ETV Bharat / entertainment

New Film Chatok : বাংলা ছবিতে এবার স্পার্ম ডোনেশনের গল্প

author img

By

Published : May 14, 2022, 12:52 PM IST

New Film Chatok
বাংলা ছবিতে এবার স্পার্ম ডোনেশনের গল্প হাজির হল ফার্স্ট লুক

মুক্তি পেল আতিউল ইসলাম পরিচালিত আসন্ন ছবি 'চাতক'-এর ফার্স্ট লুক ( Atiul Islam Directional Chatok is Coming Soon )। গল্পের মূলে স্পার্ম ডোনেশন ।

কলকাতা, 14 মে : সময় পাল্টেছে । মানসিকতার বদল হয়েছে অনেক । সন্তানের জন্য আজকাল সারোগেসির পথ অবলম্বন করছেন অনেকেই । এই 'সারোগেসি'র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে 'স্পার্ম ডোনেশন' । এবার বাংলা ছবিতে সেই স্পার্ম ডোনেশনের গল্প । বলা বাহুল্য, 'স্পার্ম ডোনেশন'- শব্দটি আজ কারোর অজানা না হলেও, আজও এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে চান না অনেকেই । আর এবার এই রাখঢাক করা বিষয়টি নিয়েই চলচ্চিত্রের জগতে আসছে নতুন ছবি 'চাতক' । ছবির পরিচালনায় রয়েছেন আতিউল ইসলাম ( Atiul Islam Directional Chatok is Coming Soon )।

ছবিটিতে তাঁর সঙ্গে সহ পরিচালনার কাজ করেছেন আসানসোলের ডি.সি.পি অংশুমান সাহা । ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসু, সমদর্শী দত্ত, সায়ন্তনী গুহ ঠাকুরতা, মন্টু মল্লিক, অনুরাধা রায়, রবিশঙ্কর রবি, অনিন্দিতা সোমকে । বর্তমানে অনেক দম্পতির কাছেই স্বাভাবিক ভাবে সন্তান লাভ করা বেশ সমস্যার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে । স্ট্রেস এবং বিভিন্ন সামাজিক ও মানসিক চাপের ফলে এবং শারীরিক অক্ষমতার কারণে অনেক সময়েই স্বাভাবিক ভাবে বাবা-মা হতে পারেন না অনেক দম্পতি । কিন্তু সকলেই চান তাঁদের জীবনে আসুক সন্তান সুখ । ঠিক এই সমস্যারই সমাধানের জন্য মানুষের পাশে এখন এসে দাঁড়িয়েছেন স্পার্ম ডোনাররা । তাঁরা তাঁদের বীর্য দান করেন এবং তার জন্য কোনও রকম পারিবারিক সম্বন্ধ বা স্বার্থ তাঁরা দেখেন না । এই ছবিতেও এমনই একজন স্পার্ম ডোনারের কথা বলবেন পরিচালক আতিউল ।

গল্পের দিকে তাকালে দেখা যায়, একজন উচ্চাকাঙ্ক্ষী নারী, উচ্চপদস্থ এক কর্পোরেট অফিসারকে বিয়ে করে । তারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল হলেও তাদের জীবনে একটা সময়ে গিয়ে বাৎসল্যের অভাব হয়ে পড়ে । এবং সেই কারণে সন্তানের জন্ম দেওয়ার জন্য উৎসুক হয়ে পড়ে গল্পের মুখ্য নারী চরিত্রটি । তখন নানাভাবে জানা যায়, যে তার স্বামী সন্তানের জন্ম দিতে অক্ষম । তাই, সে স্বামীর একপ্রকার অমত থাকা সত্ত্বেও একজন স্পার্ম ডোনেশনের সাহায্য নেয় এবং তাতেই জন্ম হয় তার সন্তানের । স্পার্ম ডোনেশন এবং তার প্রভাব কীভাবে এক দম্পতির জীবনে পড়ে, সেই গল্পই দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন আতিউল ।

এই নারীর ভূমিকাতেই অভিনয় করেছেন সায়ন্তনী গুহঠাকুরতা এবং তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসুকে । সন্তান জন্ম নেওয়ার পরবর্তীকালে সেই সন্তান বড় হলে, তার গৃহ শিক্ষক হিসেবে আসে নতুন এক মাস্টারমশাই, যে চরিত্রে অভিনয় করছেন সমদর্শী দত্ত । কিন্তু কাকতলীয়ভাবে জানা যায়, সমদর্শীই হচ্ছেন ছেলেটির জন্মদাতা পিতা । এই ঘটনার ফলে গল্পের কাহিনি কোন্ নতুন মোড় নেয় এবং তার কী প্রভাব পড়ে এই তিনজনের জীবনে, সেই গল্পই শোনাবে আতিউল ইসলামের আসন্ন ছবি 'চাতক' ।

