ETV Bharat / entertainment

New Bengali Film: নভেম্বরে মুক্তির পথে কৌশিক-অপরাজিতার 'কথামৃত'

author img

By

Published : Oct 18, 2022, 8:01 AM IST

New Bengali Film
কৌশিক-অপরাজিতার 'কথামৃত'

আগামী 18 নভেম্বর মুক্তির পথে বাংলা ছবি 'কথামৃত' । এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে এই ছবি । ছবির পরিচালনা করেছেন পরিচালক জিত চক্রবর্তী (Jiit Chakraborty) ।

কলকাতা, 18 অক্টোবর: আগামী 18 নভেম্বর মুক্তির পথে বাংলা ছবি 'কথামৃত' । এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে এই ছবি । পরিচালনা করেছেন পরিচালক জিত চক্রবর্তী (Jiit Chakraborty) ।

প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) এবং অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) । ইতিমধ্যেই ছবির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে সামাজিক মাধ্যমে । ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় কথা বলতে পারেন না । তাই একটা ছোট্টো লাল ডায়েরিতে লিখে রাখেন তাঁর নিজের মনের সমস্ত কথা । সেই ডায়েরির নামই তিনি রেখেছেন 'কথামৃত' । ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে ।

আরও পড়ুন: বনেদিয়ানায় ভরপুর অপরাজিতা, লক্ষ্মীপুজোয় তাঁর বাড়ির হাঁড়ির খবর নিল ইটিভি ভারত

গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার এক আদর্শ দম্পতি হলেন সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য) । ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার । তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সব মানুষ । এলাকায় তাঁদের ভালো পরিচিতি ৷ সনাতন কথা বলতে পারে না । কিন্তু তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারে ভালোমতো । তবে, মনের কথা বলার জন্য সনাতন একটি পকেট ডায়েরি সবসময় সঙ্গে রাখে । সেই ডায়েরির নিজেই নামকরণ করেছে 'কথামৃত' । এরপর সনাতনের জীবন কোনদিক থেকে কোনদিকে বাঁক নেয় সেটাই দেখার এই ছবিতে ।

আরও পড়ুন: দিদির ঘরে টিম 'গৌরী এলো'

ছবিতে আরও দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায় । ছবির পরিচালক জিত চক্রবর্তী (Jiit Chakraborty) বলেন, "এটি সনাতন ও সুলেখার এক অনন্য জীবনের গল্প । মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই এই ছবি । প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব অপরিসীম সেটা দেখানোর চেষ্টা করেছি ছবিতে । জালান প্রোডাকশন-এর ব্যানারে প্রযোজক প্রীতম জালানের প্রযোজনাতে আসছে এই ছবি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.