ETV Bharat / entertainment

Sushmita Sen on marriage: "পুরুষরা আমায় হতাশ করেছে...!" বিয়েকে কী চোখে দেখেন ? বারবার স্পষ্ট করেছেন সুস্মিতা

author img

By

Published : Jul 15, 2022, 1:35 PM IST

বিয়েকে কী চোখে দেখেন সুস্মিতা সেন (Sushmita Sen on marriage)? বারবার নানা প্রশ্নে এর খোলাখুলি জবাব দিয়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স ৷ ললিত মোদির সঙ্গে তাঁর বিয়ের জল্পনা মাথাচাড়া দেওয়ার পর একবার ফিরে দেখা যাক বিয়ে নিয়ে সুস্মিতার কী দর্শন (Throwback quotes of Sushmita Sen on marriage)৷

'Never got married because men are a let-down,' throwback quotes of Sushmita Sen on marriage
"পুরুষরা আমায় হতাশ করেছে...!" বিয়েকে কী চোখে দেখেন ? বারবার স্পষ্ট করেছেন সুস্মিতা

কলকাতা, 15 জুলাই: শুধু কথা বলেই আপনার মন জয় করে নিতে পারেন এই নারী... সুস্মিতা সেন সম্পর্কে বলতে গিয়ে এটাই অভিব্যক্তি ছিল চিত্রনির্মাতা করণ জোহরের ৷ বিশ্বসুন্দরীর আসর থেকেই নিজের বাকশৈলী এবং চটজলদি শব্দচয়নে পরিশিলিত কথায় নিজেকে অন্যান্য অভিনেত্রী-মডেলদের থেকে একেবারে আলাদা হিসেবে তুলে ধরেছেন প্রাক্তন মিস ইউনিভার্স (Sushmita Sen on marriage)৷ দীর্ঘাঙ্গী সুস্মিতা তাঁর 47 বছরের জীবনে বেশ কয়েকজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সিঙ্গল মাদারহুড উপভোগ করছেন, তবে কখনও বিয়ের পথে হাঁটেননি ৷ বারবার এই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ প্রতিবারই দৃপ্ত ভাবে বিয়ে নিয়ে তাঁর দর্শন তুলে ধরেছেন সুস্মিতা সেন ৷ সেখানে তাঁর মুখে উঠে এসেছে বিয়ে নিয়ে তাঁর নানা ভাবনার কথা (Throwback quotes of Sushmita Sen on marriage)৷

"পুরুষরা হতাশ করে, তাই কখনও বিয়ে করিনি"

একটি ইউ টিউব চ্যানেলে অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে আলাপচারিতায় তাঁর জীবনের নানা দিক উন্মোচিত করেছিলেন সুস্মিতা সেন ৷ তখনই বলেন, তাঁর দুই সন্তান রেনে ও আলিশার কথা ভেবেই যে তিনি অবিবাহিত রয়েছেন তা নয় (Never got married because men are a let down)৷ তাঁর কথায়, "রেনেকে দত্তক নেওয়ার পর আমার জীবনে কোনও পুরুষ আসেননি, আমার প্রায়োরিটি কী তা তখনও অনেকে জানতেন না ৷ তবে আমার দায়িত্ব কেউ ভাগ করে নেবে এটা আশা করি না, আমাকে এর থেকে দূরে থাকতেও বলতে পারবেন না ৷ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মেয়েদের আমাকে প্রয়োজন ৷" এ কথা বলতে গিয়েই সুস্মিতা বলেন, "সৌভাগ্যবশত বেশ কয়েকজন খুব ইন্টারেস্টিং পুরুষ আমার জীবনে এসেছেন ৷ তবে আমি তাঁদের বিয়ে করিনি তার একটাই কারণ, তাঁরা সবাই আমায় হতাশ করেছে ৷ বিয়ে না করার সঙ্গে আমার সন্তানদের কোনও সম্পর্ক নেই ৷ আমার জীবনে যাঁরাই এসেছেন, ওরা তাঁদের খোলা মনে গ্রহণ করেছে ৷ প্রত্যেককে সমান ভাবে ভালোবেসেছে ৷ শ্রদ্ধা করেছে ৷ তিনবার বিয়ের খুব কাছাকাছি এসেছিলাম ৷ তবে ঈশ্বর আমায় বাঁচিয়ে দিয়েছেন ৷ কী বিপর্যয় হতে যাচ্ছিল, সেটা আর বলতে পারছি না ৷"

