ETV Bharat / entertainment

New Film Maa Sarada: মা সারদার জীবনকাহিনী নির্ভর ছবিতে গান গাইবেন তাঁরই পৌত্র মঙ্গলময় মুখোপাধ্যায়

author img

By

Published : Jul 1, 2022, 5:11 PM IST

Updated : Jul 1, 2022, 7:34 PM IST

New Film Maa Sarada
মা সারদার জীবন নির্ভর ছবিতে গান গাইবেন তাঁরই পৌত্র মঙ্গলময় মুখোপাধ্যায়, সারলেন রেকর্ডিং

পরিচালক টুটুল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বড় পর্দায় নির্মাণের পথে মা সারদার জীবনকাহিনী নির্ভর বাংলা ছবি 'মা সারদা' (New Bengali Film Maa Sarada)। এই ছবিতে গান গাইবেন সারদামণির পৌত্র মঙ্গলময় মুখোপাধ্যায় ।

কলকাতা, 1 জুলাই: অনেক বাণীর মাঝেও তাঁর একটি বাণী কোনওদিন ভুলতে পারবেন না কেউই ৷ তা হল 'আমি সৎ-এরও মা অসৎ-এরও মা' ৷ কারণ সারাদাদেবী কোনও ভয়াল সন্ন্যাসীনি নন, তিনি শুধুই 'মা' ৷ সকলেই তাঁর সন্তান, সে চোরই হোক বা আইনের রক্ষক ৷ ছোটপর্দায় মা সারদার কাহিনী উঠে এসেছে ঠিকই, তবে সেভাবে দেখা মেলেনি বড় পর্দায় । এবার সেই অপূর্ণতাও সম্পূর্ণ হতে চলেছে । বড় পর্দায় নির্মাণের পথে মা সারদার জীবনকাহিনি নির্ভর বাংলা ছবি 'মা সারদা'। পরিচালক টুটুল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বড় পর্দায় এবার সারদা মায়ের জীবনকাহিনী (New Bengali Film Maa Sarada)

মায়ের ছোটবেলা থেকে বৃদ্ধা বয়সের বিভিন্ন গল্প উঠে আসবে এই ছবিতে । তাঁকে ঘিরে ঘটে যাওয়া নানান অলৌকিক ঘটনাও বন্দি করা হবে ছবিতে । মায়ের দক্ষিণেশ্বরে আগমন এবং আসার পথে ডাকাতদের সঙ্গে তাঁর মোলাকাত পর্বের সত্য ঘটনাও উঠে আসবে ছবিতে । কখনও জগদ্ধাত্রী, কখনও মা কালী রূপে ধরা দেবেন তিনি । কীভাবে তিনি হয়ে উঠলেন জগতজননী, তাও উঠে আসবে এই গল্পে ।

ছবির চিত্রনাট্যও লিখেছেন টুটুল বন্দ্যোপাধ্যায় স্বয়ং । এই ছবিতে গান গাইবেন সারদামণির পৌত্র মঙ্গলময় মুখোপাধ্যায় । গানের রেকর্ডিং-ও সেরে ফেললেন তিনি । তিনি ছাড়াও গান গেয়েছেন মুম্বইয়ের পামেলা জৈন, সনজিৎ মণ্ডল এবং স্নিগ্ধা দাস । গান লিখেছেন স্নিগ্ধা দাস আর সুর দিয়েছেন নির্ভীক গোস্বামী । 'চক্র প্রোডাকশন'-এর ব্যানারে আসবে এই ছবি। খোঁজ চলছে অভিনেতা-অভিনেত্রীদের। সারদা মায়ের জীবননির্ভর ছবিতে গান এক বড় ভূমিকা পালন করবে। তাই গানের রেকর্ডিং আগেই সেরে নিলেন পরিচালক।

আরও পড়ুন : কমেডির মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে আসছে 'অংশুমান এমবিএ' কমেডির মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে আসছে 'অংশুমান এমবিএ'

নাকতলার আর জে স্টুডিয়োতে গানের রেকর্ডিং সারলেন সারদা পৌত্র । তাঁর কথায়, "আমার পিসি ঠাকুমা হন সকলের মা সারদা । 1260 সালের 8 পৌষ জয়রামবাটিতে তাঁর জন্ম । আমার ঠাকুরদা তাঁর সেজ ভাই । আমিও জয়রামবাটিতেই থাকি । এই ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশি । তার থেকেও বেশি খুশি ওনাকে নিয়ে বাংলা ছবি তৈরি হচ্ছে বলে ।"

Last Updated :Jul 1, 2022, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.