ছবিটি এই বছরেই মুক্তি পেতে পারে । ছবির ক্যামেরা সামলেছেন শীতল ভট্টাচার্য । ছবিতে সুরারোপ করেছেন শ্রাবণ । ছবির গানের লিরিক্স লিখেছেন দীপাংশু আচার্য, শ্রাবণ এবং সৃঞ্জয় মিত্র । ছবিতে রয়েছে মোট চারটি গান । গানগুলি গেয়েছেন অনুপম রায়, মোনালি ঠাকুর, ঈশান মিত্র, অংশুমান সাহা, ঈপ্সিতা মুখোপাধ্যায়, জয়ন্তী ভট্টাচার্য এবং মিউজিক ডিরেক্টর শ্রাবণ । আসন্ন এই ছবির প্রযোজনায় রয়েছে নতুন প্রযোজক আবু সামা'র প্রযোজনা সংস্থা 'সামা মুভিজ' এবং 'এ আর প্রোডাকশন' ।

ছবির বিষিয়ে কথা বলতে গিয়ে পরিচালক আতিউল ইসলাম বলেন, "স্পার্ম ডোনেশন বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজে অত্যন্ত সাধারণ একটি বিষয় । এই বিষয়টা নিয়ে অধিকাংশ মানুষ কথা বলতে না চাইলেও, এই একটা বিষয়ের কারণেই যে কত সম্পর্ক প্রত্যেকদিন আমাদের সমাজে বেঁচে যায়, কত পরিবার তাঁদের জীবনে সন্তানের স্পর্শ পান, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না । যদিও এই বিষয় নিয়ে বাংলা ছবিতে এর আগে কথাবার্তা হয়নি, তবে, আমার মনে হয় এই বিষয়টি নিয়েও অন্যান্য সামাজিক বিষয়ের মতোই চলচ্চিত্রে কথা বলার প্রয়োজনীয়তা ছিল । সেই প্রয়োজনীয়তা থেকেই 'চাতক' ছবিটি তৈরি করা । আশা করি এই ছবি আপনাদের ভালো লাগবে ।"

New Film Chatok
ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসু, সমদর্শী দত্ত, সায়ন্তনী গুহ ঠাকুরতা, মন্টু মল্লিক, অনুরাধা রায়, রবিশঙ্কর রবি, অনিন্দিতা সোমকে ।

অন্যদিকে অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা বলেন, "আমার যে চরিত্রটি ভীষণই অন্যরকম । একদিকে সে যেমন উচ্চাকাঙ্ক্ষী, তেমনই সে কেবলমাত্র একটা সন্তানের জন্ম দেওয়ার জন্য, সমস্ত রকম উচ্চাকাঙ্ক্ষা, সমস্ত রকমের ভাল থাকা, বিলাসিতা ঝেড়ে ফেলে আর পাঁচজন মা হতে চাওয়া নারীর সমকক্ষ হয়ে পড়ে । পরবর্তী সময়ে তার জীবনে নানান রকমের চড়াই উৎরাই আসে এবং সেগুলো তাকে কোথাও গিয়ে একজন উচ্চাকাঙ্ক্ষী স্বার্থপর মহিলা থেকে ধীরে ধীরে একজন নিঃস্বার্থ মা করে তোলে । এই জার্নিটাই এই চরিত্রের জন্য সবচেয়ে জরুরি ছিল। এই জার্নিটাই আমি এই চরিত্রটা করে সবচেয়ে বেশি উপভোগ করেছি ।"

অভিনেতা বিশ্বনাথ বসুর কথায়, "এই ছবি আমাদের সমাজের এমন এক সমস্যা নিয়ে কথা বলতে চলেছে, যে বিষয় নিয়ে এর আগে বাংলা ছবিতে কথা বলা হয়নি । এটি একটি সাহসী পদক্ষেপ । আশা করি এই ছবি আপনাদের সকলের ভালো লাগবে ।"

আরও পড়ুন: প্রেম নিয়ে জমজমাট বিতর্ক এবং আড্ডায় টিম 'X=PREM'

অন্যদিকে সমদর্শী বলেন, "এই ছবিতে আমার যে চরিত্র, সেই চরিত্র একজন স্পার্ম ডোনারের । আলাদা করে একজন স্পার্ম ডোনারের চরিত্রের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য হয় না ঠিকই কিন্তু একজন স্পার্ম ডোনারের জীবনে যে কতটা ত্যাগ থাকতে হয়, কেবলমাত্র বায়োলজিক্যাল কানেকশন ছাড়া কোনও রকম ইমোশন না রেখেই কীভাবে তাকে তার কাজটা করতে হয়, সেই বিষয়টা আমার চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠবে । আশা করি এই ছবি আপনাদের ভালো লাগবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.