ETV Bharat / entertainment

HBD Lata Mangeshkar: 'মিলে সুর মেরা তুমহারা...', জন্মদিনে সুরসম্রাজ্ঞীকে স্মরণ মোদি-মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 10:39 AM IST

Updated : Sep 28, 2023, 11:50 AM IST

Modi Mamata Shah on Lata Mangeshkar: আজ তাঁর 94তম জন্মবার্ষিকী ৷ সোশাল মিডিয়ায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ অনেকে ৷

HBD Lata Mangeshkar
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

মুম্বই, 28 সেপ্টেম্বর: 'লতা মঙ্গেশকরকে নকল করা খুব কঠিন'- ঠিক এই ভাষাতেই সুরসাম্রাজ্ঞীকে স্মরণ করেছিলেন বোন আশা ভোঁসলে ৷ অনেকেই সুরের যাত্রা শুরু করেন লতা কণ্ঠী হয়ে ওঠার অদম্য স্বপ্ন নিয়ে ৷ তবে সেই জাদুকরী কণ্ঠ আজও অমলিন শ্রোতাদের কানে ৷ আজ সুর সম্রাজ্ঞীর 94তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে আসমুদ্রহিমাচল স্মরণ করছে প্রিয় লতাদিদিকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ আরও অনেকেই বৃহস্পতিবার স্মরণ করেছেন বিশিষ্ট গায়িকাকে ৷

  • Remembering Lata Didi on her birth anniversary. Her contribution to Indian music spans decades, creating an everlasting impact. Her soulful renditions evoked deep emotions and will forever hold a special place in our culture.

    — Narendra Modi (@narendramodi) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী এদিন টুইটারে লেখেন, "জন্মদিনে মনে পড়ে যাচ্ছে প্রিয় লতাদিদির কথা ৷ ভারতীয় সঙ্গীতে কয়েক দশক ধরে তিনি যে অবদান রেখে গিয়েছেন তা ভোলার নয় ৷ তাঁর উপস্থাপনা মনে গভীর আবেগের সঞ্চার করে ৷ তাঁর সঙ্গীত আমাদের হৃদয়ে এক চিরকালীন আসন তৈরি করে নিয়েছে ৷" মোদির সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা সকলেরই জানা। কোনও আলোচনায় প্রধানমন্ত্রীর কথা এলে লতা 'নরেন্দ্র ভাই' বলেই সম্বোধন করতেন।

HBD Lata Mangeshkar
জন্মদিনে সুরসম্রাজ্ঞীকে স্মরণ করলেন মমতা

প্রিয় গায়িকাকে স্মরণ করেছেন অমিত শাহও ৷ তিনি লেখেন, "ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে লতা দিদি তাঁর জীবন উৎসর্গ করেছেন ৷" ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকও স্মরণ করেছে কিংবদন্তি গায়িকাকে ৷ সুরসম্রাজ্ঞীকে সোশালে স্মরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও ৷ এছাড়া রাজনৈতিক মহল থেকে আরও অনেকেই টুইটে শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন ৷ তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ থেকে শুরু করে বিজেপি নেতা অরবিন্দ মেননও ৷

  • लता दीदी ने अपना पूरा जीवन भारतीय संगीत परम्परा को नई ऊंचाई प्रदान कर विश्वपटल पर और समृद्ध करने में समर्पित कर दिया। संगीत के शिखर पर पहुँच कर भी जिस सादगी और विनम्रता के साथ वे भारतीयता की जड़ों से जुड़ी रहीं, वह देशवासियों के लिए विशिष्ट उदाहरण है। भारत रत्न लता दीदी की जयंती…

    — Amit Shah (@AmitShah) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিরাট আমার জামাইয়ের মতো, ওকে খুব ভালোবাসি: শাহরুখ

'আজ ফির জিনে কি তমন্না হ্যায়' এক সময় গানে গানে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন লতা ৷ আর তাঁর সেই ইচ্ছা পূরণও করেছেন সুরের দেবী ৷ 'হামকো হামিসে চুরালো', 'ওঠো ওঠো সুর যায় রে', 'লাগ যা গলে'-র মতো হাজার হাজার গান রেকর্ড করেছেন 'নাইটেঙ্গল অফ ইন্ডিয়া' ৷ কোটি কোটি অনুরাগীকে কাঁদিয়ে 2022 সালের 6 ফেব্রুয়ারি প্রয়াত হন সুর সম্রাজ্ঞী ৷

Last Updated : Sep 28, 2023, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.