আগে দিতিপ্রিয়ার সঙ্গে হইচই-এর প্রজেক্ট বোধন-এ কাজ করেছিলেন তিনি ৷ পাশাপাশি এই প্রথম একেনবাবুর সঙ্গেও সম্পর্ক গড়ে উঠল সন্দীপ্তার । 'দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান' ছবিতে মিউজিয়াম কিউরেটরের চরিত্রে অভিনয় করেছেন তিনি । তাঁর এই চরিত্রটিতেও বেশ অনেকগুলি শেড দেখা গিয়েছে ৷ যা মন টেনেছে দর্শকদের ৷


আরও পড়ুন: 'তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক মাস্ক', ব্লু টিক ফিরে পেয়ে রসিকতা বচ্চনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.