"ভুল একজনকে বিয়ে করার ভুলটা করেই ফেলেছিলাম প্রায়"

সিমি গারেওয়ালের সঙ্গে একটি সাক্ষাৎকারে তাঁর জীবনের এই সত্যিটা তুলে ধরেছিলেন সুস্মিতা সেন ৷ বলেছিলেন, "আমি খুবই লাকি ! কিছু একটা ভুল পথে এগোতে গেলেই ঠিক বুঝতে পারি ভুল কিছু একটা করতে চলেছি, এটা ঠিক হচ্ছে না ৷ আর ঠিক তখনই যথাযথ শ্রদ্ধা দেখিয়ে আমি তার থেকে সরে আসি ৷"

"হিরে পাওয়ার জন্য কোনও পুরুষের দরকার নেই"

একবার প্রাক্তন মিস ইউনিভার্স বলেছিলেন, "হিরে পাওয়ার জন্য আমার কোনও পুরুষের দরকার নেই ৷ আমি নিজেই সেটা কিনতে পারি ৷ আমাকে হিরে উপহার দেওয়ার জন্য কারওকে কখনও অনুমতি দিইনি ৷ বেশ কয়েক বছর আগে নিজেকে একটা 22 ক্যারেট হিরের আংটি উপহার দিয়েছিলাম ৷ আমি গর্বিত যে এগুলো আমি নিজেই করতে পারি ৷ আমার জন্য আমার হিরের আংটিটা হল আশা ও ক্ষমতায়নের প্রতীক ৷ আমি এটা বিশ্বাস করি, সব মহিলার আর্থিক ভাবে স্বাধীন হওয়া উচিত ৷"

আরও পড়ুন: ঘনিষ্ঠ ললিত-সুস্মিতা, এবার ভাইরাল 9 বছর আগের টুইট

"অবশ্যই বিয়ে করব"

সময়টা ছিল 2010 ৷ বিয়ে নিয়ে তাঁর পরিকল্পনা কী তা জানতে ধেয়ে আসে একের পর এক প্রশ্ন ৷ তখনই বলিউডের এই বিউটি কুইন জানিয়েছিলেন যে, তিনি একদিন অবশ্যই বিয়ে করবেন ৷ তখন সবে পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রমের সঙ্গে তাঁর ব্রেক আপ হয়েছে বলে খবর রটেছে ৷ সেই সময় সুস্মিতা বলেন, "আমি অবশ্যই বিয়ে করব ৷ তবে নির্দিষ্ট কোনও বয়সেই বিয়ে করতে হবে এমনটা নয় ৷ কেমন দেখতে জীবনসঙ্গী আমার পছন্দ, এই প্রশ্ন শুনে শুনে আমি ক্লান্ত ৷ সঠিক কারওকে পেলে আপনাদের নমুনা দেখাব ৷"

"আমি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী"

2012 সালে একটি প্রচারে গিয়ে প্রাক্তন মিস ইউনিভার্স খোলাখুলিই জানান বিয়ের প্রতি তাঁর আস্থার কথা ৷ বলেন, "শিগগিরই বিয়ে করব ৷ এই প্রতিষ্ঠানের প্রতি আমার বিশ্বাস রয়েছে ৷" সঠিক পাত্র পেলেই তিনি বিয়ে করবেন বলে জানিয়ে দেন সুস্মিতা সেন ৷

"কারও স্ত্রী হিসেবে পরিচিতি..."

অপর একটি সাক্ষাৎকারে সুস্মিতা বলেছিলেন, "বাবাকে আমি খুব ভালোবাসি ৷ একবার তিনি একজনকে বলেছিলেন, আমার মেয়েকে দেখুন ৷ আপনাদের কি মনে হয়, ওকে আমি এমন ভাবে বড় করেছি যে ও শুধু কারও স্ত্রী এটাই হবে ওর একমাত্র পরিচয় ?"

আরও পড়ুন: রণদীপ থেকে রোহমান... ললিত জল্পনার মাঝে ফিরে দেখা সুস্মিতার লাভ লাইফের ইতিবৃত্ত

বিয়ে নিয়ে নানা সময়ে নানা কথা বললেও এ বার তিনি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলে জল্পনা জোরালো হয়েছে ললিত মোদির টুইটে ৷ সুস্মিতার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে মোদি লিখেছেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়াতে এসেছি । বেটারহাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয় । শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু ।’ শিগগিরই বিয়ে করছেন বলেও সাফ লিখেছেন ললিত মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.