ETV Bharat / entertainment

New Film Kothay Tumi: নতুূন জুটির পাশে খরাজ-রজতাভ-শান্তিলাল, আসছে নতুন ছবি 'কোথায় তুমি'

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 7:17 PM IST

Rittika Sen New Film: বড় পর্দায় এবার প্রখ্যাত নাট্যকার জন গ্যালসওয়ার্দির 'জাস্টিস' নাটক অবলম্বনে নতুন ছবি 'কোথায় তুমি'। ছবিতে দেখা যাবে ঋত্বিকা সেন এবং নবাগত অভিনেতা টাব্বু ৷ ছবির পরিচালনা করেছেন আন্থনি জেন । কবে আসছে এই ছবি তা এখনও জানা যায়নি ৷

New Film Kothay Tumi
আসছে ঋত্বিকার নতুন ছবি কোথায় তুমি

কলকাতা, 16 সেপ্টেম্বর: বড় পর্দায় এবার আসতে চলেছে আরও একটি নতুন প্রেমের গল্প । জুটি বাঁধছেন অভিনেতা টাব্বু এবং বাংলার বেশ পরিচিত নায়িকা ঋত্বিকা সেন । একগুচ্ছ চেনা মুখ নিয়ে আসছে নতুন বাংলা ছবি 'কোথায় তুমি' । নাট্যকার জন গ্যালসওয়ার্দির 'জাস্টিস' নাটক অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির কাহিনি ৷

একগুচ্ছ চেনা মুখ নিয়ে এই ছবির পরিচালনা করেছেন পরিচালক আন্থনি জেন । ছবির বেশির ভাগ শুটিং হয়েছে উত্তরবঙ্গে । সঙ্গে অবশ্য় বেশ কিছুটা কলকাতাতেও শুটিং সেরেছেন নির্মাতারা । ছবিতে প্রেম জমবে টাব্বু ও ঋত্বিকার মধ্যে । অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আয়ুশি সিন্থিয়া-সহ আরও অনেককে।

New Film Kothay Tumi
উত্তর বঙ্গ এবং কলকাতা মিলিয়ে হয়েছে ছবির কাজ

সৌরভ নামে জনৈক তরুণকে কেন্দ্রে রেখে তৈরি হয়েছে এই ছবিটি ৷ সে পেশায় একজন কেরানি । তার রোজকার একঘেয়ে জীবনে হঠাৎ বসন্ত আসে ৷ প্রতিবেশী একটি মেয়ের প্রেমে পড়ে সে । কিন্তু সেই প্রেমে আসে অনেক ঘাত প্রতিঘাত ৷ বাস্তবে যেমন হয় ঠিক তেমনটাই উঠে আসে এই ছবিতে । এই দু'জনের হাতে হাত রেখে পথ চলার মাঝেও আসে এক ভয়ংকর বিপদ । যার ফল স্বরূপ ভেঙে যায় তাদের সম্পর্কের স্বপ্ন ৷ কোনও কিছুর বিনিময়েই ফিরিয়ে আনা যায়নি তাদের ভালোবাসাকে । এরপর কী হয়, সেটাই দেখার।
আরও পড়ুন: ছেলে আরিয়ানের পেপ টকেই মহাকাব্যিক কামব্যাক, অকপট শাহরুখ

পরিচালক আন্থনি জেন বলেন, "এক নির্মম সামাজিক ব্যবস্থা ফুটে উঠবে এই ছবিতে । আমাদের নায়ক টাব্বু ও নায়িকা ঋত্বিকা খুব সাপোর্টিভ । সব সিচ্যুয়েশনে মানিয়ে নিতে পারে । হিরো হিসেবে দারুণ অভিনয় করেছে টাব্বু । মনে হবে না এটা ওর দ্বিতীয় ছবি । এটা পুরোপুরি ডার্ক ছবি।"
ছবিটি মুক্তি পাবে 'ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট' ও 'পিপিএফ এন্টারটেইনমেন্ট'- এর যৌথ ব্যানারে । ছবিতে গান গেয়েছেন নাকাশ আজিজ আর অন্বেষা ৷ সঙ্গীত পরিচালনায় দেব সেন, গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.